আমরা সমাজে এমন কিছু কাজ করি যার কোন সফল ব্যাখ্যা নেই । যেমন আমরা কেন টাই নামক বস্তুটি পরি? অথবা কোন ঘড়ি নির্দিষ্ট দিকে শুধু ঘুরে(clockwise) ? চাইলে ঘড়ি অন্যদিকে ঘুড়তে পারতনা(anticlockwise) ? কেন আমরা প্রত্যেকটি দিনকে ২৪ ঘন্টা ৬০ সেকেন্ড ইত্যাদিতে ভাগ করলাম ? আমরা চাইলে আরও অনেক রকম ইউনিট তৈরি করতে পারতাম ।বর্তমান সভ্যতাই এমন অনেক রীতি আছে যা চলে আসছে অনুকরনের মাধ্যমে । কেউ কোন দিন জিজ্ঞাসা করেনি “আমি
যদি কাজটি এইভাবে করতাম তাহলে কি হত ?
যে কাজগুলো আমরা এখন করি তার বিপরীত কোন কাজ করলে আমাদেরকে সমাজ উপাধি দিবে “উন্মাদ” । কিন্তু তার পরেও সমাজ কিন্তু গতিশীল । সে সময়ের প্রয়োজনে নতুন নতুন রীতি তৈরি করবে এবং মানুষ কোনদিন তাদের ভিত্তি নিয়ে প্রশ্ন করবেনা । কিন্তু যদি মানুষ প্রশ্ন না করে তাহলে কি হবে ? মানুষ নামক এই গোত্রের ফলাফল কি হবে ? বিবর্তনবাদীরা বলবেন অন্য একটি গোত্র তার আধিপত্য বিস্তার করবে ! সৃষ্টিকর্তায় বিশ্বাসীরা বলবেন ”গজব” ! এই জিজ্ঞাসার গুরুত্ব পড়তে গিয়ে পাওলো কোয়েলহোর একটি ছোট গল্পের অনুবাদ দিলাম …
একজন জেন বৌদ্ধ ভিক্ষু ছিলেন প্রাচীন এক ”মায়ু কাইগি” গোত্রের প্রধান । তার একটি বিড়াল ছিল , ভিক্ষু বিড়ালটিকে অত্যধিক পছন্দ করতেন । এমন পছন্দ করতেন যখন তিনি ধ্যান করতেন তখন বিড়ালটিকে পাশে বসিয়ে রাখতেন । যাতে তিনি সর্বোচ্চ মনোনিবেশ করতে পারেন ।
একদিন গোত্র প্রধান ভিক্ষু মারা গেলেন । তার পর তার একজন প্রিয় ছাত্রকে গোত্র প্রধান করা হয় । গোত্র প্রধান এর দায়িত্ব থাকে সামষ্টিক ধ্যানের নেতৃত্ব দেওয়া । নতুন গোত্র প্রধান ভিক্ষু ধ্যানের নেতৃত্ব দেওয়া শুরু দিলেন । তখন তার ছাত্ররা জিজ্ঞাসা করল “ আমরা বিড়ালটা নিয়ে কি করব” । বিড়ালটা তখন তার পাশে বসে আছে । পূর্বের শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করে নতুন ভিক্ষু বিড়ালটিকে তাদের ধ্যানের অংশ করে ফেললেন ।
পাশের এলাকার কিছু বৌদ্ধ ভিক্ষু যখন এই এলাকার মধ্যদিয়ে যাচ্ছিল তখন তারা খেয়াল করল যে একটি নামকরা বৌদ্ধ মন্দিরে মানুষ ধ্যান করছে কিন্তু একটি বিড়াল তাদের পাশে বসে আছে । খুব তারা তারি চারিদিকে এই কথা ছড়িয়ে পরল । আশপাশের সবাই তাদের ধ্যানে একটি বিড়ালকে যোগ করতে শুরু করল। “মায় কাইগি” গোত্রের বিড়ালটি মারা গেল । তারা আরও একটি বিড়ালকে
তাদের ধ্যানের সাথে যুক্ত করল । এভাবে শতাব্দী ধরে বিড়াল জেন বৌদ্ধদের ধ্যানের অংশ হয়ে থাকল । কোন ছাত্র তাদের শিক্ষককে প্রশ্নকরলেনা “কেন আমরা এটা করব?”
একটি জেনারেশন অতিক্রম করল , মানুষ প্রশ্ন করতে শুরু করল ধ্যানে একটি বিড়ালের গুরুত্ব কি? একজন প্রফেসর এটা নিয়ে গবেষনা করলেন । তিনি একটি তত্ত্ব দাড় করালেন “বিড়ালজাতীয় স্তন্যপায়ীদের একটি ক্ষমতা আছে যা মানুষের মনযোগের ক্ষমতা বাড়িয়ে দেয়, সাথে সাথে ঋনাত্বক শক্তির প্রভাব মুক্ত রাখে ।” যাই হওয়ার তাই হল বিড়ালের স্থান জেন বৌদ্ধ ধর্মে স্থায়ী হয়ে গেল ।
অনেকদিন পর একজন ভিক্ষু প্রধান আসলেন যার বিড়ালের প্রতি এলার্জি ছিল । সে বিড়ালের সংস্পর্শে ধ্যান করতে পারছিলেননা । তখন তিনি বিড়ালকে ধ্যান এর জায়গা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন । আশপাশের লোকজন তার এই সিদ্ধান্তের খুব প্রতিবাদ করল ।কিন্তু ভিক্ষু প্রধান তার সিদ্ধান্তে অটল । যেহেতু তিনি ছাত্রদের মাঝে খুব জনপ্রিয় ছিলেন তাই ছাত্ররা তার কথা মেনে নিল এবং বিড়াল ছাড়া ধ্যান করতে শুরু করল ।
আস্তে আস্তে একটু একটু করে বিড়াল বিহীন ধ্যান এর আইডিয়াটা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকল । মানুষ চিন্তা করতে থাকল এই ভাবে কি ধ্যান করা সম্ভব ? তার উপর মানুষ বিড়ালের উপর কিছু মাত্রায় বিরক্ত ছিল । অবশেষে ধ্যানের জায়গা থেকে বিড়াল সরে যেতে থাকল । মানুষ নতুন থিওরি দেওয়া শুরু করল “ ধ্যানে কি বিড়াল আদৌ প্রয়োজন?” অথবা “ঋনাত্বক শক্তির মোকাবেলা করতে হবে নিজেকেই” ।
মানুষ আবার ধ্যান করা শুরু করল । বিড়াল এবার ধ্যানের অংশ নয় । আস্তে আস্তে মানুষ ভুলে যেতে থাকে বিড়ালের প্রয়োজনীয়তা । প্রায় দুইশত বছর মানুষ ধ্যান করেছে বিড়ালকে সাথে নিয়ে । তার একমাত্র কারন কেউ জিজ্ঞাসা করেনি “ why the cat was there?”
আমরা আসলে জীবনে যত কাজ করি, তার বেশিরভাগেরই কিন্ত দেখবেন কোনো অর্থ নেই…
সুন্দর লাগলো লেখাটা… :huzur:
আসলে এই একটি মাত্র শব্দই যুগ যুগান্তরের পরিবর্তনগুলো নিয়ে এসেছে। ঠিক আজকের এই পৃথিবী কাল যে একইরকম থাকবে না, তার কারণ একটাই।
“Why?”
:welcome:
আপনার প্রথম পোস্টে অভিনন্দন। আশা করি সংগে থাকবেন।
ধন্যবাদ , আশা করছি সংগে থাকব
nice one.
শিরোনামে বানান ভুলে হলে ভালো দেখায় না।
(আরও কিছু বানান ভুল। মনোযোগ। )
ভালো লেগেছে অনুবাদ। নিয়মিত হোক।
কখনও কোনো কারণ ছাড়াই আমরা অনেক কাজ করি, কারণ ছাড়াই অনেক কিছুতে বিশ্বাস করি…
ভালো লাগলো লেখাটা।
মনে প্রশ্ন থাকা ভালো। এতে কনসেপ্ট ক্লিয়ার হয়। হেহে
আরো অনুবাদ চাই। সুন্দর সুন্দর। এটার মতন!
আসলেই। নতুন কিছুর জন্য সবার আগে প্রয়োজন কারো নিজস্ব চিন্তায় পরিবর্তন এবং এগিয়ে যাবার মতো সাহস থাকা।
সুন্দর অনুবাদের জন্য ধন্যবাদ।
সরব-এ স্বাগতম!
:welcome:
😀