আনন্দ কুড়ানো

‘ঈদের আর মাত্র চাইর দিন বাকি। এবারের ঈদেও আমার নতুন জামা কেনন হইব না।’ জ্বরের ঘোরে প্রলাপ বকতে থাকে বাবুল।

রেল স্টেশনের পাশের বস্তির ছোট্ট একটি ঝুপড়ি। চটের দরজা, পলিথিনে ছাওয়া চাল। বাইরে চিৎকার-চেঁচামেচি, হৈ-হুল্লোড়। ভেতরে মা এবং বাবুল মিলে ছোট্ট সংসার।

ঈদের বাকি আছে আর দুই দিন। গত পাঁচ দিন ধরে বাবুলের গায়ে প্রচন্ড জ্বর। বাবুল জ্বরের ঘোরে শুধু একটা কথাই বলছে। ‘ঈদের আর মাত্র চাইর দিন বাকি। এবারের ঈদেও আমার নতুন জামা কেনন হইব না।’

বাবুলের বয়স আট বছর। রেল স্টেশনের আশেপাশের রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়ায় সে। দিন শেষে মতিন মিয়ার ভাঙ্গারি দোকানে বিক্রি করে। দিনে বিশ-ত্রিশ টাকা আয় হয়। বাবুলের মা একটি বাসায় বুয়ার কাজ করে। সকালে যায় সন্ধ্যায় আসে। বাবুলের বাবা ওদের সাথে থাকেনা। বাবার কথা জিজ্ঞেস করলে মা রাগ করে তাই বাবুলও আর বাবার কথা জিজ্ঞেস করে না।

বিকেলের দিকে বাবুলের জ্বর কিছুটা কমে আসে। বাবুলকে দেখতে আসে ওর তিন বন্ধু সোহেল, তোফায়েল ও সাব্বির। ওরা একসাথে প্লাস্টিকের বোতল কুড়ায়। গত পাঁচ দিন বাবুল ওদের সাথে যেতে পারেনি।
‘কিরে বাবুল, তোর জ্বর তো দেখি কইমা গেছে।’ বাবুলের কপালে হাত রেখে বলল সোহেল।
‘হ, অহন একটু ভালা লাগতাছে।’ বলল বাবুল। টানা জ্বরে তার গলার স্বরে কিছুটা পরিবর্তন এসেছে। ‘তা তোরা ঈদের লাইগ্যা নতুন জামা কাপড় কিছু কিনছস?’
‘নাহ! এই বছর আর কেনন যাইব না।’ মাথা নাড়াল সাব্বির।
‘টেকা কিছু জমাইছিলাম কিন্তু এত কম টেকা দিয়া শার্ট-প্যান্ট পাওন যাইব না।’ বলল তোফায়েল।
‘আমি এই চাইর দিন বোতল টোকাইতে যাইতে পারলে ঠিকই টেকা যোগাড় করতে পারতাম কিন্তু জ্বর আইয়া তো সবকিছু ডিশমিশ কইরা দিল।’ বাবুলের কন্ঠে হতাশার সুর। ‘অহন আম্মায় শেষ ভরসা। আম্মায় যদি টেকা দেয় তাইলে স্টেশনের সামনের ফুটপাতের ঐ দোকানটাতে যে লাল ফুলয়ালা একটা শার্ট দেখছিলাম আর ছয়টা পকেটয়ালা যে একটা প্যান্ট দেখছিলাম হেইটা কিনতাম।’ বলতে বলতে বাবুলের ছোট্ট মনটা চলে যায় ফুটপাতের সেই দোকানে।
‘শার্ট ঐ টার দাম তো কইছিল ১২০ টেকা। আর এক টেকাও কমাইবো না।’ সোহেলের কথায় বাস্তবে ফিরে আসে বাবুল।
‘আর প্যান্টের দাম তো কইছিল ১৫০ টেকা। আমার অহনও মনে আছে।’ মাথা চুলকাতে চুলকাতে বলল তোফায়েল।
‘তোর মায়ে কি একলগে অত টেকা যোগাড় করতে পারব?’ প্রশ্ন করলো সাব্বির।
‘দেহি আম্মায় কি কয়।’ বাবুলের মনে তবুও ক্ষীণ একটি আশা।
‘আইচ্ছা, আমরা তাইলে যাই। কাইলকা আবার আমুনে।’ বলেই উঠে পড়ল বাবুলের তিন বন্ধু।

ঈদের দিন, সকালবেলা। রেল স্টেশনের পাশের বস্তির জন্য দিনটা বিশেষ কোন গুরুত্ব বহন করে না। তবে এই দিনে বস্তির শিশুদের আনন্দ উচ্ছলতা অন্যান্য দিন থেকে একটু বেশিই চোখে পড়ে। বস্তির অনেকের ঘরে এই দিন সেমাই রান্না করা হয়। বাবুলদের ঘরেও সেমাই রান্না করা হয়েছে। বস্তির কেউ কেউ নতুন জামা পড়ে ঈদগাতে যাচ্ছে। বাবুল একটু পর পর তার ছেঁড়া শার্ট ও প্যান্টের দিকে তাকাচ্ছে। তার মা একটি ছোট বাটিতে কিছু সেমাই তাকে খেতে দিয়েছে। বাবুল শুধু চামচ দিয়ে বাটির সেমাইগুলো নাড়াচাড়া করতে থাকে কিন্তু মুখে তুলতে ভুলে যায়।

এমন সময় হুড়মুড় করে সোহেল, সাব্বির ও তোফায়েল বাবুলদের ঝুপড়ির ভেতর ঢোকে। তাদের হাতে একটি কাগজের শপিং ব্যাগ তাতে লেখা ‘ঈদ মোবারক’। সোহেল ব্যাগ থেকে একটি লাল ফুলওয়ালা শার্ট ও ছয় পকেটওয়ালা একটি প্যান্ট বের করে বাবুলের হাতে দেয়। ঘটনার আকস্মিকতায় বাবুল কথা বলতে ভুলে যায়। তার মনে হয়, তার এই বন্ধুরা যাদের সাথে ও প্লাস্টিকের বোতল কুড়াতো আজ ওরা তার জন্য ঈদের আনন্দ কুড়িয়ে নিয়ে এসেছে।
‘আমাগো তিনজনের প্রত্যেকেরই জমানো কিছু টেকা আছিল কিন্তু ঐ টেকা দিয়া তিন জনের জামা কেনন যাইত না। কিন্তু সব টেকা এক জায়গায় করলে এক জনের নতুন শার্ট-প্যান্ট কেনন যায়। হের লাইগ্যা আমরা সবে মিল্লা সবের জমানো টেকা দিয়া তোর পছন্দের শার্ট আর প্যান্ট কিনছি।’ বাবুলের দিকে তাকিয়ে হাসি মুখে বলল সোহেল।
‘তুই নতুন শার্ট-প্যান্ট পইড়া নে। আমরা একলগে ঈদগাত যামু নামাজ পড়তে।’ সাব্বিরের চোখেও আনন্দ চিকচিক করছে।

রেল স্টেশনের পাশের বস্তির ছোট্ট একটি ঝুপড়ি। চটের দরজা, পলিথিনে ছাওয়া চাল। বাইরে চিৎকার-চেঁচামেচি, হৈ-হুল্লোড়। ভেতরে মা এবং বাবুল মিলে ছোট্ট সংসার। ঈদের আনন্দ এসেছে তাদের সংসারেও।

মুবিন সম্পর্কে

দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা। আমি যে বেকার, পেয়েছি লেখার স্বাধীনতা।।
এই লেখাটি পোস্ট করা হয়েছে গল্প, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

22 Responses to আনন্দ কুড়ানো

  1. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    অনেকে মিলে নিঃস্বার্থ ভাবে একজনের জন্য তাদের সেই সামান্য টাকা দিয়ে ঈদের জামা কিনে দেয়া! কি সুন্দর গল্প। বাস্তব কেন মাঝে মাঝে এত কঠিন হয় যে কেউ অনেক অনেক কিছু পায় আর কেউ একে বারেই শূন্য হাতে ঘুরে বেড়ায়।

    • মুবিন বলেছেনঃ

      সবার শূণ্য হাত ভরিয়ে দেয়া হয়তবা সম্ভব না কিন্তু আমরা প্রত্যেকেই চেষ্টা করলে অনেককেই হয়ত আর শূণ্য হাতে ঘুরে বেড়াতে হবে না।

  2. পড়তে পড়তে কখন যেন চোখে জল চলে এলো……
    আমাদের সবার ঈদের কেনাকাটার একটা ছোট্ট অংশ ওদের ঈদে দিয়ে দিতাম…
    আমি করবো এমন, বাকি সবাইও যেন……
    মনকাড়া লেখাটার জন্য ধন্যবাদ…

  3. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    গল্পটা ভাল লাগল মুবিন। ঈদ এর আগে সবাইকে আনন্দ ভাগ করার কথা আরেকবার মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। অগ্রিম ঈদ মুবারাক 🙂

  4. নিশম বলেছেনঃ

    নিজেকে অপরাধী অপরাধী লাগছে 🙁 🙁 🙁

  5. কিনাদি বলেছেনঃ

    অসম্ভব ভালো লাগলো 🙂

  6. শিশিরকণা বলেছেনঃ

    গল্পটা ভালো লাগলো অনেক :guiter:

  7. সামিরা বলেছেনঃ

    এত সুন্দর গল্পটা! 🙂

  8. ফিনিক্স বলেছেনঃ

    চোখের জল আটকাতে পারলাম না। যাদের কিছু নেই, তাদের মনটাও অনেক সময় আমাদের থেকে অনেক বড় হয়। সেইসব মানুষের জন্য আমার আজন্ম শ্রদ্ধা, ভালবাসা।

    • মুবিন বলেছেনঃ

      যাদের কিছু নেই, তাদের মনটাও অনেক সময় আমাদের থেকে অনেক বড় হয়।
      তাদের থেকে শেখারও আছে অনেক কিছু।

      ধন্যবাদ গল্পটা পড়ার জন্য ও মন্তব্য করার জন্য।

  9. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    গল্পটা আগে কেনো আমার চোখে পরেনি,বুঝতে পারছি না 🙁

    খুবই সুন্দর লেখা। মানুষের প্রতি মানুষের মমতাবোধের গল্পগুলো মাঝে মাঝে মনে করিয়ে দেয়,যে আমিও মানুষ। আমারও অন্যদের জন্য কিছু করার আছে

    • মুবিন বলেছেনঃ

      “যদি মানুষ কখনো না হয় মানুষ,
      দানব কখনো হয় না মানুষ।
      যদি দানব কখনো হয়ও মানুষ,
      লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু।
      মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য………”

      এই বোধটা মাঝে মাঝে পীড়া দেয় তাই গল্প লেখা।
      গল্পটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

  10. অচেনা রাজ্যের রাজা বলেছেনঃ

    কি বলবো ? গল্পটা তো আগেই পড়েছি…অনেক ভালো লিখেছিস রে মুবিন্না..!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।