আঁকি বুকি-০৫

এবারের আঁকি বুকি এর বিষয় ফ্যান্টাসি। ছোট বেলা থেকে একটা অভ্যাস বইপত্র গল্প প্রবন্ধ যাই পড়ি সাথে সাথে মনের মধ্যে ভাবতাম বিষয়টা। অনেক ছোটবেলার একটা প্রিয় বই সুকুমার রায়ের হজবরল। বইতে পাতায় পাতায় কল্পনার খোরাক। শেষের দিকে হারকিউলিসের গল্প ছিল। হারকিউলিসের সেই কাহিনী পড়ে অনেক কিছু মাথায় আসত। পরে টিভিতে হারকিউলিস সিরিয়াল দেখে সেই মজাটা পাই নাই। এরপর কল্পনা করতে গেলে মাথায় ঐ কেভিন কস্টনার এর চেহারাটাই ভাসত খালি। ডিজনির হারকিউলিস দেখে অবশ্য মজা পেয়েছিলাম।

যাই হোক কথা বলছিলাম কল্পনা নিয়ে। কোন কিছু পড়তে পড়তে সেটা নিয়ে চিন্তা করতে বেশ মজা লাগে। গল্পের চরিত্রগুলোকে মনে মনে সাজিয়ে নেয়া যায়। কল্পনা করে ফেলা যায় আফ্রিকার জংগল, মিশরের মরুভূমি, ফারাওএর পিরামিড,প্যারিসের মিউজিয়াম কিংবা হয়ত পুরান ঢাকার আগা মসিহ লেনের কোন বাড়ি। চিন্তা করার অভ্যাস অবশ্য এখন দিন দিন মরে যাচ্ছে তাও মাঝে সাঝে চিন্তা ভাবনাকে খাতাকলম ফটোশপে নামানোর চেষ্টা করি। কোন চেষ্টাই সফল হয়না তাও চেষ্টা চালাতে থাকি। হাবি জাবি চিন্তা ভাবনার কিছু ছবি নিয়ে এবারের আঁকিবুকি। 🙂

০১

মাথার মধ্যে ঘুরতেছিল মাফিয়া হিটম্যান টাইপের কিছু।

০২

Alien Abduction-ছবিতে যে কি বুঝাইতে গেছি নিজেও মনে হয় বুঝি নাই ঠিক ঠাক!

০৩

রাক্ষসী জিনিসটা আমাদের রূপকথার বইতে প্রায়ই উল্লেখ থাকে। সেইটার ধারে কাছেও অবশ্য যায় নাই!

০৪

এইটা পুরাই আব জাব-ফটোশপ আর জিনিয়াস ট্যাবলেট নিয়া গুঁতা গুঁতি! 😛

এই লেখাটি পোস্ট করা হয়েছে আঁকি বুকি, কার্টুন, চিন্তাভাবনা, বিবিধ, হাবিজাবি-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

9 Responses to আঁকি বুকি-০৫

  1. পুরাই হিংসাইলাম আবার!! পুরররাই!! 😛

  2. জনৈক বলেছেনঃ

    দারুণ দারুণ… চালিয়ে যান!

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    কার্টুনের ফিগারগুলোর উপর কার প্রভাব ঠিক বুঝতে পারছি না। (প্রভাব বলতে সবাই তো মোটামুটি কারো না কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়।)

    প্রথমটা সিন সিটির মত গম্ভীর কিছু হতে পারত মে বি। কিন্তু এগেইন কমিকাল হয়ে গেছে 😛
    আর রাক্ষসী তো পুরাই হলিউড/ কার্টুন নেটঅয়ার্ক থেকে নামছে 😛

    আঁকার হাত দুর্দান্ত।

  4. সামিরা বলেছেনঃ

    আঁকাআঁকির বস! 😀

  5. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    ওয়াও! প্রথম টা দেখে ভয় পাইছি। ৩ নং টা স্পাইডার ম্যান এর মত লাগছে 😛

  6. অনাবিল বলেছেনঃ

    সালাম!!

    আপনার কাছে শিখতে চাই………… 🙂

  7. রাইয়্যান বলেছেনঃ

    :huzur: :huzur: :huzur: :huzur: :huzur:

  8. নিলয় বলেছেনঃ

    স্যালুট, বস্! :huzur:

  9. সত্যান্বেষী বলেছেনঃ

    ঝাক্কাস! 8)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।