প্যানপ্যান

লাল একটা বল ছুঁড়ে মারবেন,
আমরা সারা মাঠ তার পেছনে দৌড়াবো।
সাদা একটা মূলা ঝুলাবেন,
আমরা তার জন্য লাফাবো।

“এমন জনগণই দরকার”
বোঝেন সেটা আমাদের সরকার।

তিন মিলে আমরা
কুকুর, রাজা, গাধা।

ইয়াদ সম্পর্কে

সারাদিন আগডুম বাগডুম ভাবি! মন খারাপ থাকলে নিজেই নিজেকে কাতুকাতু দেই! মন ভালো থাকলে উলিয়া উলিয়া করি!
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

5 Responses to প্যানপ্যান

  1. জনৈক বলেছেনঃ

    হুম…

  2. বোকা মানুষ বলেছেনঃ

    চরম পোস্ট ইয়াদ ভাইয়া-
    আপনি এত সহজে এত ছোট করে
    কিভাবে যে সব বলে ফেলেন!
    কিন্ত- কুকুর, রাজা আর গাধা বলতে তো আমি নিজেকে কোন তালিকায় ফেলবো বুঝতে পারছি না——

  3. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    ট্যাগেই সব বলে দিলা।

  4. বোহেমিয়ান বলেছেনঃ

    এইটা তো জানা। এর থেকে বেরুতে হলে কী করা উচিৎ?
    উপায় নিয়েও বলা উচিৎ। সব্বাই কেমন জানি চর্বিত চর্বন বলে যাচ্ছি!

  5. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    “তিন মিলে আমরা
    কুকুর, রাজা, গাধা।” :dhisya:

    ট্যাগটা ভালো হয়েছে………

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।