এস.এস.সি পরীক্ষাই কি সাফল্যের একমাত্র মানদণ্ড?

আমার এখনো মনে আছে সেই দিনটার কথা, আগের রাত্রে ঘুম হয় নি, সারা রাত এপাশ-ওপাশ, ছটফট করেছি। কখন সকাল হবে, কখন স্কুলে রেজাল্ট আনতে যাবো! আবার অন্য একজন মনের মধ্যে ফিসফিস করে বলছে, কালকের দিনটা না আসতো? কি ভয়ঙ্কর একটা দোলাচালে রাতটা পার হয়েছে! সব কিছু পালটাতে পারে, কিন্তু এই অনুভূতি, এই অদ্ভুত দোটানা কখনো পাল্টাবে না!

আর একটা মাত্র দিন, তারপরেই এস.এস.সি. আর সমমানের পরীক্ষার ফলাফল সবার হাতে চলে আসবে! দুর্দান্ত একটা সময়, একইসাথে ভালোলাগা- নতুন একটা সময়ে পা রাখতে যাচ্ছি! আর একই সাথে একটা ভয়- যা চেয়েছি তা যদি না পাই?

আজকে তোমাদের কাছে একটা প্রশ্নেরই উত্তর দেবো, “এস.এস.সি. এর ফলাফলই কি  জীবনের সবকিছু?” জানি এই মুহুর্তে তোমাদের সবার কাছে এটার উত্তর হবে, “হ্যাঁ, অবশ্যই, এটার রেজাল্ট ভালো না হলে তো সব শেষ, একদম, পুরোটাই……”

কালকের দিনে ঠিক এই মুহুর্তে তোমরা জেনে যাবে তোমাদের রেজাল্ট, কেউ হয়তো আনন্দে লাফাতে লাফাতে খাট ভেঙ্গে ফেলবে! আর কেউ হয়তো মন খারাপ করে থাকবে একটু, কারো সাথে কথা বলতে ইচ্ছে হবে না, মনে হবে এমন না হতো, পরীক্ষাটা আরেকটু ভালো দিতাম, যদি ঐ প্রশ্নটার উত্তরটা আরেকটু গুছিয়ে লিখতাম……

ঐ সময়টা খুব খারাপ জানো, মনে হয় আর কারো সাথে দেখা করবো না, কারো সাথে কথা বলবো না, কী করে বলবো, আমার রেজাল্ট ঠিক আর সবার মতো হয় নি, হতে হতেও হয় নি…

পুরো দোষটাই নিজের কাঁধে নিবে? জানো, অনেক সময় একই পরীক্ষা দিয়েও শুধুমাত্র অনেক কিছুর কারণে রেজাল্ট এক রকম হয় না? ধরো, তোমার খাতাটা দেখার আগেই শিক্ষকের সাথে উনার স্ত্রীর একটা দুর্দান্ত ঝগড়া হলো! তারপর তোমার খাতা উনি দেখতে বসলেন মেজাজ খারাপ করে, কেন জানি মার্কসগুলো এমনিতেই কম দেয়া শুরু করবেন উনি! তোমার দোষ কোথায়?

প্রার্থনা করবো, সবার পরীক্ষার রেজাল্ট যেন আশানুরূপ হয়, তবু যাদের কোন কারণে ঠিক মনের মতো রেজাল্টটা হবে না, তাদের জন্য, এই ২৫ বছরের বুড়ো (!) মানুষটার কথা বিশ্বাস করতে পারো, এটাই সব কিছু না! জীবনের অনেকটা পথ এখনো চলতে হবে, এখনো অনেকগুলো যুদ্ধে জিততে হবে, এখানেই সব কিছু শেষ হয়ে গিয়েছে ভেবে থেমে যাবার কিছু নেই……

অসংখ্য উদাহরণ দেখেছি আমি, এস.এস.সি.র রেজাল্ট খারাপ হয়েছে কোন কারণে, কিন্তু তবু ভেঙ্গে না পড়ে এগিয়ে যাওয়ার অদম্য শক্তিতে এইচ. এস. সি.তে দুর্দান্ত রেজাল্ট করে সব হিসেব নিকেশ ওলট-পালট করে এগিয়ে গিয়েছে অসাধারণ একটা জীবনের দিকে। আমরা মানুষরা খুব অদ্ভুত, পারি না এমন কোন কিচ্ছু নেই। বিশ্বাস করি না যখন কেউ বলে, ‘আমি পারবো না, আমাকে দিয়ে হবে না।’ আমি জানি, আজ এই মুহুর্তে তুমি যদি বিশ্বাস করো তুমি কাজটা পারবে, তুমি আর দশটা মানুষের থেকে আলাদা দাঁড়িয়ে হাত তুলে বলতে পারবে, “আমি চেয়েছি, আমি পেরেছি…” তাহলেই হবে, শুধু দরকার নিজের উপর বিশ্বাস, আর কিচ্ছু না।

তাই, কাল সেই মুহুর্তে যদি এমন কিছু হয়ে যায়, যা তুমি কখনো চাও নি, তাহলে এই একটা লাইন শুধু মনের ভিতরে বিশ্বাস করো, “আমি পারবো, দেখিয়ে দিবো, এখনো অনেকটা পথ যাবার বাকি, আমার মতো, আর সবারই……”

the-winner

নিস্তব্ধ শৈশব সম্পর্কে

জন্মেছি যখন মানুষ হয়ে, লড়ে যাবো ভালোর হয়ে, এক নতুন ভোরের অপেক্ষায়...
এই লেখাটি পোস্ট করা হয়েছে অনুপ্রেরণা, ইতিবাচক, চিন্তাভাবনা-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

16 Responses to এস.এস.সি পরীক্ষাই কি সাফল্যের একমাত্র মানদণ্ড?

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    লেখাটির জন্য অনেক ধন্যবাদ। সব জুনিয়র ছেলেপেলেদের সাথে শেয়ার করছি। বাকিদেরও অনুরোধ করি ছড়িয়ে দিতে

  2. অনাবিল বলেছেনঃ

    একদম মনের কথা!

    আমারো রেজাল্ট মনমতো হয়নি, কষ্ট পেয়েছিলাম অনেক…………
    এইচ এস সি তেও একই কাহিনী!

    নিজের উপরই আস্থা হারাতে বসেছিলাম, দুটো পরীক্ষায় একই অবস্থা!

    কিন্তু গল্পের আরো অনেক বাকি ছিল!
    :happy:

    নিজের শক্তিতে আস্থা হারাতে নেই, যদি তুমি জানো তুমি কী………

  3. অক্ষর বলেছেনঃ

    একদম সত্য কথা।

    কোন রেসাল্টই আসলে মানদন্ড হতে পারে না।

  4. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    আপনার লেখার সাথে সহমত প্রকাশ করছি।
    হয়তো জীবনের অনেক বড় একটা পদক্ষেপ, তবে এটাতে ভালো নাক্রুতে না পারলে একেবারে জীবন শেষ এমন অবশ্যই নয়।

    কালকে পরীক্ষার ফল ঘোষণার আগের দিন এমন একটা লেখার জন্য ধন্যবাদ :clappinghands:

  5. সামিরা বলেছেনঃ

    সময়োপযোগী পোস্ট!
    আমাদের সময় কেন জানি না, উত্তেজনা তেমন ছিলই না আমার। রেজাল্ট আগে থেকেই অনুমান করতে পেরেছিলাম অনেকেই। সেটার হেরফেরও হয় নি।
    আর এখনকার এসএসসির রেজাল্টে আসলে তেমন কিছুই যায় আসে না, যদি ‘গল্পের আরো অনেক বাকি থাকে’ আর কি! সুতরাং আশা হারানোর কিছু নেই।
    ভাল-খারাপ যাই হোক – এই রেজাল্টের সাথে পরের পারফরম্যান্সের মিল অনেক সময়েই পাওয়া যায় না।

  6. জনৈক বলেছেনঃ

    সময়োপযোগী পোস্ট…

    এস-এস-সি’তে বাড়াবাড়ি রকমের ভালো রেজালট ছিলো… সেই সাফল্যে গা ভাসাতে গিয়ে অনেক ক্ষতি হয়েছে… আসলে চিরন্তন সাফল্য বলে কিছু নেই… সাফল্য ব্যাপারটাও ডায়নামিক। :huzur:

  7. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    খুব সুন্দর লিখেছ ভাইয়া। মনের মত রেজাল্ট না হলে যেন কেউ মন খারাপ না করে, ভেঙ্গে না পরে। সামনে অনেক অনেক সুযোগ আছে।

  8. MUNTASIR BIOJID বলেছেনঃ

    YOU KNOW VAI, PEOPLE CONSTANTLY JUDGE YOU BASED ON YOUR ESTABLISHMENT IN THIS WORLD…I BET YOU HAVE GOT BETTER TREATMENT FOR BEING AN ENGINEERING STUDENT COMPARED TO YOUR FRIENDS WHO MIGHT BE IN NORTH SOUTH OR OTHER PRIVATE INSTITUTIONS…I KNOW IT’S SHALLOW BUT WHEN EVERYONE AROUND YOU TREATS YOU BASED ON THAT YOU CANNOT KEEP UP YOUR FAITH THAT THINGS ARE GONNA CHANGE WITH FUTURE SUCCESS…HENCE, ONCE SOMEONE GETS AN A+ WITHOUT ANY “GOLDEN TOUCH” IN IT, IT’S THEN DECIDED THAT HIS LIFE’S OVER FROM A SOCIAL PERSPECTIVE…
    …MY RELATIVES CONSIDERED ME A DUMB JERK FOR BEING A STUDENT IN A LOCAL PRIVATE SCHOOL BUT ONCE I GOT IN INTO CADET COLLEGE…WOW! I AM THE FAMILY JEWEL…HATE THOSE HYPOCRITES…ONE OF THE REASONS I DON’T FEEL THE URGE TO GO BACK TO BANGLADESH…

    • জনৈক বলেছেনঃ

      অনুগ্রহ করে বাংলায় অংশ নিন।

    • তোমার প্রশ্নের উত্তর কিন্তু তুমি শেষেই দিয়ে দিয়েছো নিজেই, আশেপাশের যারা তোমাকে জাজ করে তারা কিন্তু কখনোই আমাদের মতো জিপিএ বেসড পরীক্ষা দেয় নাই, সত্যি বলতে গেলে অনেকে হয়তো জানেই না কি করে জিপিএ হিসেব করা হয়, তাই খুব সত্যি একটা কথা, তাদেরকে দেখিয়ে দেবার উপায় একটাই, তোমার পরেরবারের সাফল্য, সোজাসাপ্টা মুখবন্ধ করা জবাব! আমি জীবনে কখনো বৃত্তি পাই নি ৮ম কিংবা ৫ম শ্রেণীতে, জীবন কিন্তু থেমে থাকে নি, অনেক চড়াই উৎরাই পেরিয়ে এতোদূর আসা, হেরে যাবার জন্য তো নাই ই…

  9. পাহাড়ি কন্যা বলেছেনঃ

    অতীব সত্য কথা বলেছেন| আমিও এস এস সি তে আশানুরূপ রেজাল্ট করতে পারিনি| কিন্তু এইচ এস সি তে মনের আশাটুকু মিটাতে পেরেছিলাম| মনের জোরই আসল শক্তি| আবার বোর্ড রেজাল্ট ভালো না হলে ভেঙ্গে পড়তে হবে এমনটি ঠিক নয়, একেবারেই নয়| বোর্ড রেজাল্ট তো জীবনের সাফল্য নির্ধারণ করে না| সাফল্য অর্জনের পথ আরো দীর্ঘ, আরো কঠিন| যারা জীবনের ধাক্কাগুলোকে মোকাবেলা করে টিকে থাকতে পারে আমার কাছে মনে হয় তারাই প্রকৃত সাফল্যের স্বাদ গ্রহণ করতে পারে|

  10. Md Maruf বলেছেনঃ

    ভাই আমার এস এস সি রেজাল্ট আশানুরূপ হয় নি।
    আরো ভাল রেজাল্ট আশা করেছিলাম আমি সহ আমার সকল টিচার রা। কিন্তু তা খুব খারাপ এসেছে। সাইন্স থেকে।
    এখন আমি যদি এইচ এস সি তে ভাল রেজাল্ট করি তাহলে কি ভাল ভার্সিটি তে ভরতি হতে পারবো???

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।