“আমি জেনে শুনে বিষ করেছি পাণ”–এর প্যারোডি….. (রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ক্ষমাপ্রার্থনাপূর্বক)

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ক্ষমাপ্রার্থনা করছি শুরুতেই।

যারা বহু কষ্ট করে, হুড়োহুড়ি করে “ঘরে ফেরার” এই উৎসবে বাড়ির দিকে রওনা দিচ্ছেন—- সবাই ভালোভাবে আপনার গন্তব্যস্থলে পৌছান এবং সবার সাথে ঈদ পালন করুন এই কামনা করি।

জনপ্রিয় রবীন্দ্রসংগীতের প্যারোডি করলাম আমাদের এই বেহাল সড়ক অবস্থা নিয়েই। সকল রবীন্দ্রভক্তদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।

আমি জেনে শুনে বিষ করেছি পাণ।
প্রাণের আশা ছেড়ে সপেঁছি প্রাণ।।

যতই দেখি তারে (রাস্তাকে) ততই দহি,
আপন দেহব্যাথা নীরবে সহি,
তবু পারি নে ঢাকা থাকিতে, গ্রামেই আসি-
লই গো বুক পেতে কষ্টের বাণ।।

যতই হাসি দিয়ে দহন করে,
ততই বাড়ে ক্রোধ উহার তরে,
নিরাপদ যাত্রার জন্য ততই যাচি
যতই গভীর হয় রাস্তার গর্তখান।।

🙁 🙁 🙁 🙁 🙁

আগাম ঈদ মোবারক সবাইকে। 😀 :yahooo: :penguindance:

ভাবের পাগল সম্পর্কে

আমি একজন কসাই ভদ্র ভাষায় ডাক্তার। কসাই থেকে মানুষ হবার চেষ্টা করছি। অবশ্য কোন কিছু ভালভাবে প্রকাশ করতে পারি না।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

9 Responses to “আমি জেনে শুনে বিষ করেছি পাণ”–এর প্যারোডি….. (রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ক্ষমাপ্রার্থনাপূর্বক)

  1. শিশিরকণা বলেছেনঃ

    মনে হয় না রবীন্দ্রভক্তরা কিছু মনে করবে, রবীন্দ্রনাথ জীবিত থাকলে আরো জ্বালাময়ী কিছু বলতেন….
    যাহাই বলো, প্যারোডি কিন্তু দুর্দান্তিক হয়েছে, প্লাস দিলাম…. :cuthair:

  2. কিনাদি বলেছেনঃ

    :clappinghands:

  3. মুবিন বলেছেনঃ

    শিশিরকণা বলেছেন

    মনে হয় না রবীন্দ্রভক্তরা কিছু মনে করবে, রবীন্দ্রনাথ জীবিত থাকলে আরো জ্বালাময়ী কিছু বলতেন….

  4. কোনই আপত্তি নাই!! উনি থাকলে আমরা এরকম জ্বালা(!)ময়ী কিছুই পেতাম বলে আমার বিশ্বাস! খারাপ লাগে, আমাদের দেশের মানুষগুলো সারা বছর এই মুহুর্তগুলোর জন্য বেঁচে থাকে, কিন্তু আমরা তাদের একটা নিরাপদ যাত্রা দিতে পারিনা…
    ওহ!! ভালো কথা, আমাদের দেশের ৯০% রাস্তা কিন্তু ঠিক হয়ে গিয়েছে…উনি(~।~) বলেছেন! :haturi: :wallbash: :fire:

    • বোহেমিয়ান বলেছেনঃ

      হাহা! একমত! উনি থাকলে জটিল সব ছোটগল্প পেতাম সন্দেহ নাই।

      তোমার এই কাব্য প্যারোডী ভালু পাইলাম।

  5. ফিনিক্স বলেছেনঃ

    কী নিষ্ঠুর সত্যি। 🙁

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।