এস.এস.সি পরীক্ষার আজ ফলাফল প্রকাশিত হল। সকাল থেকেই অস্থির ছিলাম, কিন্তু অস্থিরতার কারন ফলাফল না, তার পর কী হবে সেই ভাবনা আমাকে অস্থির করে রেখেছিল। জানতাম, সবাই নিজের মন-মত ফল পাবে না – হয়ত আমিও না। আবার এটাই যে জীবনের শেষ পরীক্ষা না, জীবনে যে আরও অনেক দূর যেতে হবে, আরও অনেক সুযোগ আসবে নিজের যোগ্যতা প্রমাণ করার তাও জানতাম। তবুও মনে হচ্ছে হয়ত অস্থিরতাটা অনর্থক ছিল না।
আমার ফলাফল নিয়ে আমি খুশি। কিন্তু সামগ্রিক ভাবে যা যা হচ্ছে তা নিয়ে সুখ কম, ভয় বেশি লাগছে। অনেকেরই মন খারাপ, অনেকে খুশিতে আত্মহারা, কেউ আবার আমার মত “নেভার মাইন্ড” মনোভাবের মানুষ। কিন্ত আজকের ফলাফল কাল অতীত হবে, আর আমরা একটা নতুন দিনের সূচনায় মন দিব। সত্যি কথা স্বীকার করতে দ্বিধা নেই, আমি আজ থেকে ২-৩ বছর আগেও পৃথিবী আর আশেপাশের মানুষ দের কমই বুঝতাম। কারণ নিজের মত করে সব বুঝতে চাইতাম। যদি পাশে আমার বন্ধুরা না থাকত, কাল হতে যে নতুন জীবন শুরু করব তা হয়ত একটা ভীতি সৃষ্টি করত আমার মনে। এখন ভয় হল, এই বন্ধুদের অনেকেই হয়ত হারিয়ে যাবে। কারও মনে হয়ত চাপা ক্ষোভ জমে থাকবে, কেউ হয়ত আরও ভাল কিছু করার চেষ্টায় মগ্ন হবে। মানুষের জীবনের সবচেয়ে সুখের আর স্বচ্ছ সময়টা আমরা অতিক্রম করে ফেলেছি, এখন জীবন সবাইকে বদলে দিবে। সুন্দর সেই সময়টা আজ হঠাত করেই অতীত হয়ে গেল, আমি আমার বর্তমান কেই যেন চিনতে পারছি না। বন্ধুরা বড় হয়ে যাবে, ফোন করে তাদের সাথে এখনকার মত যা-খুশি-তাই কথা বলা যাবে কিনা আমি তো তাও ভেবে পাচ্ছি না।
আর আমার সবচেয়ে বড় ভয় – আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলব না তো? এখন আমার চোখে দুনিয়া যেমন, কাল তেমন থাকবে তো? মনে হচ্ছে আমি আজ এত সুখী যে জীবন টা এখানেই থেমে গেলে ভালো হত। কিন্তু আলোর বেগে আমাদের জীবন থেকে একটা একটা করে মুহূর্ত হারিয়ে যাচ্ছে। আগামীকাল সবার জন্য সুন্দর হোক, আরও অনেক উন্নত হোক। কিন্তু আমরা কেউ যেন জীবনের আর স্বপ্নের শত রঙে নিজেদের মনের পবিত্র আর সুন্দর ছবিটা হারিয়ে না ফেলি – যেন কমপক্ষে বন্ধুরা হারিয়ে না যায়……জীবনে যখনই প্রয়োজন হবে, আর যখন প্রয়োজন নাও হবে, তখনো যাতে স্কুল জীবনের বন্ধুদেয় আমরা সবাই কাছে পাই।
আর আমার যেই বন্ধুরা এই লেখা পড়ছে তাদের বলছি, তোরা হারিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা তো দিতে পারব না – কিন্তু তার পরিণতি কী হবে…তোরা তো জানিসই… কাজেই সাবধান!!!
–মাইশা
:welcome:
মাইশা, আপনার পোষ্টটা পড়ে ভালো লাগলো, মজাও লাগলো। আমি আমার ইয়ার টেন এ পড়ার কথা ভাবছি, আপনার মতন এত গুছিয়ে ভাবতে পারতাম না সেই সময়। কিন্তু আমার ও মনে হতো কত্ত বড় হয়ে গেছি, এখন বুঝি সব এলোমেলো হয়ে যাবে। আসলে যে কোন পরিবর্তনের সময় এরকম লাগে। হয় ও এলোমেলো অনেক কিছু, কিন্তু জীবনের সবচেয়ে ভালো সময় যে কোনটা তা কে বলতে পারে? মৃত্যুর আগ পর্যন্ত জানা সম্ভব ও না। আশা করছি আপনার সামনের সময়টুকু আরো আরো আরো খুশির মুহুর্তে ভর্তি হয়ে যাক। অনেক ভালো থাকেন আর ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা। 🙂
অনেক বদলাবে চেনা গণ্ডি, তৈরী হবে নতুন বন্ধু, বদলে যাবে জীবন……
মাইশা আপনাকে স্বাগতম।
আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলব না তো? – সেটা সময় বলে দেবে!
কতটা বদলেছি। কতটা হারিয়েছি আবার অনেক খানি পেয়েছিও!
সরবে স্বাগতম!
লেখা চলুক………