লাল একটা বল ছুঁড়ে মারবেন,
আমরা সারা মাঠ তার পেছনে দৌড়াবো।
সাদা একটা মূলা ঝুলাবেন,
আমরা তার জন্য লাফাবো।
“এমন জনগণই দরকার”
বোঝেন সেটা আমাদের সরকার।
তিন মিলে আমরা
কুকুর, রাজা, গাধা।
লাল একটা বল ছুঁড়ে মারবেন,
আমরা সারা মাঠ তার পেছনে দৌড়াবো।
সাদা একটা মূলা ঝুলাবেন,
আমরা তার জন্য লাফাবো।
“এমন জনগণই দরকার”
বোঝেন সেটা আমাদের সরকার।
তিন মিলে আমরা
কুকুর, রাজা, গাধা।
হুম…
চরম পোস্ট ইয়াদ ভাইয়া-
আপনি এত সহজে এত ছোট করে
কিভাবে যে সব বলে ফেলেন!
কিন্ত- কুকুর, রাজা আর গাধা বলতে তো আমি নিজেকে কোন তালিকায় ফেলবো বুঝতে পারছি না——
ট্যাগেই সব বলে দিলা।
এইটা তো জানা। এর থেকে বেরুতে হলে কী করা উচিৎ?
উপায় নিয়েও বলা উচিৎ। সব্বাই কেমন জানি চর্বিত চর্বন বলে যাচ্ছি!
“তিন মিলে আমরা
কুকুর, রাজা, গাধা।” :dhisya:
ট্যাগটা ভালো হয়েছে………