নতুন স্কুলে ভর্তি হয়েই তৃণার সাথে বন্ধুত্ব হয়। দারুণ একটা মেয়ে। সুন্দর নাচ জানতো। খুব তুচ্ছ কারণে আমাদের একবার ঝগড়া হয়। এরপর থেকে ঠিক আগের মতো করে মিশতে পারিনি। কিন্তু সব সময় ওর খোঁজ খবর রাখতাম। কলেজে উঠে ও চলে গেলো অন্য একটা কলেজে। আমাদের দেখা সাক্ষাত নেই। একদিন শুনলাম ওর বিয়ে হয়ে গেছে। তৃণাকে দেখার জন্য মন কেমন করতে লাগলো। একদিন ফেসবুকে তৃণাকে পেলাম। ছোট একটা বাবুকে কোলে নিয়ে আছে। জানলাম এটা তার বাবু। ছোট্ট লক্ষী বাবু কাব্য। চুপচাপ মায়ের আদর নিচ্ছে এমন একটা ছবি। দেখলেই মন ভরে উঠে।
আজকে জানলাম ভিন্ন একটা খবর। ছোট্ট এই বাবুটা ভালো নেই। ছোট মানুষটার অনেক বড় একটা রোগ আছে।ওর বুকে। Complex Pediatric Heart Disease এ ভুগছে! ওর হৃদপিণ্ডে’র দুইটি vain এর মুখ একটি!! ঐ মুখটিও ওর বন্ধ! এর কারনে laungs এ রক্ত চলাচল প্রায় ই বন্ধ হয়ে যায়। বুকে শুদ্ধ র দূষিত রক্ত গুলো মিলেমিশে একাকার! ছোট্ট মানুষটা ভাল থাকবে কি করে? ওর বাবা মা নিয়ে গেল ডাক্তার এর কাছে, অনেক অনেক বড় ডাক্তার রা দেখলেন,সময় নিলেন।ভাবলেন, চিন্তা করলেন এরপর বললেন আমাদের দেশে ওর ত চিকিৎসা হবে না, নিয়ে যান BANGALORE এ। ওর বাবা মা অকূল সমদ্রে পড়ল! ওদের মাথায় ৫ লক্ষ টাকার বোঝা। ওদের বোঝাটা একটু হালকা করার জন্য সাহায্য করতে পারেন প্লিজ?।
এক ঈদে নাহয় এত ভালো কাপড় নাই নিলেন। একদিন নাহয় তামাক ভস্ম নাই করলেন। শাড়ী জামার সাথে মিলিয়ে গয়না নাহয় নাই পড়লেন এক ঈদে।একদিন পিজ্জা হাটে নাহয় নাই গেলেন।খুব ক্ষতি হবে কি তাতে? আমরা কি পারিনা এই ছোট্ট বাবুটার পাশে দাঁড়াতে?সবার ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের উসিলায় এই বাবুটা হয়তো আগের মতো করে হাসতে পারবে।আগের মতো খেলাধুলা করবে। একবার তাকান আপনার প্রাণের সন্তানের দিকে। ভাবুন এরও এমন হতে পারতো। মহান আল্লাহর রহমতে আপনার বাবু সুস্থ আছে। আরেকটা বাবুর সুস্থতার জন্য কি এতটুকু সাহায্য আমরা করতে পারিনা?
কাব্য র গল্প কে নতুন করে সাজানোর ঠিকানা : Mehnaz sharmin Trina, savings account no: 156.101.55603. DBBL.
অথবা,
Shakia Tasrin. account no. 18922 shonali bank commarcial branch, ganginar par, mymensingh.
যে কোন সাহায্যের জন্য ঃ Mehfuj- 01723335954, Mahmud- 01917272525
কাব্’র গদ্য
http://www.facebook.com/#!/notes/mehfuj-al-fahad/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-/2080252404712
অনেক ধন্যবাদ আপু। লেখাটা চোখে আনার জন্য। সবাই যেন তাদের একটু আদর বাবুটার জন্য দেয়।
আপনাকেও ধন্যবাদ আপু।
দোয়া করবেন আপু ।
খুব খারাপ লাগছে শুনে।
আমাদের পাশে দাঁড়ানো উচিৎ।
পোস্টের জন্য অনেক ধন্যবাদ আপু।
দোয়া করবেন ভাইয়া।
চেষ্টা থাকবে আপু, অনেক ধন্যবাদ লেখাটার জন্য।
শুধু মনে হয় আমার যদি কোটি কোটি টাকা থাকতো! নয়তো গল্পের মত বিশাল এক রাজ্য থাকতো! আর আমি বিলি করে বেড়াতাম মানুষের জন্য!
আবারো অনেক ধন্যবাদ
সদিচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। 🙂
আমার চোখে খুব সহজে জল আসে না। মনে হয় মানুষ হিসেবে আমার কোথাও অনভুতি স্বরের কমতি আছে।
কিন্তু আপু খবরটা জানানোর জন্য তোমাকে শুভ কামনা।
দেখো একদিন ঠিকই একটা কিছু হবে। সত্যি সত্যি। হোকনা যত ছোট।
সবার দোয়া আর ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের উসিলায় বাবুটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমার বিশ্বাস কিছু একটা হবে। আমি আবার নিজের থেকে যতখানি সম্ভব সাহায্য করবো…
আর শেয়ার করলাম, কেউ না কেউ তো এগিয়ে আসবে, আমার বিশ্বাস, ঈদটা নাহয় এবার সবাই মিলেই করি…
একটা ইভেন্ট পেজ খোলা যেতে পারে। বোহেমিয়ানের আইডিয়াটা ভালো। কে একটা পেজ এর জন্য বাংলা এবং ইংরেজিতে লিখতে পারবে। আমার মনে কিনাদি আপু এটা সবচে ভালো পারবে।
পেজ এর বিষয় হতে পারে ঈদ সালামি নিয়ে। যেহেতু ঈদের সময় সবাই ঈদ সালামি পায়, সেটা যত ছোট হোকনা কেন আমরা সবাই জোগাড় করে রাখবো। তারপর ঈদের এক সপ্তাহ পর ঐ টাকা জোগাড় করে অ্যাকাউন্ট এ জমা দেয়া যেতে পারে।
শৈশব, ফিনিক্স, কিনাদি, স্বপ্ন বিলাস বা যেকোনো বন্ধু- আশা করি তোমাদের লেখায় আমরা সে অনুপ্রেরণা পাব।
এই ব্লগের মুল কনসেপ্ট হলো ইতিবাচকতা। তাই আমরা এইবার ছোট্ট একটা উদ্যোগ মনে হয় নিতেই পারি।
আইডিয়া টা পছন্দ হয়েছে। দেখি কিছু করা যায় কিনা। 🙂
ঈদটা নাহয় এবার সবাই মিলেই করি…
ধন্যবাদ ভাইয়া।
আমিও আছি, যদিও সালামি পাবার বয়স পার হয়ে গেছি মনে হয়! 🙁
কিন্তু বাকিদের যে সালামি দিতাম সেটা থেকেই দিবো…
ইনশাল্লাহ…
🙂
যদি সম্ভব হয় আপু বিভিন্ন ব্লগে গিয়ে এই পোস্টটা দিন। সবাই আশা করি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
আর, ব্লগের মডুদের অনুরোধ করছি পোস্তটাকে স্টিকি করার জন্য।
আমি তিনটা ব্লগে এই পোস্ট দিয়েছি, আইরিন সুলতানা আপু আরেকটা ব্লগে দিয়েছেন। ফেবুতে অসংখ্যবার শেয়ার হচ্ছে। আপনিও একবার শেয়ার করুন নাহয়।
ধন্যবাদ 🙂
এভাবে আলাদা করে টাকা না নিয়ে সরাসরি উপরে দেয়া একাউন্টে দিয়ে দেয়াই ভালো হতো। তবে ইভেন্ট করা যায়।
একমত সুপ্তি আপু!
হ্যা আপু। ইভেন্ট টা শুধু সবাইকে একটু মনে করিয়ে দেয়া আরকি। যার যার সাধ্যমতো সরাসরি একাউন্টে টাকা জমা দিয়ে দিবে।
আমি চাই ইভেন্ট টা আপনিই করেন, যদি কোন সমস্যা না থাকে। 🙂
আমার সাধ্যমত চেষ্টা করব আপু…ঈদে কিছু নেই নি, সবাইকে দিয়েছি…কাব্য বাবুটাও টা বাদ যাবে কেন…? অনেক অনেক প্রার্থনা ওর জন্য আমার ভেতরের সবটুকু দিয়ে…
অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।
কাব্য আজকে একটু আগে মারা গিয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।