সকালে ঝুম বৃষ্টির ভেতর ছাতা খুলে রিকশা নিলে,
ঝোড়ো বাতাসে আঁচল দুলছিলো সবুজ মেঘের মতো।
অফিসের সামনে নামলে। বৃষ্টি তখনও পুতুল হারানো খুকি,— কেঁদে অস্থির !
পার্স খুলতে গিয়ে ছাতা হেলে পড়লো একদিকে। ‘বরষা পীড়িত’ চুল
ভেসে যাচ্ছে জলে। নাকের টিকোলো ডগায় ব’সে আছে বিন্দু-জল।
ঈর্ষা হলো। এক ফুঁয়ে সরিয়ে দিলাম সেই বিন্দু।
বাতাসের ঝাঁপটা ভেবে হাসলে বেশ।
মুক্তোর আলোয় ওই বৃষ্টি, পথ-ভুলে যাওয়া হাওয়া,
আকাশ-ভরা মেঘ কোথায় যে গেলো !
সূর্য উঠে এলো নিমেষেই।
পিসিতে কাজ করলে কিছুক্ষণ। কলম ঠোঁটে চেপে ভাবলে কিছু।
মস্তিষ্কের দরোজা যদি জানা যেতো… !
রাতের আঁধারে কেমন জোনাকি হয়ে যাচ্ছো। এ-ঘর ও-ঘর করছো।
আলোময় চারপাশ। গায়ে হালকা গোলাপি গাউন।
বালিশ বুকে চেপে শুয়ে অন্ করলে ল্যাপটপ। কী যেনো লিখছো।
লেখা থামিয়ে তাকালে বন্ধ জানালার দিকে।
অক্ষর, শব্দ, উপমা ভিড় ক’রে আছে চোখে।
বাক্যগুলো লেখা ওই জানালায়। হাসলে মনে হয়।
শরীর কাঁপিয়ে সামান্য স্বর দিলে।
সকালের বৃষ্টির কথা মনে হলো।
লেখায় মন আবার। মাথা দুলিয়ে দুলিয়ে জড়ো করছো ভাবনা।
আঙুলগুলো বিলি কাটছে কী-বোর্ডে। হঠাৎ ঝুঁকে একটা শব্দ দেখলে।
তিন চারটে চুল চুয়ে পড়লো চিবুকে। …. ওহ গড !
আলোহীন হলো না কেনো পৃথিবী !
এখন আর কী ক’রে ফিরি ?
*********************
রেজা নুর সম্পর্কে
প্রকাশিত বই ৭টি :
১. অপরূপা নীল নির্জনতায় (কবিতা, ২০০১)
২. সন্ধ্যার ঘ্রাণ (উপন্যাস, ২০০৫ )
৩. আমেরিকার সাম্প্রতিক কবিতা (অনুবাদ, ২০০৫)
৪. আমেরিকার সাম্প্রতিক কবিতা-২ (অনুবাদ, ২০০৯)
৫. বাংলা শেখা সহজ ( ছোটদের বই, ২০০৯ )
৬. একদিন কপোতাক্ষ ও অন্যান্য গল্প (গল্পগ্রন্থ, ২০১২)
৭. উত্তরাধুনিক তিন কবি (প্রবন্ধ, ২০১২ )
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
:welcome:
অনেক ধন্যবাদ, সামিরা ।
ভালো থাকুন ।
অসাধারণ লাগল … 🙂
সামনে সক্রিয়ভাবে আমাদের সাথেই থাকবেন …
:welcome:
ধন্যবাদ অশেষ, মাহি ।
সাথে থাকার প্রবল ইচ্ছে রইলো ।
ভালো থাকবেন । 🙂
“ঈর্ষা হলো। এক ফুঁয়ে সরিয়ে দিলাম সেই বিন্দু।
বাতাসের ঝাঁপটা ভেবে হাসলে বেশ।”
ভালো লাগলো। 🙂
:welcome:
অনেক ধন্যবাদ, স্বপ্ন বিলাস ।
ভালো লেগেছে জেনে ভালো লাগছে খুব।
শুভেচ্ছা । 🙂
সরব এ স্বাগতম।
ফায়ারফক্সে FORMAT অপশন সমস্যা করে। পুরোটা পড়া যাচ্ছে না।
Paragraph ফরম্যাট এ লিখুন প্লিজ
ধন্যবাদ, বোহেমিয়ান ।
Paragraph ফরম্যাট Edit এর ওখানে আছে কি?
জানতে পারলে সুবিধা হতো।
ভালো থাকুন । 🙂
দারূণ একটা সরব কবিতা 🙂
ধন্যবাদ, জ্ঞানচোর ।
আপনার নিকটা বেশ !!
ভালো থাকবেন । 😀
লেখা পড়তে পারলাম না 🙁
format ঠিক করে দিবেন প্লিজ?
দু:খিত, নোঙ্গর ছেঁড়া ।
ফরম্যাটটা ঠিক ক’রে দিতে পারলে ভালো লাগতো আমারও।
ধন্যবাদ ।
ভালো থাকুন । 🙂 🙂
ভালো লাগলো। :welcome:
ধন্যবাদ অগণন, অদ্ভুত ছেলে ।
শুভেচ্ছা জানবেন । 🙂 😀
সরবে স্বাগতম!
কবিতা পছন্দ করি… সরব থাকুন সবসময়……
লেখাটা একটু ভিন্নরকম, ভালো লেগেছে………
:welcome:
😀