তোমরা কেউ কি দিতে পারো
সুন্দরী কোন কোন রমণীর প্রোফাইল পিক
দেবে কি কেউ সেই রমণীর
প্রোফাইলের লিঙ্ক
Request পাঠানোর আগে নিজেকে নিয়ো facebook এ signup করে
আমার মনের মত profile কে সাজিয়ে
আমি বড় অসহায় এই facebook এর নীল জগতে
কোন মেয়েকেই দেখি না chat box এ
ও আমার friend request একসেপ্ট করেনি
এত বার পাঠানোর পর ও accept করেনি
ও আমার friend request একসেপ্ট করেনি
এত message পাঠানোর পর ও accept করেনি
তোমরা কেউ কি করবে
আমার friend request একসেপ্ট
chat করবে শুধুই আমার সাথে
মেনে কি নেবে এই কনসেপ্ট
Request পাঠানোর আগে নিজেকে নিয়ো facebook এ signup করে
আমার মনের মত profile কে সাজিয়ে
আমি বড় অসহায় এই facebook এর নীল জগতে
কোন মেয়েকেই দেখি না chat box এ
ও আমার friend request একসেপ্ট করেনি
এত বার পাঠানোর পর ও accept করেনি
ও আমার friend request একসেপ্ট করেনি
এত message পাঠানোর পর ও accept করেনি
এতো account এর ভিড়েও আজো আমি আছি একা
Profile জুড়ে শুধুই যে শূন্যতা
Facebook জুড়ে এত যে পাঠাই friend request
সবই হায় ignore এ হারায়
এখন আমার friend request ব্লক হয়েছে
এই ব্যাথা কাকে যে শুধাই
:love: =))
:love:
হে হে প্রথম চার লাইন বেশি জোস 🙄
😀
এত বুদ্ধি নিয়া পুলাপান ঘুমায় কেমনে?!!
হাহাপগে অবস্থা!
🙁
আহা রে!
:thinking:
=))
হাসতেই আছি……
🙂
কোন কবিতার প্যারোডি?? ধরতে পারলাম না যে…… 🙁
গানের কেউ কি লিরিকটা কপি পেস্ট করবা?
তোমরা কেউ কি দিতে পারো
প্রেমিকার ভালোবাসা
দেবে কি কেউ জীবনে উষ্ণতার
সত্য আশা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
তোমরা কেউ কি করবে
আমার জন্য অপেক্ষা
ভালোবাসবে শুধুই আমায়
করবে প্রতিজ্ঞা
ভালোবাসার আগে নিজেকে নিও বাঁচিয়ে
আমার মনের মত নিও সাজিয়ে
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি মহ্কালের মঞ্চে
ও আমায় ভালোবাসেনি
অসীম এ ভালোবাসা ও বোঝেনি
ও আমায় ভালোবাসেনি
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি
এতো ভিড়েও আজো আমি একা
মনে শুধু যে শূন্যতা
আঁধারে যতো ছড়াই আলো
সবই আঁধারে মেলায়
ও যে কোথায় হারালো
ব্যাথা কাকে যে শুধাই
-দুঃখবিলাস (আর্টসেল)
ধন্যবাদ!
🙂