‘কি বলি আর কি করি’ সিরিজের পাশাপাশি ‘শিশুরাই শিশুদের বদলাবে’ নামে আরেকটা সিরিজ চালু করলাম। আমি দেখেছি অনেক শিশুরাই অন্য শিশুদের ভালো-মন্দ দেখে প্রভাবিত হয়। শিশুদের নানা ভালো কাজকর্ম শিশুদের সাথে শেয়ার করলে, আর সকল শিশুরাও সেই ভালো কাজটি করতে চাইবে। আপনাদের সন্তানদের সাথে নিয়ে এই ক্লিপটি দেখুন এবং ওদের মতামত প্রতিক্রিয়া মন্তব্যে জানান।
[youtube=http://www.youtube.com/watch?v=X0TdCqr3gL0]
লিংক: http://youtu.be/X0TdCqr3gL0
দারুণ আইডিয়া ভাইয়া 😀
আমার ভাগ্নে ভাগ্নিকে দেখাতে হবে