জরুরী ভিত্তিতে একজন মানবী দরকার যার গুণাবলী হতে হবে অতীব সাধারণ অবশ্যই অতীব সুন্দরী হতে হবে না তাকে হতে হবে না রবিবাবুর নায়িকা, তার থাকতে হবে না টানা হরিণীর চোখ কিন্তু থাকতে হবে বিষণ্ণতার খেলা , যে চোখে চোখ রেখে আমি আমার একলা বিকেল গুলো কাটিয়ে আপেক্ষিকতার সূত্র প্রমান করতে পারব যা বলে গেছেন মহামান্য আইনস্টাইন বহুকাল আগে, তেমনই একজন মানবী চাই
সে মানবীর চুল জীবনবাবুর বিদিশার দিশা হওয়া লাগবে না
তাকে হতে হবে না সুনীলের কবিতার মত
কারণ আমি কখনই সারা পৃথিবীতে তন্ন তন্ন করে ১০৮ টি নীল পদ্ম এনে দিতে পারব না
আমার সাধ্য সীমিত , তাই বড়জোড় কিছু গোলাপ দিতে পারি ,
ভালবাসার নিদর্শন হিসেবে সতেজ কিছু গোলাপ,
যা কিনা তার বইয়ের ভাঁজে চ্যাপ্টা হয়ে থাকবে
কারণ সে হবে পাঠিকা ,
তার বই ও আমার গোলাপ একে অপরকে জড়িয়ে থাকবে
যেমন করে জড়িয়ে থাকব , আমরা ।
মানবীকে হতে হবে স্নিগ্ধ, আমার মন খারাপের রাতে যে আমার চোখে ঘুম হয়ে নেমে আসবে আর হতে হবে আমার মায়ের মত ভাল যার হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারব আমার দুঃস্বপ্নের দিন
একজন মানবী দরকার , মানবী রক্ত মাংসের একজন মানবী
(কবিতার জন্য বুয়েটের পলাশ ভাইয়ের কাছে কৃতজ্ঞ, উনার একটা লেখা পড়ে কবিতাটা মাথায় আসল )
আমি কখনই সারা পৃথিবীতে তন্ন তন্ন করে ১০৮ টি নীল পদ্ম এনে দিতে পারব না
আমার সাধ্য সীমিত , তাই বড়জোড় কিছু গোলাপ দিতে পারি ,
ভালবাসার নিদর্শন হিসেবে সতেজ কিছু গোলাপ,
যা কিনা তার বইয়ের ভাঁজে চ্যাপ্টা হয়ে থাকবে
কারণ সে হবে পাঠিকা ,
:clappinghands: :clappinghands: :clappinghands:
চমৎকার লাগলো কবিতাটা- ঝরঝরে বালাম চালের ভাতের মতো যার প্রতিটা দানাই চমৎকার নিজস্ব সৌন্দর্য্য উজ্জ্বল!
:clappinghands: :clappinghands: :clappinghands: :clappinghands:
(লেখাটা মজিলা দিয়ে কেন যেন দেখা গেলনা- ক্রোমে ওপেন করে দেখতে হলো! কারনটা কি?) 🙁 🙁 🙁
মজিলা দিয়ে সমস্যা হয় এইটা আমি আগেও দেখছি ,কিন্তু ব্যাপারটা কেন টা বুঝতে পারছি না , সমস্যাটা কি আমি করছি কিনা ঠিক বুঝতেছি না ,
এই ব্যাপারে অভিজ্ঞ কেউ সাহায্য করলে খুশি হব
‘এডিট’ অপশনে ‘show kitchen sink’ সিলেক্ট করে ‘format’ থেকে ‘paragraph’ বেছে নিন। 🙂 আহ্ তার আগে পুরো লেখাটা সিলেক্ট করে নেবেন আর কি।
ধন্যবাদ
ভালো লাগছে … 🙂
কিন্তু লেখাটা কেমন যেন হিবিজিবি দেখাইতেছে আমার কাছে ।
আর একটা কথা। তোর বায়ো তে ‘গুণ’ বানানটা কি ইচ্ছাকৃতভাবে ভুল ??
নাহ ,ওই অনিচ্ছাকৃত ভুল , ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ 🙂
কারণ আমি কখনই সারা পৃথিবীতে তন্ন তন্ন করে ১০৮ টি নীল পদ্ম এনে দিতে পারব না
আমার সাধ্য সীমিত , তাই বড়জোড় কিছু গোলাপ দিতে পারি ,
ভালবাসার নিদর্শন হিসেবে সতেজ কিছু গোলাপ,
যা কিনা তার বইয়ের ভাঁজে চ্যাপ্টা হয়ে থাকবে
কারণ সে হবে পাঠিকা ,
বাহ! দারুণ!! :huzur: :clappinghands: :clappinghands:
শেষ দিকের কথাগুলা পড়ে মনে হল সামিরাপুর অনুবাদ পড়ে বেশ অনুপ্রাণিত হয়েছিস 😛
🙁
আঙ্কেল দেখি এখানেও আছেন। খুব ভাল লাগল এখানে দেখে
কবিতাটি সুন্দর লাগল
🙂
একজনই ভালো! :love:
:love:
ভালো লেগেছে।
perforated নামের অপশন ইউজ না করাই উচিৎ। ফায়ারফক্সে সমস্যা করে
🙂 😀
ভাল লাগলো কবিতা। 😀
ভাল, সবাই পাঠিকা বিয়ে করতে চাইলেই ভাল। :guiter:
হাহাহা
ভালো লেগেছে 😀
😀