বিবাহিত জীবনে সুখী হইবার সহজ উপায় অথবা রিলেটিভিটির দুষ্ট রসিকতা!

বিবাহিত জীবন এ সুখী হওয়া যায় নাকি আবার?! এই প্রশ্ন আপনি করতেই পারেন! তবুও বলব হ্যাঁ যায়! এর সহজ উপায় আছে! তার আগে বলুন বাংলা সিনেমার নায়িকাদের আশেপাশে কিছু এক্সট্রা রেখে দেয়া হয়। নায়িকাদের লম্ফঝম্ফ মতান্তরে নাচ এর সময় যারা আশে পাশে মৃদু লম্ফ ঝম্ফ করেন!

প্রায় সবাই বলবেন মূল কারণ বেশি অসুন্দরীদের পাশে রেখে নায়িকাকে সুন্দর লাগানোর একটা চেষ্টা। এটাই তো রিলেটিভিটি, আমরা সবাই জানি!

এইটা নিয়ে পোস্ট দেবার কারণটা কী? তার চেয়ে বড় কথা এই এক্সট্রাদের সাথে জীবনে সুখী হবার সম্পর্ক কী?!

cartoon3

#২

ড্যান এরিয়ালির প্রেডিক্ট্যাবলি ইর‍্যাশনাল পড়ছি। প্রথম চ্যাপ্টারেই মুগ্ধ। এর আগে টেড টকে ((http://www.ted.com/talks/dan_ariely_asks_are_we_in_control_of_our_own_decisions.html)) দেখেছিলাম। এখন পড়তে আরও বেশি ভালো লাগছে। বিহ্যাভিয়ারাল ইকোনমিক্স এবং সাইকোলজির প্রফেসর ড্যান এরিয়ালির মতে মানুষ আসলে অতটা র‍্যাশনাল না।

প্রভাবশালী পত্রিকা ইকনোমিস্ট এর সাবস্ক্রিপশন এর অপশন নিয়ে উনি উনার বইটি শুরু করেন। নিচের ছবিটি দেখুন

image1

ভালোভাবে বোঝার জন্য ছকে দিলাম

অপশন মূল্য (ডলার)
অনলাইন সাবস্ক্রিবশন ৫৯
প্রিন্ট সাবস্ক্রিবশন ১২৫
প্রিন্ট এবং অনলাইন সাবস্ক্রিবশন ১২৫

এই রকম স্টুপিড একটা অপশন দেয়ার মানে কী?!  কোন পাগলে ২য় অপশনটা চুজ করবে ৩য়টা থাকতে? ১মটা তাও না হয় গ্রহণযোগ্য হয়! কিন্তু ২য়টা টি কেউ নেবে না!

ড্যান এরিয়ালি সেটাই একটা পরীক্ষার মাধ্যমে বের করলেন!

তিনি MIT’র এমবিএর কিছু ছাত্রদের এই পরীক্ষায় গিনিপিগ বানালেন, তাদেরকে চুজ করতে দিলেন এই তিন অপশনের কোনটা তারা নেবেন?

ছাত্ররা চুজ করল। স্বাভাবিকভাবেই ৩য় অপশনটা সবচেয়ে বেশি ভোট পেল ৮৪% এবং ১ম অপশন পেল ১৬%। ২য় অপশনটা কেউ ই নিল না! (নেবার তো কথাও না!)

এবারে ড্যান যেটা করলেন তিনি ২য় অপশনটি সরিয়ে দিলেন!  আবার চুজ করতে দিলেন!

অর্থাৎ ২ টা অপশন রইল এখন। শুধু অনলাইন $৫৯ আর প্রিন্ট এবং অনলাইন $১২৫।

এবারে ফলাফল আসল আলাদা রকমের!!  ৩য় অপশনটা এবারে খুব কম লোক নিল!

image2

ছকের মাধ্যমে দেখলে

অপশন মূল্য (ডলার) শতকরা পছন্দের হার পূর্বের হার
অনলাইন সাবস্ক্রিবশন ৫৯ ৬৮ ১৬
প্রিন্ট এবং অনলাইন সাবস্ক্রিবশন ১২৫ ৩২ ৮৪

কোথায় ৮৪% আর কোথায় ৩২%!!!

কেন এই রকম হলো? ২য় অপশনটি তো কেউ পছন্দই করে নি!  তবুও কেন ২য়টির অনুপস্থিতিতে এই রকম ফলাফল আসল?

এর উত্তর হচ্ছে মানুষের মন। মানুষ তুলনা করতে ভালোবাসে। সে সিদ্ধান্ত নেয় তুলনা করে। আপনি/আমি মার্কেট এ কোন কিছু কেনার আগে তুলনা করে নেই। একদম প্রথমবার যখন কিছু কিনি তখন তুলনা ছাড়া আমরা আইডিয়াও করতে পারি না আসলে কী কিনব না কিনব!

এই পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়েছিলো আমাদের তুলনা করার প্রবণতা আমাদের র‍্যাশনাল চিন্তা ভাবনাকে ধোঁকা দিয়েছে!! আমরা তখন ৩ টা অপশনের মধ্যে তুলনা করতে শুরু করে দেই! ২য় আর ৩য়টির মধ্যে তাই তুলনা করে বেশিরভাগ ৩য়টি বেছে নিয়েছিলো!

এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে ২টা ভিন্ন বিষয়ের উপর তুলনা/ রিলেটিভিটি চলবে না! চলবে একই/কাছাকাছি রকমের বিষয়ের উপর। (উপরের পরীক্ষায় ৩য় অপশন আর ২য় অপশন কিন্তু কাছাকাছিই ছিল! )

বাংলা নায়িকার পাশে ইন্ডিয়ান এক্সট্রা আনলে কিন্তু নায়িকাকে তুলনামূলকভাবে সুন্দর লাগবে না! আনতে হবে বাংলাদেশী এক্সট্রাই!  তেমনিভাবে হিন্দি সিনেমার নায়িকার পাশে একই রকম দেখতে হিন্দি নায়িকা!

আমরা দামী রেস্তোরাঁয় গেলে বড়সড় বখশিশ দেই, কিন্তু রিকশাওয়ালা কিংবা বাসের হেল্পারদের ২ টাকা বেশি দিতে চাই না! রিলেটিভিটি! আমরা যদি র‍্যাশনালই হতাম তাহলে নিশ্চিত এভাবে কাজ করতাম না?

#৩

সিন্ধান্ত নেবার ক্ষেত্রে তাহলে আমরা কীভাবে তুলনা করি?  নিচের ছবির A আর B এর মধ্যে যদি সিদ্ধান্ত নেই। তাহলে আমাদের অনুমান করতে কষ্ট হবে অধিকাংশ লোক কোনটা নেবে। সৌন্দর্য নাকি কোয়ালিটি। A নাকি B?

image4

কিন্তু যদি আরেকটা নতুন এলিমেন্ট যোগ করা হয়। –A যেটা কিনা কোয়ালিটিতে প্রথমটার চেয়ে কম তাহলে দেখা যাবে আমরা তুলনা করে প্রথম A টাই নেব! সেরা কোনটা সেটা বিবেচনায় থাকবে না, তুলনামূলক ভাবে ভালো কোনটা সেটাই থাকবে মাথায়! (দরদামের সময় প্রায়ই বিক্রেতা আপনার পছন্দের জিনিসের আরেকটি কম দামী কম কোয়ালিটির ভার্সন দেখায়! বিষয়টা খেয়াল করেছেন?!)

image3

আমরা মনে হয় সিদ্ধান্ত নেয়ার রিলেটিভিটির ব্যাপারটা বুঝতে পেরেছি! এবারে আসি জীবনে সুখী হতে হলে কী করতে হবে!

 

#৪

বিবাহিত জীবনে সুখী হতে চাইলে কী করতে হবে? নিজের চেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করতে হবে। (মেয়েদের ক্ষেত্রে ঠিক উলটা! নিজের চেয়ে কম সুন্দর ছেলে বিয়ে করতে হবে!) না এটি আমার কথা না! জেনা ম্যাকার্থির কথা ((http://www.ted.com/talks/jenna_mccarthy_what_you_don_t_know_about_marriage.html))

লক্ষ্য করুন! সবচেয়ে সুন্দরী মেয়ে না কিন্তু শুধুমাত্র নিজের চেয়ে সুন্দরী! কারণ মেয়েরা চায় সুন্দর থাকতে আর ছেলেরা চায় সুন্দরীদের আদর ((দুষ্টু অর্থে 😛 ))  করতে! বউ সুন্দর হলে ২ টা বিষয়ই ঠিক থাকবে! বিবাহিত জীবনও সুখী!! 

Bride in wedding dress

বিবাহিত জীবনের সুখী হবার উপায় ২ নম্বর ((হাহা লিটারালি ২ নম্বর! )) টিপস  আপনার বন্ধুর বউ এর চেয়ে একটু সুন্দরী পেলেই বিয়ে করে ফেলুন!!  তাহলে বন্ধুর বউ এর দিকে তাকিয়ে আর হিংসা করতে হবে না! বরং বন্ধুর চেয়ে নিজের বউ সুন্দর ভেবে ভালোই থাকবেন!  আমরা প্যারিস হিলটন/ এঞ্জেলিনার সাথে নিজের বউ এর তুলনা করি না! বরং পাশের বাড়ি কিংবা নিজের পরিচিতদের বউদের সাথেই করি। একই কথা গার্লফ্রেন্ড এর ক্ষেত্রেও প্রযোজ্য!

 

চাকরি জীবনে সুখী হবার উপায়?

বেতন নিয়ে দুঃখ থাকে, থাকে পদ নিয়ে, আফসোস থাকে অফিস এর দেয়া সুযোগ সুবিধা নিয়ে। উপায় সহজ তুলনা করা! তুলনামূলকভাবে  যেই বন্ধুরা জাস্ট আপনার চেয়ে কম আয় করে তাদের সাথেই থাকুন! তাদের সাথেই বেতন নিয়ে কথা বলুন। গর্বের বেলুনটা চুপসে যাবে না! বরং আরও একটু বাতাস পাবে!

ছাত্র জীবনে সুখী হবার উপায়!

হ্যাঁ বুঝতে পেরেছেন। একই বিশ্ববিদ্যালয়ের/ ডিপার্টমেন্ট এর কম সিজিপিএ’র বন্ধু জুটিয়ে ফেলুন! সবচেয়ে কম সিজিপিএ লাগবে না। শুধু নিজের চেয়ে কিছু কম খারাপ বন্ধু হলেই হবে! সুখী জীবন আর কাকে বলে!

বাংলাদেশে আমরা যেভাবে ভোট দেই!

বাংলাদেশে ২ নেত্রীর মধ্যে আটকা পড়ে গেছি আমরা। সাথে কম খারাপ হিসেবে আছে এরশাদ আর জঘন্য খারাপ হিসেবে আছে রাজাকার! হাসিনাকে আমরা ভালো হিসেবে ভোট দিয়েছি নাকি জঘন্যদের সাথে থাকা খালেদার বিপরীত বলে?!

সবই রিলেটিভিটি!

আমাদের ইর‍্যাশনাল চিন্তাই আমাদের এত দুর্দশার কারণ! আমরা যদি র‍্যাশনাল হতে পারি তাহলে সব বাংলাদেশীরই জীবন আমরা সুন্দর করতে পারব! আমরা সবাই সুখী হতে পারব! 

#৫

সিদ্ধান্ত নেয়ার সময় তাই এই তুলনার ফাঁদ থেকে বেরুবার চেষ্টা করুন। আর তুলনামূলকভাবে সঠিক সিদ্ধান্ত নিন!

এই লেখাটা ভালো কি খারাপ বুঝতে আগের কিছু লেখার সাথে তুলনা করে সিদ্ধান্ত নিন!

 

জগতের সকল প্রাণী সুখী হউক!

ছবি কৃতজ্ঞতা ((danariely.com, toonpool.com, colourbox.com ))

বোহেমিয়ান সম্পর্কে

পেশায় প্রকৌশলী, নেশায় মুভিখোর আর বইপড়ুয়া। নিজেকে খুঁজে পাবার জন্য হাঁটতে থাকি। স্বপ্নের সাথে হাঁটা, স্বপ্নের জন্য হাঁটা। https://www.facebook.com/ibappy
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা-এ এবং ট্যাগ হয়েছে , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

31 Responses to বিবাহিত জীবনে সুখী হইবার সহজ উপায় অথবা রিলেটিভিটির দুষ্ট রসিকতা!

  1. Jayed Ullash বলেছেনঃ

    Paris Hilton er bodle… Monica Belucchi dao. Hilton re valo pai na. lekha jobbor hoise.

  2. নিশম বলেছেনঃ

    ওরে গবেষনা !! “বোহেমিয়ান” – এর ব্লগ পড়লে যেই জিনিসটা সবচেয়ে বস লাগে, স্ট্যাটিসটিক্স, রেফারেন্সের ছড়াছড়ি, হোক না বিষয় যতোই বড় কিংবা ছোটো ! আপাত দৃষ্টিতে “বিবাহিত জীবনে সুখী হইবার উপায়” কথাটা নীলক্ষেতের চটি বই এর মতো শোনালেও পোস্টের শেষে এসে একেবারে বাজিমাত ! তুলনা – করা ব্যাপারটা পারিবারিক জীবনে কতোটা খারাপ তার আরেকটা উদাহরণ যখন পিতা-মাতা সন্তানের চাপ সহ্য করবার ক্ষমতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ব্যতীত ফার্স্ট বয় এর সাথে তুলনা করে এবং জীবনটা নুন বিহীন পান্তা বানিয়ে ফেলে !

    পোস্টে প্লাস !

    • রাইয়্যান বলেছেনঃ

      আপাত দৃষ্টিতে “বিবাহিত জীবনে সুখী হইবার উপায়” কথাটা নীলক্ষেতের চটি বই এর মতো শোনালেও পোস্টের শেষে এসে একেবারে বাজিমাত!

      কোপা কমেন্টরে নিশম!!!! :beerdrink: :beerdrink: :beerdrink:

      • বোহেমিয়ান বলেছেনঃ

        আমার মাথায় না এই জিনিসটা আসেই নাই! গুপ্ত ব্যাপার না! আমি পুরাই ইনোসেন্ট ভাবে ইউজ করছি!

  3. আহসান বলেছেনঃ

    তবুও নিজেদের আমরা কত স্মার্টই না ভাবি!!!
    অতিরিক্ত রকমের মজার এবং ভাল একটা লেখার জন্য আপনাকে ধন্যবাদ :dhisya:

  4. হাসিব জামান বলেছেনঃ

    লেখাটা পড়ে হাসতেই আছি =)) =)) =))

    বিবাহিত জীবন নিয়া এখনো ভাবি নাই, কারন এখনো জীবিত আছি :love:

    চাকরী জীবন নিয়া ভাবলাম, কয়েকজনরে ব্লক করতে হইবেক মুহাহাহা :happy: :happy:

  5. অনাবিল বলেছেনঃ

    ভাবনার বিষয়………

    তবে আমারো মনে হয় মানুষ খুব ইর‍্যাশনাল…………

    😛

  6. Muntasim Munim বলেছেনঃ

    :thinking:
    Phd কইরা ফালাইলা তো।

  7. রাইয়্যান বলেছেনঃ

    “কারণ মেয়েরা চায় সুন্দর থাকতে আর ছেলেরা চায় সুন্দরীদের সাথে সেক্স করতে!”

    কথা যত সত্যিই হোক, আমার মনে হয়েছে এই বাক্যটা একটু বেশি ব্লান্ট হয়ে যাওয়াতে কিছু মানুষের কাছে ভালো লাগবে না, আমার কাছে অন্তত লাগেনি। হয়তো আমি একটু ইম্ম্যাচিউর 🙁

    সিমপ্লি আসাধারণ পোস্ট। ফরম্যাটিং দুর্দান্ত== আনন্দময় পাঠ! তথ্য উপাত্তের বাড়াবাড়ি নেই, বরং পরিমিত 😀

    “একই বিশ্ববিদ্যালয়ের/ ডিপার্টমেন্ট এর কম সিজিপিএ’র বন্ধু জুটিয়ে ফেলুন!” ইয়াপ 😀 😀 😀 ফ্রেন্ড লিস্টের জগদ্বিখ্যাত-ভার্সিটি-পড়ুয়া পোলাপানকে রিমুভ মারবো কিনা ভাবতেছি, হীনমন্যতা কমাতে সাহায্য করবে মনে হয় :S :S :S

  8. তানিয়া বলেছেনঃ

    বেশ মজার।

  9. সামিরা বলেছেনঃ

    দারুণ উপভোগ্য লেখা! 😀
    শেষের দিকে ইমো-টিমো দিলে হয়তো রম্যের ব্যাপারটা পরিষ্কার হত। 😛 জনতার রোষানলে পড়তে পারেন নাহলে!

  10. shupty বলেছেনঃ

    sob gulo point bastob. Sobai emoni kore chinta kore decision ney. Apni jodi sesher line gulo na likhten tobe kichu point er jonno obossoi jhogra kortam. :p

  11. noName বলেছেনঃ

    Sahih Muslim : Book 42, Number 7068
    Abu Huraira (Radi Allah Anhu) reported that Allah’s Messenger (may peace be upon him) said:
    “When one of you looks at one who stands at a higher level than you in regard to wealth and physical structure he should also see one who stands at a lower level than you in regard to these things (in which he stands) at a hi-her level (as compared to him).”

    Bukhari and Muslim
    “A woman may be married for four reasons: for her property, for her rank, for her beauty, and for her religion (and character), so marry the one who is best in the religion and character and prosper.”

  12. সিদ্দিকী বলেছেনঃ

    “একই বিশ্ববিদ্যালয়ের/ ডিপার্টমেন্ট এর কম সিজিপিএ’র বন্ধু জুটিয়ে ফেলুন! সবচেয়ে কম সিজিপিএ লাগবে না। শুধু নিজের চেয়ে কিছু কম খারাপ বন্ধু হলেই হবে! সুখী জীবন আর কাকে বলে!” এইটা তো বুঝলাম, কিন্তু আমার বন্ধুর বন্ধু (আমি) যে তার চেয়ে বেশি সিজিপিএ ওয়ালা হইয়া গেল, ওর তো জীবন দুঃখী হইয়া গেল

  13. সজীব বলেছেনঃ

    :happy: :yahooo: :clappinghands: 😀
    ভালো লাগছে সহজ-সরল করে কঠিন জিনিষ বুঝানোর জন্য

  14. শিবলী বলেছেনঃ

    ভালো লেগেছে। নতুন বিষয় শিখলাম। 🙂

  15. জনৈক বলেছেনঃ

    সব ও প্রতিটি মানুষই কি তুলনা করতে ভালোবাসে?

    লেখায় :huzur:

  16. ফ্রেণ্ড লিস্ট নতুন করে ঢেলে সাজাতে হবে! যাদের দেখলে হিংসাই তাদেরকে বাতিল করিয়া দিবো!! দারুণ একটা পোস্ট!! দুর্দান্ত! সুখপাঠ্য, তবে রাইয়্যানের সাথে প্রথম পয়েন্টে সহমত…

  17. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    লেখাটা অসাধারণ হয়েছে। এমনিতে এই ডাটা দেখলে হয়তো কিছু বুঝতামও না, কিন্তু, লেখাটায় খুবই সুন্দর করে বোঝানো হয়েছে।

    “কারণ মেয়েরা চায় সুন্দর থাকতে আর ছেলেরা চায় সুন্দরীদের সাথে সেক্স করতে!” -লাইনটা একটু কেমন যেন লেগেছে। একই কথাটা অন্যভাবেও বলা যায়।

    তবে, পুরো লেখাটা :dhisya:

  18. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    ওরে!! অসাধারণ লাগসে। পুরাই জব্বর।

    চিন্তা করার অনেকগুলা জিনিস পাইসি!! নিশমের কমেন্টটা ভালো লাগসে। নীলক্ষেতের বইগুলার মুত্ন শিরোনাম হইলেও শেষে এসে দেখি অন্য ব্যাপার।

    আমরা আসলে সবখানেই তুলনা করি। ব্যাপক খারাপ ব্যাপার।

  19. রাইয়্যান বলেছেনঃ

    আচ্ছা, শিরোনামে ‘দুষ্টু‘ রসিকতা হওয়া উচিত না?

  20. ম্যানীফোল্ড বলেছেনঃ

    আপনার বন্ধুর বউ এর চেয়ে একটু সুন্দরী পেলেই বিয়ে করে ফেলুন!! :love:

  21. বোহেমিয়ান বলেছেনঃ

    সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি একে একে সবাইকে উত্তর দিতে পারব

  22. বিলীন অরণ্য বলেছেনঃ

    ভালো বিশ্লেষণ। পড়ে মজা পেলাম।

  23. মাশুদুল হক বলেছেনঃ

    আগেই পড়ছি, সংগ্রহে রাইখা দিলাম 🙂

  24. অবন্তিকা বলেছেনঃ

    🙄

  25. নিলয় বলেছেনঃ

    “আপনার বন্ধুর বউ এর চেয়ে একটু সুন্দরী পেলেই বিয়ে করে ফেলুন!! তাহলে বন্ধুর বউ এর দিকে তাকিয়ে আর হিংসা করতে হবে না! বরং বন্ধুর চেয়ে নিজের বউ সুন্দর ভেবে ভালোই থাকবেন!”

    এত্ত জোশ লিখসেন কীভাবে! :yahooo:
    ভীষণ সুখপাঠ্য :clappinghands:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।