[ আলফোনসো রেইয়েস ( Alfonso Reyes) এর জন্ম মেক্সিকোয়, ১৮৮৯ সালে। স্প্যানিশ সাহিত্যের সুবিখ্যাত লেখকদের মধ্যে তিনি অন্যতম। একশ’রও বেশী গদ্য-সংকলন রয়েছে । অন্যতম কবিতার বই : Huellas, Pausa, Romance del Rio de Enero, Yerbas del Tarahumara, Golfo de Mexico, Otra Vez ইত্যাদি।
বলা হয়ে থাকে, সাম্প্রতিক মেক্সিকান সাহিত্যের যে কোন নিয়মসিদ্ধ পাঠ শুরু হওয়া উচিত তাঁর লেখা দিয়েই। এগুলো শুধুমাত্র কবি’র রচনা বললে ভুল হবে— একজন সমালোচক, পন্ডিত… পরিব্রাজক, এবং চিত্রকরের রচনাও বটে।
আলফোনসো’র Vision de Anahuac গ্রন্থের ভূমিকায় ভ্যালেরি লারব্যড লেখেন, “এটা প্রাচীন মেক্সিকো সিটির এমন এক বর্ণনা যা কনকুয়িসটাডোরদের স্মারক— এর যথাযথতা ব্রুগেলের চিত্রকলার মতো। তবে, কাব্যিক বর্ণনাও মাঝে মাঝে সেইন্ট-জন্ পার্স-এর গীতলতার সমকক্ষ মনে হয়”। তিনি ১৯৫৯ সালে মৃত্যুবরণ করেন। ]
ফুলের ভয়
তন্দ্রালুতার ফুল,
ঘুমপাড়ায় আমাকে, ভালবাসেনা।
কেমন সুগন্ধ ঢালো অবিরাম,
কেমন রঙ বদলাও,
ফুলেরা মলিন করে তোমার পাপড়ি
হৃদয় মেলে দেয় রোদে !
তন্দ্রালুতার ফুল ।
তোমার ছলনাময় লালিমার সাথে
মিল আছে কারও,
কেননা তারও আছে
কালো চোখের পাপড়ি ।
তন্দ্রালুতার ফুল ।
তোমার মতো রয়েছে অন্য একজন…
( ভয়ে ভয়ে দেখি,
মুঠোয় পুরে নিই তোমার হাত,
কাঁপি, আবার তুমি যদি কোনোদিন
রমণী হয়ে উঠো ! )
====================
আহা এই লেখাটাও ক্রোম দিয়ে দেখতে হলো!
ফায়ারফক্সে পড়া যাচ্ছে না।
এডিট এ গিয়ে FORMAT বাদ দিন প্লিজ কবি
দু:খিত আবারও, বোহেমিয়ান ।
প্যারাগ্রাফ ক’রে ক’রে দিলাম যে ।
তবু যে কেন এমন হচ্ছে, বুঝতে পারছি না। 🙁
প্যারাগ্রাফ করে UPDATE এ ক্লিক করতে হবে। ডান পাশে দেখুন
“তোমার ছলনাময় লালিমার সাথে
মিল আছে কারও,
কেননা তারও আছে
কালো চোখের পাপড়ি ।”
চমৎকার 🙂
লেখাটা ফায়ারফক্সে পড়তে সমস্যা হচ্ছে :thinking:
ধন্যবাদ, স্বপ্ন বিলাস ।
ভালো থাকুন ।
লেখা প্যারা ভেঙে ভেঙে দিলেও কেন যে এমন হচ্ছে ! :thinking:
অনুবাদ ভাল লেগেছে! 🙂
ধন্যবাদ, সামিরা ।
ভালো থাকবেন । 🙂 🙂
ভালো লাগলো পড়ে।
সুন্দর অনুবাদ।
আরো চাই ভাইজান। নিয়মিত অনুবাদ চাই
ধন্যবাদ অনেক, নোঙ্গর ছেঁড়া ।
শুভকামনা । 😀
ভাল লাগল রেজা ভাই
অনেক সুন্দর অনুবাদ। 😀
ভাল লেগেছে।