একজনই পাঠক

দ্বিতীয় কোন পাঠক না থাকবে জেনেও,
তারপরেও কত কবিতার জন্ম হয়!
একটা সময় পর কাগজ গুলো হলুদ হয়ে যাবে
পোকা-মাকড় এর খাবার হবে
ধুলোর নিরাপদ আশ্রয় হবে
তবুও কোন একদিন একা একজনের কন্ঠে হাজার পাঠকের
আবেগ  নিয়ে আবৃত্তি করা কবিতাটির কোন দু:খ নেই!
তার জন্ম, তার মৃত্যু স্বার্থক হয়ে গিয়েছে ধূলো জমা সময়ের আগে
শীতের কোন পড়ন্ত বিকেলের মৃদু গুনগুনে!

ইয়াদ সম্পর্কে

সারাদিন আগডুম বাগডুম ভাবি! মন খারাপ থাকলে নিজেই নিজেকে কাতুকাতু দেই! মন ভালো থাকলে উলিয়া উলিয়া করি!
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

16 Responses to একজনই পাঠক

  1. অদ্ভুত ছেলে বলেছেনঃ

    :clappinghands:
    কবে থিকা কবিতা লেখা শুরু করসো! ভালৈছে

  2. সাদামাটা বলেছেনঃ

    না থাকলো পাঠক, তাতে কবিতার কি আসে যায় … :love:

    আরও বড় পড়তে ইচ্ছা করে

  3. সামিরা বলেছেনঃ

    কবিতা বুঝি না রে ভাই! 😛 এইটাও বুঝি নাই।

  4. কিনাদি বলেছেনঃ

    ব্লগ থাকতে কাগজ হলুদ করার কী দরকার? নিদেনপক্ষে ওয়ার্ডে লিখে রাখলেই তো হয় 😛

  5. অনাবিল বলেছেনঃ

    ইয়াদের কবিতা !! ভাবতে ভাবতে পোস্টে ঢুকলাম……

    কিন্তু চমকে গিয়েছি!! এতো ছোট্ট-সহজ কিন্তু অসাধারণ ভাবে এতো গভীর অর্থ কেউ তুলে আনবে, ভাবনায় ছিল না………

    ইয়াদ যেন কবিতা লেখা কখনো না ছাড়ে……… অনেক অনেক শুভকামনা সবসময়ের জন্য…………

  6. এখনও শিশু বলেছেনঃ

    তবুও কোন একদিন একা একজনের কন্ঠে হাজার পাঠকের
    আবেগ নিয়ে আবৃত্তি করা কবিতাটির কোন দু:খ নেই!
    তার জন্ম, তার মৃত্যু স্বার্থক হয়ে গিয়েছে ধূলো জমা সময়ের আগে
    শীতের কোন পড়ন্ত বিকেলের মৃদু গুনগুনে!

    বেশ, বেশ!! 🙂
    চলুক…

  7. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    “তার জন্ম, তার মৃত্যু স্বার্থক হয়ে গিয়েছে ধূলো জমা সময়ের আগে
    শীতের কোন পড়ন্ত বিকেলের মৃদু গুনগুনে!”

    চমৎকার!

  8. অক্ষর বলেছেনঃ

    আমি আসলে কবিতা বুঝি না ! 🙁

    তবে সবাই যখন ভালো বলছে তাহলে তো ভালোই হইছে :love:

  9. নিশম বলেছেনঃ

    চমৎকার !!! ইয়াদ ভাই, ভুলেও যদি অন্য কোথাও ডাইভার্টের চিন্তায় থাকেন, একেবারে পেশেন্ট বানায় দিমু কইলাম 😛
    কোবতে পছন্দ হইছে, প্লাস 😀

  10. বোহেমিয়ান বলেছেনঃ

    কবিতা হতে হলে কী থাকতে হয়?!!
    কবিতা হয়তবা I know it when i read it টাইপের কিছু!

    প্রথম ২ লাইনের জন্যই মনে হয় আমি কবিতা বলব! কাব্যের জয় হোক!

  11. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    সুন্দর কবিতা। একদম শেষ লাইনের আবেগটা ধরতে পারিনি। আমার কাছে মনে হয়ছে — কবিতার শুরুটা থেকে বয়ে আসা আমার অনুভূতিকে পুরো ম্লান করে দিলো। শীতের পড়ন্ত বিকেলের মৃদু গুঞ্জনের সাথে কবিতার জন্ম-মৃত্যু সফলতার কী সম্পর্ক থাকতে পারে আমার ধারণা নেই।

    তবুও কবিতা সুন্দর হয়েছে। জীবনে যত কবিতা লিখেছি, সেই অনুভূতি থেকেই বুঝেছি, আসলেই দ্বিতীয় কোন পাঠক না-ও থাকতে পারে জেনেই কবিতার জন্ম হয়। একা একজনের কন্ঠে হাজার পাঠকের আবেগ নিয়ে আবৃত্তি হওয়া কবিতার দুঃখ থাকে না। জন্ম নিতে হবেই — এমন সময়েই কবিতার জন্ম হয়।

    কবির জন্য শুভকামনা। কবিত্ব প্রস্ফূটিত হোক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।