মাঝে মাঝে জীবনে এমন সব ঘটনা আসে, যেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ব্লগপোস্ট দিতে যাওয়াটা অনেকটা ভাব সম্প্রসারণ করার মত হয়ে যাবে। একই কথা বারবার ঘুরেফিরে চলে আসবে, যা পাঠকের জন্য বিরক্তিকর ছাড়া কিছু হবে না।
তাই এই ব্লগপোস্টের মূল উদ্দেশ্য খুব ছোট ছোট কিছু ঘটনা বলে যাওয়া। এগুলোর অনেকগুলোই আগে ফেসবুক স্ট্যাটাস হিসেবে দেয়া হয়েছ, তাই কমন পড়তেই পারে।
***********
সেদিন ভদ্রতা করে বাসে এক লোকের সাথে একটা কথা বলসিলাম। পরবর্তী দেড় ঘন্টা ধরে তার কথা শুনতে হইসে……কথার মূল বিষয়: শিক্ষিত ও আর্থিকভাবে সচ্ছল পরিবারে নৈতিক অবক্ষয়……
মাথাডা শ্যাষ!
***********
কিছু কিছু বিজ্ঞাপনের সময় অতি দ্রুত চ্যানেল পালটে ফেলতে হয়। পরিবারের সাথে বসে ওই বিজ্ঞাপন দেখা সম্ভব না।
ক্যাটরিনা কাইফ-এর Slice এর বিজ্ঞাপন দেখলে বিভ্রান্ত হতে যাই, চ্যানেল কি পালটানো উচিত নাকি না……
***********
কয়েক দিন আগে এক ফোন ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করসে, “আপনি খেলাধুলা করার সময় পান না, ব্লগিং করার সময় পান কিভাবে?”
আমি মনে মনে উত্তর দিসি, “চাকরী ছেড়ে আমার মতো বেকার হয়ে যান। শিখায় দিবো”
***********
কিছুদিন আগে আমার ছোট ভাই(সে ক্লাস ফোর-এ পড়ে) হঠাৎ আমাকে জিজ্ঞেস করলো, “ভাইয়া, তুমি বিয়ে করবা কবে?”
আমি বলমাম, “দেখি।”
তারপর সে বললো, “তোমার ছেলেমেয়ে আমাকে কী ডাকবে?”
আমি ভাবলাম, “কয় কী!!!”
***********
পহেলা বৈশাখের বিকেল বেলা। রিকশা তখন সাদা হাতির মত দূষ্প্রাপ্য।
এক রিকশাওয়ালা আমার কাছে আজিমপুর থেকে ধানমণ্ডি ল্যাবএইডের ভাড়া চাইলো ৬০ টাকা!
আমি বললাম, “ভাই আমার রিকশায় যাওয়ার ক্ষমতা নাই। বাসে যাই।”
***********
বালিশের নিচে মোবাইল রেখে ঘুমাই। ফোন হোক বা অ্যালার্ম-মোবাইলের ভাইব্রেশনেই ঘুম ভাঙে।
এমন সময় ভাইব্রেশন হওয়া উচিত যেমন- “হ্যালো স্বপ্ন, তোমার না ওঠা দরকার। একটু ওঠো। তাড়াতাড়ি করার দরকার নাই, সময় নাও। মিনিটখানিক সময় নিলেও চলবে। ওঠো……”
কিন্তু, সত্যিকারে ভাইব্রেশন হয় এমন-“ওই স্বপ্ন ওঠ। নইলে একটা ধাক্কা দিয়া খাট থেকে নিচে ফালায় দিব কিন্তু। ওঠ, এক্ষণ ওঠ……”
লাইক 😀
ধন্যবাদ 😀
হাবিজাবি খারাপ কি!
খারাপ না বলছেন? চলবে? 🙂
চলুক… :multitalk:
ধইন্যা 😀
ভাইয়া আপনার ছেলে আমাকে কি ডাকবে?
মুখোশ আংকেল 😛
সত্যিকারে ভাইব্রেশন হয় এমন-”ওই স্বপ্ন ওঠ। নইলে একটা ধাক্কা দিয়া খাট থেকে নিচে ফালায় দিব কিন্তু। ওঠ, এক্ষণ ওঠ……
:happy:
🙄
ইহাই সত্য 😛
স্বপ্ন নিয়ে অ্যালার্মের অংশটা মজা লাগলো।
আরও সময় নিয়ে লিখলে পারতি। ফেবু স্ট্যাটাস কপি-পেস্ট না করে আরও বিস্তারিত কিছু বলতে পারতি। তোর কাছ থেকে এতো কম সময়ে *কোনরকম* পোস্ট আশা করি নাই। 🙁
আশা করি, সমালোচনা ভুল জায়গায় কর নি। তুই বুঝবি যে আমি কী বোঝাতে চেয়েছি, কেন-ই বা চেয়েছি।
হ্যাঁ, বুঝেছি। পঠন সংখ্যা দেখেই বুঝেছি, লেখা কোন *মানের* হয়েছে।
মাথায় রাখবো ব্যপারটা 🙂
“ওই স্বপ্ন ওঠ। নইলে একটা ধাক্কা দিয়া খাট থেকে নিচে ফালায় দিব কিন্তু। ওঠ, এক্ষণ ওঠ……”
দারুণ লিখেছেন……………।
😛 😀
“ভাই আমার রিকশায় যাওয়ার ক্ষমতা নাই। বাসে যাই।”
কি ইমো দিব বুঝতেসিনা। 😳
ইমোহীন 😛
টুকরো টুকরো কথা নিয়ে লেখা আমার ব্যাপক ভাল্লাগে। এসব নিয়েই তো আমাদের জীবন, তাইনা?
সেটাই!
ধন্যবাদ আপনাকে 🙂
:happy:
:happy: