প্রিয় বন্ধুরা, আজ চলে এলাম সরবে প্রথম পোস্টটি দেবার জন্য। বাংলা ব্লগিং এ আমার যাত্রা শুরু জুন ২০১০ থেকে। দেখতে দেখতে প্রায় দু বছর হয়ে এল। প্রথমে শুরু করি সামহয়্যার ইন ব্লগ থেকে। এর পরে শব্দনীড়, প্রথম আলোতে বেশ কিছু দিন ব্লগিং করলাম বেশ মন ভরেই।দুটো ব্লগই জোয়ার ভাটার মধ্য দিয়ে যেতে শুরু করল। তার পরে আমার বর্ণমালাতেও গেলাম। সবগুলো ব্লগ ঘুরেও কোন ব্লগেই সামহয়্যারের বিপুল বৈচিত্র্ চোখে পড়েনি। এর পরে চর্তুমাত্রিক, শৈলী, নাগরিক এগুলোতেও নিক খুললাম, দু চারটা করে করে পোস্টো দিলাম। প্রায় গোটা চোদ্দ ব্লগে আমি রেজিস্টার্ড। যার সবচেয়ে শেষের দিকে আছে সবার ব্লগ, বিডি নিউজ ব্লগ, অন্তরনামা ব্লগ এবং সরব। বোধকরি সরবের এ্যাডমিনেরা বুয়েটিয়ান বেশিরভাগ। হয়তবা আমার ব্যাচমেটো। সরবে আমাকে আমন্ত্রনা জানায় বাপ্পী বইমেলার সময়টাতে। তখন একটা ইন্টারভিউ হয়েছিল এখানে। তো আজ এখানে প্রথম পোস্টটি দিচ্ছি। ব্লগটি এগিয়ে যাক সুন্দর করে। সবাইকে শুভকামনা
দুদণ্ডের জীবন
কি আর আছে ছেড়া দুদণ্ড, শাদা পার্চমেন্ট জীবনে ? এইটুকু সুখ
একটি স্মরণীয় দিন আর কটা কালশিটে দু:খছোপ ; কত অল্প
আশার চাষ, জীবনের বারোমাস ! ভাসুক না আজ, আপনভোলা
জীবনের খোলা ক্যানো ! উত্তুঙ্গ ক্ষীনাঙ্গিকার দুরন্ত জলে।
আমরা কুড়াবো এই- আশ শ্যাওলা, পচা টোপা পানার মাঝে
ছিমছাম বেঁচে থাকার অনির্বচনীয় আনন্দ, অবাক হিল্লোল!
:welcome:
আপনার ইন্টারভিউ পড়েছিলাম বোধ হয়, মনে পড়লো এখন। 🙂
নিয়মিত লিখবেন আশা করছি।
আশা করছি। তবে ২০৪ বার পঠিত। কিন্তু মন্তব্য এত কম !!
খুব অবাক হয়েছি।
যাই হোক মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকা হোক
আমিও অবাক হলাম! 😐
পৃথিবীটাই কেমন অবাক,
এই রোদ এই বৃষ্টি।
ধন্যবাদ আবারো
:welcome:
সামনে আরও লিখা চাই। 😀
অতি অবশ্যই।
থেমে যাবার জন্য আসি না আমরা
ঘর ছেড়ে
স্বাগতম। এডমিন সম্পর্কে আইডিয়া ভুল আমি যতদূর জানি।
জীবনের ক্যানো ভাসতে থাকুক, ভাসাতে থাকুক!
ভাসতে ভাসতে কোথায় গিয়ে থামবে ?
বল তো দেখি !
আমাদের মুঠো ভরা অন্ধকার হারিয়ে যাক চন্দ্রহীনা জোছনা বিলাসে
মন্তব্য করার অভ্যাসটা এখনো তেমন হয়ে উঠে নি। তবে কিনা, এই কবিতায় মন্তব্য না করে অপরাধবোধ হচ্ছে বড়। তার উপর না জানা কত কিছু ছিল।
প্রথমেই সরবে স্বাগতম আপনাকে 🙂
কবিতা ভালবাসি। কিন্তু সবসময় বোঝার সুযোগ হয় না।
এই যেমন ধরুন, আপনার “উত্তুঙ্গ” শব্দটা নিয়ে একটা সার্চ দিয়ে বসলাম। বন্যার কবিতা। কিন্তু, বৃষ্টি এসেই কি এ বন্যা?
কি জানি? কবি সাথে থাকবেন। নয়তো বিপদ হবে। 🙂
ধন্যবাদ স্বাগত মন্তব্যের জন্য। সরবের প্যাটার্ন বুঝতে পেরেছি। বেশির ভাগ ব্লগার নীরবেই প্রস্থান করেন পড়া শেষ হয়ে গেলে।
যাই হোক, কবিতাটায় আসলে ঠিক বন্যা মিন করা হয় নি। একটু বলি, উত্তুঙ্গ ক্ষীণাঙ্গিকা বলতে এখানে খরস্রোতা নদীর কথা বলা হচ্ছে যার প্রচণ্ড স্রোত। সেই স্রোতেই ভাসছে জীবনের ভেলা। এই স্রোতস্বিনী নদী হতে পারে মহাকাল, অমোঘ সময়।
সময়ের এই বিশাল নদীতেই আমাদের করে নিতে হবে আশার চাষ।
ধন্যবাদ সবাইকে এবং আপনাকে
সত্যিই তো। কী আছে জীবনে?
-এইটুকু সুখ
-একটি স্মরণীয় দিন
-কটা কালশিটে দু:খছোপ
হাসিমুখে দিনগুলো পার করতে পারাটাই বোধহয় জীবন!
ছিমছাম বেঁচে থাকার অনির্বচনীয় আনন্দ হোক সবার প্রাণের সঙ্গী।।
কবিতা ভাল লেগেছে! সরবে স্বাগতম! 😀
ঠিক বলেছেন।
আমাদের যাপিত জীবন পিষ্ট যান্ত্রিকতার যাঁতাকলে
হাসিমুখের সন্ধান মেলে তাই অন্ধকারের গহন কূলে।
আমাদের যাপিত জীবন পিষ্ট যান্ত্রিকতার যাঁকাতলে, সন্দেহ নাই। ভার্সিটিতে পড়ি, নাটক-উপন্যাস অনুসারে আমার এখন দুনিয়া দাপিয়ে বেড়ানোর কথা, অথচ যান্ত্রিক, ঘরকুনো হয়েই জীবন পার করছি 🙁
কিন্তু হাসিমুখের সন্ধানের জন্য অন্ধকারের গহন কূল কেন? আমার তো মনে হয় এই যান্ত্রিকতা বাস্তবতারই প্রতীক। যুগের তালে প্রতিযোগিতা বাড়ছে মানব জীবনে। সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যান্ত্রিক হতে হচ্ছে। গল্পের গ্রামীন রোমান্টিক কিশোর প্রাণবন্ত হাসোচ্ছ্বল, শহুরে কিশোরদের সেই স্বাধীনতা নেই। তাই বলে কি হাসি আনন্দও নেই? যান্ত্রিকতা সব ক্ষেত্রে অন্ধকার নয়, বাস্তবতা! এবং এর মাঝেই ছিমছাম বেঁচে থাকার অনির্বচনীয় আনন্দ খুঁজে নিতে হবে!!
খুব ভাল বলেছেন।
যে অন্ধকারের মাঝে পায় আলোর নিশান
যেন,তার জীবনে আছে সত্য পরম নির্বান।
হা হা অন্ধকারে সুখ খুজে নিতে পারলে আলোতে তো পাওয়াই যাবে। তাই নয় কি ?
হুম 😀
ভাল থাকবেন
“আমরা কুড়াবো এই- আশ শ্যাওলা, পচা টোপা পানার মাঝে
ছিমছাম বেঁচে থাকার অনির্বচনীয় আনন্দ, অবাক হিল্লোল!”
চমৎকার! :clappinghands:
সরবে স্বাগতম……
ধন্যবাদ স্বপ্ন।
আমার মনে হয় তুমি ইতরামি প্রডাকশন লিমিটেড এর স্বপ্ন।
হা হা।
তোমার কবিতা চর্চা ভালই লাগে আমার
আমরা কুড়াবো এই- আশ শ্যাওলা, পচা টোপা পানার মাঝে
ছিমছাম বেঁচে থাকার অনির্বচনীয় আনন্দ, অবাক হিল্লোল!
ওয়াও!
:welcome:
ধন্যবাদ ফেরারী পথিক
যে পথ নিজেই খোজে নিজের দিশা
সেইত ফেরারী পথ, পথিক তার যে
তারে কেন ফেরারী পথিক !
ধন্যবাদ
স্বাগতম সরবে!
আরো কবিতা পড়ার অপেক্ষায়……………… 🙂
ধন্যবাদ আপনাকে।
আমি মোটামুটি অবাকই হয়েছি। সরবে এখনই পোস্টটি ১২০০ বার প্রায় পঠিত।
অবাক লাগল। এত মানুষ কবিতা পড়ে আমি ঠিক জানতাম না।
যাই হোক, আশা করি আরো পোস্ট করবো অবশ্যই
“কত অল্প
আশার চাষ, জীবনের বারোমাস !”
দারুণ!
:welcome:
ধন্যবাদ অদ্ভুত ছেলে। এটা কি রবিন মিলফোর্ড নাকি সামু ব্লগের ?
ভাল থাকা হোক
না ভাই, আমি জন্মের পর থিকাই অদ্ভূত ছেলে 😀
বেশ। ভাল লাগল পরিচিত হয়ে।
ভাল থাকবেন।
:welcome:
এই প্রথম আপনি আমার কোন লেখায় প্রথম কমেন্ট দিলেন।
স্বাগত আপনাকেও আমার কবিতা বাড়িতে