সরব এর লেখকদের জন্য সরব এর ডেভু টিম নিরলস কাজ করে চলেছে। আমরা লেখালেখি কেন্দ্র করেই প্ল্যাটফর্ম টি গড়তে চাই। সেই জন্য ফিচার সেভাবেই দিতে চাচ্ছি। আরও ছবি যুক্ত হবে শীঘ্রই। সরব হোন স্বপ্ন নিয়ে।
নোটিফিকেশন: বাংলা আন্তর্জালে এই প্রথম এই রকম মানের নোটিফিকেশন।
ব্যানার স্বর: ব্যানার নির্মাতাদের প্রতি আপনার অনুভূতি ব্যক্ত করুন। ব্যানারের জন্য আলাদা পেইজে।
সরব বারঃ
মেনুসমূহঃ এই জায়গা নিয়ে আরও কাজ করার অপশন আছে আমরা জানি। আমরা সেই দিকে নজর দিচ্ছি।
রেটিং: টা শেষে দিলে ভাল হত। আবার লেখার শুরুতে যেতে হত না। অনেকে হয়ত ভুলেই যায় তাই।
ব্যানারের মন্তব্য করার ব্যাপার টা দারুন লেগেছে।
রেটিং-এর ব্যাপারে সহমত। 🙂
:happy:
বাংলা ব্লগিং এ অসাধারণ সব ফিচার নিয়ে আসার জন্য সরব ডেভুস্বরকে জানাই অনেক অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে নোটিফিকেশন ফিচারটা খুবই ভালো! :clappinghands:
ইমোগুলি সব একই সাইজের, পারলে একটা বিশেষ স্টাইলের (সরবীয় স্টাইল!) হলে ভাল লাগতো মনে হয়। এখনো দারুণ!
উচ্চৈঃস্বর আর জনপ্রিয় স্বরের মানে কী, পার্থক্য কী – আরেকটু পরিষ্কার করা যায় কি কোনভাবে? আমার নিজের আবিষ্কার করতে বেশ সময় লেগেছে কিনা! 😀
ভাল বলেছ। আলাদা ইমো হলে দারুন হত 🙂
ইমো নিয়ে আমিও একমত।
ঠিকই! অনন্য ইউনিক ইমো হলে দারুণ হত!
ভালো প্রচেষ্টা। শুভকামনা রইলো।
আচ্ছা আমি ‘সাম্প্রতিক পোস্ট’ কোথাও খুঁজে পাচ্ছি না যে? :thinking:
আলাবু ডেভু :love:
রেটিং এ রেটিং করা ছাড়া এই ডাটার উপর ভিত্তি করে আরকি কোন ইউজ আছে সরবে?