নাল-পিরানঃ এক অনন্য উদ্যোগের নাম

ভর্তি পরীক্ষা সময়কালীন ঘটনা। সলিমুল্লাহ মেডিকেল থেকে স্বাস্থ্য-পরীক্ষা দিয়ে আসার পর এক ডাক্তারি পড়ুয়া আপুর সাথে কথোপকথন-“কেমন লাগলো? বলেছিলাম না তেমন কিছু না, কবে আসতে হবে আবার?”,  -“জি ভালো ঃ), ক্লাস শুরু তো দেরি আছে, বুয়েটের রেজাল্ট দিয়ে দিবে এর মধ্যে”,  -“আরে, ডাক্তারি পড়লে মানুষকে সাহায্য করা যায়, তাদের হাসি দেখেলেই তো মন ভালো হয়ে যাবে”,  -“মানুষকে সাহায্য করার জন্য কেবল সাহায্য করার মত মন থাকলেই হয় ঃ)”

এই কথাটাই প্রমান করল বুয়েটের ছাত্রছাত্রীরা “প্রোজেক্ট নাল পিরান”-এর মাধ্যমে। উদ্যোগটি ছিল বুয়েটের ক্যান্টিন এবং হলে কর্মরত ক্যান্টিন বয়দের ঈদের পোশাক উপহার দেওয়ার। এবার এর মাধ্যমে পুরো বুয়েট ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে।

1

উদ্যোগটি মূলত শুরু করে বুয়েটের ’০৮ ব্যাচের শিক্ষার্থীরা। কিন্তু তাতে সারা দেয় সকলে। রোজার মধ্যে চলছিল বুয়েটের পরীক্ষা। এ সময় দেখলাম কাজ শুরু হতে যাচ্ছে নাল-পিরানের। উদ্যোগটার কথা শুনেই মন ভালো হয়ে গেলো। প্রায় প্রতিদিনই সকাল ৮টার ক্লাসের জন্য না খেয়ে দৌড় দিতে হয়। ক্লাসের ফাঁকে খাবারের জন্য ক্যান্টিনই ভরসা। সেখানে তাদের জন্য ঈদে এমন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। সাড়া দিল সবাই। পরীক্ষার মধ্যেও নাল-পিরানের কাজ এগিয়েছে সমান তালে। পরিকল্পনা, বাজেট নির্ধারণের পর শুরু হয় নাল-পিরানের প্রচারণা। প্রথমে বাজেট নির্ধারণ করা হয়েছিল ৪০,০০০/- টাকা। কিন্তু সবার উৎসাহ ও উদ্দীপনায় অনুদান সংগ্রহ ছাড়িয়ে যায় ৯০,০০০/- টাকা। সকলের ভালবাসায় সিক্ত নাল-পিরানের পরিকল্পনা সম্প্রসারণ করা হয়।

2

প্রচারণা ও অনুদান সংগ্রহ চলতে থাকল। ’০৮ ব্যাচের পরীক্ষা শেষ হওয়ার পর তারা কেনাকাটার পরিকল্পনা শুরু করে। যেখানে নিজের জন্য ঈদের বাজার করতেই মানুষ গলদঘর্ম হয়, সেখানে এত মানুষের জন্য কেনাকাটা করতে তাদের কারো বিন্দুমাত্র নিরুৎসাহ হতে দেখা যায়নি।

6

ঠিক করা হয় ১৭ অগাস্ট উপহার বিতরণ করা হবে। সেদিন ক্যাফের সামনে সব প্যাকেট জড়ো করা হয়। যখন উপহার ও বকশিশ তুলে দেওয়া হল ক্যান্টিনবয়দের হাতে, তখন তাদের মুখের হাসি দেখে সকলে এতদিনের খাটুনি ভুলে যায়। তাদের এ হাসিই ছিল সবচেয়ে বড় পাওয়া।

4

5

গল্পটা যত সহজে বলা গেলো, কাজ তত সহজ ছিল না। এমন একটা বিশাল কাজের পরিকল্পনা হাতে নেয়াই একটা বড় দায়িত্ব। পরীক্ষার মধ্যে তার জন্য কাজ করে যাওয়াও সহজ নয়। আর রোজার মধ্যে কেনাকাটার কথা বাদই দিলাম। কিন্তু এর সবগুলোই খুব ভালভাবে সম্পন্ন হয়েছে কিছু উদ্যোগী মানুষের প্রবল ইচ্ছা ও সবার সহযোগিতার মাধ্যমে। আনন্দের সাথে সবাই মিলে এত ভালো একটা কাজের জন্য তাদের সবার জন্য অনেক অনেক হাততালি 😀 😀 । ঈদ মোবারক ঃ)

 

[ছবিগুলো নাল-পিরানের এক উদ্যোগটা হাসান-এর কাছ থেকে সংগৃহীত]

3

সাদামাটা সম্পর্কে

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে// শোন্‌ শোন্‌ রে, মন রে আমার, উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে// দিক্‌-হারানো দুঃসাহসে সকল বাঁধন পড়ুক খসে// কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে।।
এই লেখাটি পোস্ট করা হয়েছে ইতিবাচক-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to নাল-পিরানঃ এক অনন্য উদ্যোগের নাম

  1. মুবিন বলেছেনঃ

    দারুণ উদ্যোগ।
    সবার ঈদ কাটুক আনন্দ উচ্ছলতায়।

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    মন থাকলেই ভালো কাজ করা যায়!

    অসাধারণ একটা কাজ হইছে।
    এই রকম ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনবে।

    জয়তু তারুণ্য :yahooo:

  3. সামিরা বলেছেনঃ

    দারুণ! 😀
    লেখা আর উদ্যোগ দুটাই।

  4. ম্যানীফোল্ড বলেছেনঃ

    এমন একটা প্রোগ্রামে আমি থাকতে পারলাম না। এইটা কিছু হইলো? দিমু না শেয়ার। আগে কয় নাই ক্যান? স্বার্থপরের মতন নিজে নিজে মুহূর্তগুলো উপভোগ করে এখন গল্প শুনাচ্ছেন- মানি না মানি না… :dhisya:

  5. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    আহ,অন্যকে সাহায্য না করতে পারলে এ জীবনের মানে কি?

    জয় হোক তারুণ্যের,জয় হোক ভালো মনের মানুষের…… :clappinghands:

  6. ফিনিক্স বলেছেনঃ

    “মানুষকে সাহায্য করার জন্য কেবল সাহায্য করার মত মন থাকলেই হয়” 😀
    ‘নাল পিরান’ এর উদ্যোগতাদের স্যালুট। :huzur:

  7. পুরো লিখাটাতেই একটা ভালোলাগার আবেশ! আমরা কত সহজেই কতো বড়ো বড়ো কাজ করে ফেলতে পারি…একটু শুধু হাতে হাত রাখা আর বিশ্বাস……
    স্যালুট! :huzur:

  8. কিনাদি বলেছেনঃ

    দারুণ উদ্যোগ। স্যালুট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।