ঘুণপোকা

বুকের বাঁ পাশে অস্পষ্ট চিনচিনে একটা ব্যথা
আর অবিরত নিজের সাথে কথা বলা
এসব নাকি বুড়িয়ে যাবার লক্ষণ!
কোন এক রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যাওয়ায় কান পাতি
কোথায় জানি একটা ক্ষয়ে যাবার শব্দ…
কুরররর…কুরররর…
সময়ের? নাকি আমার?
ছেলেবেলার আপ্ত বাক্য, “সময় কারো জন্য থেমে থাকে না…”
নাকি, মানুষ কারো জন্য থেমে থাকে না?
ভোঁতা মস্তিষ্কের ভেতর সেই শব্দটা জানান দেয়,
“আমি আছি, তুমি একলা নও।”
খাঁ খাঁ রৌদ্রে, দাঁড়িয়ে যাই তপ্ত পিচের ওপর।
শব্দটা বলে ওঠে, “হেঁটে যাও, আমি তোমার নিয়তি, অথবা পরস্পরের”
ঘরের সমস্ত কিছু আঁতিপাঁতি করে খুঁজি,
কোথায় শব্দের উৎস
কেরোসিন, মোমের মিশ্রণে শব্দের উৎসটাকে খুন করবার চেষ্টা।
তবু প্রতিরাতে টের পাই, আমারই মতো নির্লিপ্ততায় অন্য কেউ
ক্ষয়ে দিচ্ছে ভেতরটা, মোমবাতি জ্বেলে বসে থাকি, আমি আর ছায়া।
আর সেই শব্দটা……কুররর…কুররর…
খোলসটা নিপাট রেখে হারিয়ে যাচ্ছে ভেতরটা
আমার ক্ষয়িষ্ণু বাকি জীবনটার একমাত্র বোধ
“ঘুণপোকা”

ghunpoka

এর মাঝে শীর্ষেন্দুর “ঘুণপোকা” এর ছায়া খুঁজে পাওয়া খুব স্বাভাবিক, কারণ গল্পটা আমাকে অনেক বেশি নাড়া দেয়, এখনো……

নিস্তব্ধ শৈশব সম্পর্কে

জন্মেছি যখন মানুষ হয়ে, লড়ে যাবো ভালোর হয়ে, এক নতুন ভোরের অপেক্ষায়...
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

19 Responses to ঘুণপোকা

  1. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    “কোন এক রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যাওয়ায় কান পাতি
    কোথায় জানি একটা ক্ষয়ে যাবার শব্দ…”

    কোথায় যেন নিজের মতো,প্রতিটা মানুষের অনুভূতির মতো মনে হয় :beshikhushi:

    নিয়মিত কবিতা চাই 🙂

  2. চেষ্টা করবো, তবে আজকাল আর হয়ে ওঠে না, অনেক বেশি ব্যস্ততার ঘেরাটোপে কিনা কে জানে… :wallbash:

  3. খাপছাড়া বলেছেনঃ

    চমৎকার লেখনী… !!

  4. বোকা মানুষ বলেছেনঃ

    মাঝে মাঝে আমরা অকারণ রাত্রি জাগি
    হিসেবের খাতা খুলি জীবনের বে -হিসেবি পাটাতনের উপর
    সবাই ঘুমোলে বিদ্রোহ করি নিজের স্বপ্নের সাথে
    তারপর এক ক্লান্তিহীন ঘুণপোকার মত
    যাবর কাটি- সময় তোমার!!

  5. ইয়াদ বলেছেনঃ

    বেশ কয়েকবার পড়লাম!

    মরে যাবো ভাবলেই মনে হয়………মরে যাই

    “কোথায় জানি একটা ক্ষয়ে যাবার শব্দ…” 🙁

  6. শিশিরকণা বলেছেনঃ

    “তবু প্রতিরাতে টের পাই, আমারই মতো নির্লিপ্ততায় অন্য কেউ
    ক্ষয়ে দিচ্ছে ভেতরটা, মোমবাতি জ্বেলে বসে থাকি, আমি আর ছায়া।”
    নিয়মিত কবিতা চাই নিস্তব্ধ শৈশব…. :huzur:

  7. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    “কোথায় জানি একটা ক্ষয়ে যাবার শব্দ…
    কুরররর…কুরররর…”
    বাহবা পাবার যোগ্য! দারুণ লেগেছে

  8. প্রজ্ঞা বলেছেনঃ

    ইশ! এতো সুন্দর যদি লিখতে পারতাম!

  9. ফিনিক্স বলেছেনঃ

    ঘুণপোকা আমার ঘুণে ধরা হৃদয়ে ভালবাসার স্বপ্ন হয়ে বেঁচে থাকে।

  10. আহসান বলেছেনঃ

    খুব ভাল লাগল :clappinghands:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।