বিষাদ দিনের কথা

বিষাদের পপলার পাতাগুলো
অশ্রু লুকায়, ঝরে পড়ে
মুচমুচে পাপড় হয়ে , প্রতিটি
শীতের শিশির আসবার আগে ।

প্রাণের প্রাচুর্যে পূর্ণ হৃদয়,
নি:শেষ হয় একদিন, শুষ্কতার সঙ্গমে !
তার পরিনতি বিদ্যমান, ছোট্ট অথচ,
প্রবাহিত অর্থবহ জীবনে ।

সংজ্ঞাহীন একাকীত্বের
হিম সমুদ্রে, ডোবে যে বালক
আলেয়া করে না স্পর্শ তারে
অনাহূত জোছনার ছলে ।

……………… মৌনমুখর বেলায় থেকে

রেজওয়ান তানিম সম্পর্কে

হিরণ্ময় নিরবতা, ছাপিয়ে গেছে কোন এক অখ্যাত কবি রাতগুলো তাই ভীষণ রকম মৌন মুখর বেলা -------------- রেজওয়ান তানিম প্রকাশিত গ্রন্থ: মৌনমুখর বেলায় (কাব্যগ্রন্থ,জাতীয় গ্রন্থ প্রকাশন) ব্লগারদের গল্প সংকলন: অবন্তি (ভাষাচিত্র)
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to বিষাদ দিনের কথা

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    কবিতার পোস্ট একটু more নামে একটা ট্যাগ আছে সেটা দিয়ে নেয়া ভালো! হোমপেইজেই সব চলে আসে

  2. মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

    এই কবিতাটা খুব ভালো লাগলো- কেমন যেন ভাসা ভাসা দুঃখ অনুভুতি, মন ছুয়ে ছুয়ে উড়ে উড়ে গেলো!

  3. অনাবিল বলেছেনঃ

    ভালো লেগেছে………

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।