“সুগন্ধ যতই তীব্র হোক না কেন তা দুর্গন্ধ কে ঢাকতে পারে না “

আমাদের দেশে অনেক ভাল মানুষ এবং বড় মাপের মানুষ আছে , যারা নিভৃতে দেশের জন্য কাজ করে যায় । তাদের খোঁজ কেও করেনা বা জানেও না এবং জানতে চেষ্টা করার কোন প্রশ্নই আসেনা । কারন কারো ভাল কাজের প্রশংসা করার মত মানসিকতা আমাদের নেই বললেই চলে । কিন্তু যখনই কোন সাধারন ভুল করে অথবা দেশের ভালোর জন্য ক্ষমতাসীন কারো বিরুদ্ধে যায়, তাদের দোষ খুঁজে বের করে নাকানি চুবানি খাওয়ানো যেন আমাদের জাতির একটা অভ্যাস হয়ে গেছে । তখন ইতিহাস ঘেঁটে বের করা হয় তার বাল্যকাল , তার মা ,বাবা । এমনকি ছোটবেলাই কার সাথে ঝগড়া করেছিল এইসব আজগুবি তথ্য । তারপর এটা দিয়ে নিজের মনের মাধুরি মিশিয়ে তৈরি করা হয় এক অনন্য ইতিহাস ,এইসব দিয়ে অবশেষে প্রমান করা হয় সে যুদ্ধাপরাধী ও রাজাকার ছিল । আর বয়স এতো বেশি না হলে জঙ্গি , মৌল বাদী অথবা হিজবুত তাহিরি । মিডিয়ার কল্যাণে আর তাদের সংবাদের নাচনে যেন মহোৎসব হয়ে ওঠে ।সারাদেশে দেশে কলরব পরে যায় । আর আমরা হুজুগে বাঙালি কোন কিছু পুরোপুরি না জেনেই তার সাথে একাত্মতা ঘোষণা করি । গালি দিয়ে তাদের গুষ্ঠি উদ্ধার করতে একটুও পিছপা হইনা । কারন আমরা যে বীরের জাতি । এই সুযোগে কিছু ব্লগার, লেখক ও সাংবাদিকও বিখ্যাত হওয়ার সবরকম চেষ্টা চালান । কারন এইসব মানুষের রাজনৈতিক কোন ক্ষমতা নাই , তাই ভয়ের কোন কারন নাই । উদাহরন হিসেবে আমাদের হেলালি স্যার এর কথা বলা যায় । যেহেতু ঘটনা সবাই জানে তাই আর বলার প্রয়োজন নাই ।

সারাজীবন যারা খারাপ কাজ করে চলেছে , দেশের ভাল করার আসনে বসে দেশের সবরকম সর্বনাশ করে ছেরে দিচ্ছে, তাদের নিয়ে লেখার সাহস কারো হয় না ।

“রেল মন্ত্রীর এপি এস গাড়িতে ৭০ লাখ টাকা” এই শিরোনামের সংবাদটা সবাই পরেছে । খবরটা পড়ে সবাই  ভালভাবে বুঝেছে ঘটনার অসংগতি, আড়ালে যে বড় কিছু একটা আছে সবাই জানেও । সত্যটা হয়ত কোনদিনই জানা যাবেনা ।আর কেও কিছু বলবেও না ,আমিও বলবো না, গুষ্ঠিও উদ্ধার করবোনা ।

যখন কোন ভাল মানুষ পাব তাকে কষে গালাগালি দিয়ে দেবো , তাতে কোন ভয়ও নেই আবার আমার মহত্ত্বও বাড়বে । কারন আমরা যে বীরের জাতি ,অন্যায় দেখলে চুপ থাকি ক্যামনে ?

সজীব সম্পর্কে

জীবন ও জগত দুইটাই রহস্যময় । মানুষ আরও বেশি মাত্রায় রহস্যময় ।
এই লেখাটি পোস্ট করা হয়েছে গল্প-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to “সুগন্ধ যতই তীব্র হোক না কেন তা দুর্গন্ধ কে ঢাকতে পারে না “

  1. মাহি বলেছেনঃ

    বানানের প্রতি মনোযোগী হওয়া ফরজ … 😛

  2. মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

    এটা প্রথম পোষ্ট- আশা করি আরো ভাল পোষ্ট পাবো সামনে!
    :welcome:

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    এসব দেখে সব সময় ভাবি, নিশ্চয়ই সামনে সুদিন আছে………
    সরব এ স্বাগতম 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।