কমিক বুক জিনিসটা ছোটবেলা থেকে আমার ভয়ানক পছন্দের। এখনো কমিক বুকের পাগলা ফ্যান-অনেক ছোটবেলায় কমিক পড়তাম হি ম্যান-ছোট ছোট বইএর মত পাওয়া যেত। আঁকা আঁকির হাতেখড়িও ঐ হিম্যান দিয়ে। পরে আসল চাচা চৌধুরী-বিল্লু-ফ্যান্টম-ভারতের ডায়মন্ড কমিক্স। কমিকে দেশী স্বাদ-বিশাল কালেকশান ছিল, বইয়ের পিছে লিস্ট দেখে দেখে জোগাড় করতাম। আর ছিল টিনটিন-ক্যাপ্টেন হ্যাডক, ক্যালকুলাস, রাস্তাপপুলাস, কুট্টুস এদের মজার সব কাজ কর্ম। স্কুলে থাকতে নেট ছিলনা। তখন বাইরে থেকে একটা স্পাইডারম্যানের কমিক কে যেন এনে দিয়েছিল। সেটা যে কতবার উলটে পালটে পড়েছি হিসাব নেই। এ পর্যন্ত সবথেকে প্রিয় কমিক অ্যাস্টেরিক্স-এই পর্যায়ের হিউমার বা আর্ট আর কোন কমিকে পাইনি।
এখন কমিক বুক পড়ি মার্ভেল, ডিসি-একশান কমিকের মজাটা বুঝার চেষ্টা করি, আঁকা আঁকি স্টোরি টেলিং খেয়াল করি। আমাদের দেশে কমিক বই সেভাবে জনপ্রিয় হয়নি কেন জানিনা। আমার মনে হয় বাচ্চাদের টিভির সামনে বসিয়ে না রেখে কমিক বই ধরিয়ে দিলে তাও হয়ত কিছুটা কল্পনা করতে শিখবে ওরা।
যাই হোক লেখা লেখি দিয়ে এই পোস্ট জমানো যাবেনা! এ কয়দিনের কিছু আঁকা আঁকি দিয়ে দিলাম। কমিক নিয়ে কারো কোন ভাবনা থাকলে শেয়ার করার অনুরোধ রইল। =)
০৩।
ওয়াও!!!
ভাইজান, আপনার আঁকা দিনদিন অসাধারণ সুন্দর হচ্ছে!!
১ আর ২ আমার কাছে অসাধারণ লাগলো।
সাবাশ!! মুগ্ধ আমি মুগ্ধ আমি :huzur:
great work rats! 😀
no.1 reminds me of puran dhaka n the “ghuri utshob”
no.2-r BnW version ta beshi bhallagsilo amar!
দারুন!
সবগুলি আঁকাআঁকিই জোস লাগল 😀 😀
ইন্দুর ভাই কোপাইতে থাকেন। সবগুলোই ভাল। ২ নম্বর টা বেশি জোশ। ছোটবেলাতে আমার কমিক্স অসম্ভব প্রিয় ছিল। কিন্তু বাংলাদেশে চাচা চৌধুরী, সাবু, বিল্লু আর হি ম্যানের মত কোনও character দেখি নাহ , যারা সব সমস্যার সমাধান করবে আর কিছুক্ষনের জন্য হলেও আমাদের অনেক আনন্দ দিবে। You can make a cartoon character, a super hero perhaps. ২ নম্বর cartoon টা দেখে এ রকম একটা character হইতে পারে বলে মনে হল।
সহমত পোষণ করলাম। 😀
সবগুলোই অসাধারণ…
সব সময়ের মতো অসাধারণ আঁকি বুকি! খুব সুন্দর!
আপনি নিজে এ দেশের জন্য একটা কমিক ক্যারেক্টার তৈরী করতে পারেন। ভেবে দেখবেন, খারাপ হবে না এ ব্যাপারে আমি নিশ্চিত 😀
আমিও একমত পোষণ করছি। আমাদের দেশের পরিবেশে, সমাজে একটা কার্টুন ক্যারেক্টার হতে পারে। খুব ভালো হয় সেক্ষেত্রে। কার্টুনিস্ট শাহরিয়ার কিছু চরিত্র তৈরি করেছেন যেমন বেসিক আলী, লাইলি। কিন্তু আরো বেশি আপন হতে পারতো একটা চরিত্র। আরো বেশি পরিচিত পরিবেশ নিয়ে যদি আঁকা হতো তাহলে।
হে আমাদের কার্টুনিস্ট ভাই, আইডিয়াটা মাথায় রেখেন 😀
ধন্যবাদ। কমিকের চিন্তা ভাবনা আছে। =)-দেখা যাক। কাহিনী খুঁজে বেড়াচ্ছি!
😀
চমৎকার লেগেছে আপনার আকা কার্টুন। দেশের প্রেক্ষাপটে নিয়ে আসুন, কিছু সংলাপ যোগ করুন
আপনি এগিয়ে যান
ব্লগ হোক গর্বিত নতুন একজন কার্টুনিস্ট পেয়ে
এক কথায় দারুণ। 😀
খুব সুন্দর! বিশেষ করে ২ আর ৩ নং বেশি জোশ লেগেছে 😀
আঁকি বুকি চলুক! 😀
ইঁন্দুর ভাই, চরম আঁকছেন। দুই নম্বরটা সেইরাম।
আর আপনে মাইয়া মাইনসের ফিগার এত সুন্দর করে আঁকেন কেমনে!! ঢেউগুলা খুব সুন্দর হয়। :clappinghands:
কমিক্স ছোটবেলার অন্যতম সঙ্গী ছিল। টিনটিন, এসটেরিক্সের তো তুলনাই নাই। ১২ টাকার চাচা চৌধুরী, রমন, পিঙ্কি, ডাউনামাইট আরো কত কি কমিক্স গোগ্রাসে গিলছি তার হিসাব নাই। আফসোস আমাদের দেশে এত ভাল ভাল আঁকিয়ে থাকতেও নিজস্ব কমিক্স শিল্প গড়ে ওঠেনি। এর কারণ সম্ভবত অর্থনৈতিক অনিশ্চয়তা।
খিক খিক-মাইয়া মাইনসের ছবি সুন্দর না আঁকাইলে ছবি দেখব কে?
ডাইনামাইট ভালো একটা কমিকের কথা বলছেন-বাংলা এ্যাকশন কমিক ছিল কম-তার মধ্যে এটা একটু ভালো ছিল।
অর্থনৈতিক অনিশ্চয়তা-একদম ঠিক বলছেন-এইটাই কারন। আমাদের দেশে বইয়ের বাজারেই অনিশ্চয়তা সেখানে কমিক টিকবে কিভাবে? তবে বর্তমানের ফান ম্যাগাজিন, খবরের কাগজের কমিক স্ট্রিপ এগুলো কমিক বিষয়ে ধারনা কিছুটা পরিবর্তন আনছে-আশা রাখি অচিরেই কমিক বই বিষয়ে মানুষ উৎসাহী হবে।:)
তবে ইঁদুরের বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ হবার অভিযোগ তোলা যায় সহজেই। তিনটি পুরুষ চরিত্রেই বহেমিয়ানিজমের একটা ভাব আছে। মেয়ে মানুষের ক্ষেত্রে হাতে আইপড় আর পার্স না দিলে হচ্ছিল না। মেয়ে মানুষকে কি আপনি এরকমই মনে করেন?
:)-যা দেখি তাই আঁকি। আশে পাশে বোহেমিয়ান ছেলেপেলে থাকলেও বোহেমিয়ান মেয়ে দেখিনি তাই হয়ত ছবিতে আসে নি।
স্যালুট দেওয়ার ইমো নাই! 🙁
২ নম্বরটা :huzur: