২০১১-১২ মৌসুমে লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ দু’টাই হাতছাড়া হয়েছে বার্সেলোনার। এই মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ছেন পেপ গার্দিওলা। নতুন প্রত্যাশায়, খেলোয়াড় অদলবদল কীভাবে বদলাবে বার্সেলোনাকে?
গত মৌসুমে বার্সেলোনার হারার কারণগুলো কী ছিল?
১. বার্সেলোনার পাসিং ফুটবল ঠেকাতে বিপক্ষ দলগুলোর রক্ষণাত্মক ভাবে খেলা।
২. মেসি ছাড়া অন্যান্য খেলোয়াড়দের গোল করার ব্যর্থতা।
৩. ডিফেন্সে বার্সেলোনার দুর্বলতা।
নতুন মৌসুম নতুন খেলোয়াড়:
বার্সেলোনার আগের মৌসুমের সাথে নতুন মৌসুমে প্রচুর খেলোয়াড় পরিবর্তন হতে পারে।
নতুন খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় আসতে পারেন জর্ডি অ্যালবা, ফার্নান্দো লরেন্তে, রবিন ভ্যান পার্সি, গ্যারেথ বেল।
প্রত্যেকেরই বার্সেলোনা দলে অন্তর্ভুক্তির পেছনে কারণ আছে-
গত মৌসুমে গোল সংখ্যা/ম্যাচ:
জর্ডি অ্যালবা মূলত মিডফিল্ডার হওয়ায় গোল সংখ্যা এতো কম। গ্যারেথ বেল গত বছর অনেকটা সময় ইনজুরিতে কাটানোই তার কম গোলের ব্যাখ্যা।
যদিও, আর্সেনাল রবিন ভ্যান পার্সি আর টটেনহ্যাম গ্যারেথ বেল-কে ছাড়বে কি না, যথেষ্ট সন্দেহ আছে।
থিয়াগো সিলভা অথবা ভিনসেন্ট কোম্পানি-কে ডিফেন্সে পেতে বেশ আগ্রহী বার্সেলোনা।
নতুন মৌসুম, হারানো খেলোয়াড়:
বেশ কিছু খেলোয়াড় হারাতে পারে বার্সেলোনা এই ট্রান্সফার এর মধ্যে।
রাইট উইং দিয়ে ডিফেন্সের সাথে সাথে আক্রমণ চালিয়ে যাওয়া দানি আলভেজের প্রতি নজর আছে ম্যানইউ এর।
গত মৌসুমে অনেকটাই দলে অবস্থান হারানো পিকে চেলসিতে চলে যাওয়ার সম্ভাবনা বেশ প্রবল।
সেইডু কেইটা প্রথম দলে সুযোগ পান খুব কমই। তাকে নতুন মৌসুমে দেখা যেতে পারে লিভারপুলে।
ডিভেন্সিভ মিডফিল্ডার থেকে পুরো মাত্রায় ডিফেন্ডার হয়ে যাওয়া হাভিয়ের মাসচেরানো-র প্রতি আগ্রহী এসি মিলান।
প্রতিভার সাক্ষর রাখা ক্রিস্টিয়ান টেয়ো কে কিনে নিতে পারে লিভারপুল।
তবে আদ্রিয়ানো বা পেদ্রো হয়তো বার্সেলোনায় টিকে যেতে পারেন আগামী মৌসুম। আর, ইনজুরি থেকে ফিরে হারানো ফর্ম ফিরে পাবেন কি না সেটার কারণে সংশয় আছে ডেভিড ভিয়া-কে নিয়েও।
তবে যাই হোক:
বার্সেলোনা হারাতে চাইবে না: দানি আলভেজ, মাসচেরানো।
কিনতেই চাইবে: রবিন ভ্যান পার্সি, গ্যারেথ বেল।
নতুন মৌসুমে নতুন বার্সেলোনা?
নতুন কোচ টিটো ভিলানোভা আর নতুন কিছু খেলোয়াড়ের সমন্বয়ে পাসিং ফুটবল এর চমৎকার প্রদর্শনীর সাথে যুক্ত হতে পারে ভালো ডিফেন্স, আক্রমণে গতিময়তা।
আগামী মৌসুমে বার্সেলোনার সম্ভাব্যপরিবর্তিত দল!
নতুন মৌসুমে আসছে আরও অসাধারণ বার্সেলোনা!
সমস্যা হইলো আমি নিয়মিত খেলা দেখি না। খালি বিশ্বকাপের সময় দেখি!
তাই ডীতেইল কিছু কইতে পারুম না। শাকিল সহ বাকিরা কী কয়?
বিশ্বকাপ দেখার চেয়ে ক্লাব ফুটবল দেখার মজা অনেক বেশি। ক্লাব ফুটবলের ভালো দল জাতীয় দলগুলোর চেয়ে আরো অনেক বেশী শক্তিশালী হয়।
আশায় রইলাম, ভিনগ্রহটাকে আরো দূরে নিয়ে যাবে বার্সা! 😀
আমিও আগ্রহ নিয়ে বসে আছি…… 😀
খেলা বিষয়ক যেকোন পোস্টে আগে প্লাস!
বার্সার খেলার ধরণ মনে হয় একই থাকবে… এবার অন্যদের গোল কম করার কারণেই সাফল্য নেই বলে মনে হয়!
অন্যদের গোল খরার কারণেই এবার নতুন স্ট্রাইকার কিনবে মনে হয়। আর, বার্সা দলে লম্বা খেলোয়াড় ও কাউন্টার অ্যাটাক করার মতো গতিশীল খেলোয়াড় দরকার……
ডিফেন্সে গতকাল নতুন একটা খেলোয়াড় দেখলাম, মার্ক বাত্রা, বার্সা বি থেকে আসছে, ভালো খেলে। সম্ভবত, পরের মৌসুমে নিয়মিত দেখা যাবে……
খেলাধুলা বুঝি না কিছু। মাথা ঘুরাইতেছে। 😛
আপনার লেখালেখির সবচেয়ে ভাল ব্যাপার কী জানেন? কোন নতুন টিপ্স পাওয়ামাত্র কাজে লাগানো। 😀
এখানে কাজে লাগানোর কোন টিপস পেলে? :thinking:
উঁহু বলছি যে আপনি কোন নতুন টিপ্স পেলেই সেটা কাজে লাগান। 😀 এখান লাগিয়েছেন বলে মনে হচ্ছে।
ও! হ্যাঁ, টিপসগুলো আমার জন্য বেশ কাজের ছিল। 😀
আর, খেলাধুলা বোঝা ভালো। আড্ডাবাজি ও আনন্দের অফুরন্ত ভাণ্ডার 😀
*এখানেও*
আমি আসলে আগ্রহই পাই না। 😛