নবাগত বেসামরিক সুন্দরী এবং অন্যরা।

 

  •  নবাগত বেসামরিক সুন্দরী:

হোঁৎকা শরীর নিয়ে দিনে দিনে  ভোঁটকা হয়ে যাচ্ছ বলে তোমাকে ইদানীং পটকা মাছ বলে ডাকছি। পড়ালেখা নেই বলে সারাদিন শুয়ে-বসে-খেয়ে কাটিয়ে দিলে হবে? এভাবে যদি চলে তবে  তোমার গরবের বড়লোক বাপ অপারেশন সার্চলাইট চালিয়ে- র‍্যাব আর্মি মিলিটারি দিয়েও তোমার জন্যে বর খুঁজে পাবে না- যেমন সরকার খুঁজে পাচ্ছেনা ইলিয়াস আলীকে, যেমন পায়নি বাচ্চু রাজাকারকে। আজকের দিনের মডার্ন ছেলেরা- তুমি যাদের পছন্দ করো- তারা আবার হট জিনিসেই পরিতৃপ্ত হয়- সাদা চামড়া আর সুন্দর মুখের কুমড়োতে নয়! একসময় সব ঘাট হারিয়ে পরিশেষে আমার কাঁধেই চাপতে হবে, আমাকে তো আবার পছন্দ করো না- তাই বলছি- মানসী আমার, এখনই সাবধান হও! সামনে কলিকাল- বড়ই দুঃসময়!

 

  •  নায়িকা আবশ্যক:

গল্পের জন্যে বাস্তব নায়িকা আবশ্যক- রক্ত মাংস ও অনুভূতি সম্পন্ন- জীবন্ত নায়িকা! রাবিন্দ্রীক ও হুমায়ুনীয় হওয়া সর্বপ্রধান অযোগ্যতা বলে বিবেচিত হবে। গায়ের রঙ অতি অবশ্যই ফর্সা হবে না- হতে হবে আমার আশৈশব আঙ্গিনার মত শ্যামল যেখানে দাঁড়ালে আমি মাটির গন্ধ পাই- কিংবা সুপ্রিয় অন্ধকারের মত কালো- আলোহীন হয়ে যাতে তাকে আমি নিজের মত করে বুঝতে পারি।  তাকে চিন্তাশীল হতে হবে, যুক্তিবাদী বোধসম্পন্ন পড়ুয়া হতে হবে- অতি অবশ্যই পাঠ্যবই নয়। আমার সাথে নিয়মিত ঝগড়া করতে হবে -চাল ডাল নিয়ে নয়, মোনালিসার হাসি হর্ষ না বিষাদের তা নিয়ে, কিটস বনাম শেলি নিয়ে,  রবার্ট ফ্রস্ট- তার আদিমতা নিয়ে!

তাকে চমৎকার হতে হবে সৌন্দর্য্য দিয়ে নয়- প্রজ্ঞা দিয়ে!

একটা জিনিস আমি তার শরীরের কাছেও চাই। দুটো চোখ- জীবন্ত- যেখানে অনেক বিষণ্ণতা- অনেক কবিতা ভাসে! ধার করা- চুরি  করা- কল্পিত চোখের কবিতা লিখতে লিখতে আমি ক্লান্ত – আর পারছিনা!

 

  •  নির্বোধ:

তোমাদের মধ্যে যারা নির্বোধ- যারা সাহিত্য এবং ভাষণের তফাৎ বোঝোনা- তারা মনোযোগ দিয়ে শুনে রাখো। তোমাদের পরনে নীল শাড়ির রূপে মুগ্ধ হয়ে যদি একখানা কবিতা লিখে ফেলি, যদি পলাশীর মোড়ে দাঁড়িয়ে চা খেতে থাকা তোমার সৌন্দর্য কবিতা হয়ে আমার কলমে আসে- তাহলে ভুলেও ভেবো না আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তুমি সুন্দর ছিলে- অগোচরে ছিলে, সে মহিমা আমি সবার মাঝে বিলিয়ে দিয়েছি- তোমাকে গোচরীভূত ও বিখ্যাত করেছি, যা ছিলে না তায় রূপান্তরিত হয়ে যদি আমায় সন্দেহ করো- তবে শুনে রাখো দিন শেষে তুমি আমার কবিতার নায়িকা- আমার নয়, তুমি তোমার বয়-ফ্রেন্ডের গার্ল-ফ্রেন্ড- আমার হাতে তোমার হাত নয়!

 

  • পরিশেষে একখণ্ড নজরুল:

ব্যথার দান-

মানসী আমার,
চুলের কাটা নিয়েছিলুম বলে ক্ষমা করো নি- তাই বুকের কাটা দিয়ে শোধ করে গেলুম!

উপলব্ধি-

মানসীরা কখনো ক্ষমা করেনা। বুকের কাটার চেয়ে চুলের কাটা তাদের অনেক বেশি প্রিয়!

 


———————–

(প্রতিটা অনুগল্প কাল্পনিক)

মিজানুর রহমান পলাশ

নজরুল ইসলাম হল, বুয়েট

২৯/৪/২০১২

মিজানুর রহমান পলাশ সম্পর্কে

এখানে রাত্রি নামে, উড়ে যায় সাদা বক/ জোনাক পোকায় চড়ে স্বপ্ন আলো/ দেখেনা সে মালতী লতা, পলাশ ফুলের শোভা/ কিশোরীর কালো চোখ, আধার কালো !/
এই লেখাটি পোস্ট করা হয়েছে সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

27 Responses to নবাগত বেসামরিক সুন্দরী এবং অন্যরা।

  1. সামিরা বলেছেনঃ

    সুন্দর তো! ইন্টারেস্টিং!
    তবে প্রথমটা একটু কম বুঝেছি। 🙁

  2. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    “তুমি সুন্দর ছিলে- অগোচরে ছিলে, সে মহিমা আমি সবার মাঝে বিলিয়ে দিয়েছি- তোমাকে গোচরীভূত ও বিখ্যাত করেছি, যা ছিলে না তায় রূপান্তরিত হয়ে যদি আমায় সন্দেহ করো- তবে শুনে রাখো দিন শেষে তুমি আমার কবিতার নায়িকা- আমার নয়”
    ফ্যান হয়ে গেলুম তো :dhisya: :clappinghands:

  3. সজীব বলেছেনঃ

    মানসীরা কখনো ক্ষমা করেনা। বুকের কাটার চেয়ে চুলের কাটা তাদের অনেক বেশি প্রিয়!
    ভাইয়া , সেই রকম

  4. হাসিব জামান বলেছেনঃ

    “নির্বোধ” বেশ ভাল হয়েছে। :beerdrink:

  5. অক্ষর বলেছেনঃ

    তোমাদের পরনে নীল শাড়ির রূপে মুগ্ধ হয়ে যদি একখানা কবিতা লিখে ফেলি, যদি পলাশীর মোড়ে দাঁড়িয়ে চা খেতে থাকা তোমার সৌন্দর্য কবিতা হয়ে আমার কলমে আসে- তাহলে ভুলেও ভেবো না আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তুমি সুন্দর ছিলে- অগোচরে ছিলে, সে মহিমা আমি সবার মাঝে বিলিয়ে দিয়েছি- তোমাকে গোচরীভূত ও বিখ্যাত করেছি, যা ছিলে না তায় রূপান্তরিত হয়ে যদি আমায় সন্দেহ করো- তবে শুনে রাখো দিন শেষে তুমি আমার কবিতার নায়িকা- আমার নয়, তুমি তোমার বয়-ফ্রেন্ডের গার্ল-ফ্রেন্ড- আমার হাতে তোমার হাত নয়!

    অনেক বেশি সুন্দর ! :clappinghands:

  6. মাহি বলেছেনঃ

    ‘পলাশ’ পোলাডা ভালুই ল্যাখে দেকচি … !

    :love:

  7. অনাবিল বলেছেনঃ

    হাহাহা, মজা লাগলো, ভালো লেগেছে, পড়ে আনন্দ পেলুম……

    “আমার সাথে নিয়মিত ঝগড়া করতে হবে -চাল ডাল নিয়ে নয়, মোনালিসার হাসি হর্ষ না বিষাদের তা নিয়ে, কিটস বনাম…………”

    :happy:

  8. বোহেমিয়ান বলেছেনঃ

    গতকালই পড়েছি। দারুণ দারুণ!

    পোস্টের নিচের দিকের স্পেসিংটা ঠিক করলে ভালো হয়

  9. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    মজা পেলাম 😀

  10. শারমিন বলেছেনঃ

    দারুণতো।
    মানসী আমার,
    চুলের কাটা নিয়েছিলুম বলে ক্ষমা করো নি- তাই বুকের কাটা দিয়ে শোধ করে গেলুম!
    😀

  11. ইমতিয়াজ সিফাত বলেছেনঃ

    ভালো হইছে ভাইয়া, পড়ে অনেক ভাল লাগসে

    :happy:

  12. ফিরা বলেছেনঃ

    ভাল লেগেছে…

  13. নিলয় বলেছেনঃ

    “মানসীরা কখনো ক্ষমা করেনা। বুকের কাটার চেয়ে চুলের কাটা তাদের অনেক বেশি প্রিয়!”

    :clappinghands:

    দারুণ লাগলো, ভাইয়া 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।