অরণ্য – ১

আমার বাগানের সব রঙ হারিয়ে যাচ্ছে।
পায়ে হাঁটা মেটে পথ ঘেঁষে
দাঁড়িয়ে থাকা ফুলগাছের সারিতে
আর ফুল ফোটে না।
গাছগুলো নির্বাক তাকিয়ে থাকে-
ঠিক আমার মত।

বাগানের ঠিক মাঝখানে
বড় যে আমগাছটা, তাতেও রঙ ছিলো।
পাখির ঝাঁক উড়ে বেড়াত, বাসা বাঁধত।
কিচির মিচিরে ভরে থাকত চারপাশ।
ওদের সাথে রোজ কথা বলতাম,
ভাষা ভিন্ন হলেও
পরষ্পরকে অনুভব করতাম।
সে গাছটাও আজ একাকী।

হোক সে রুক্ষ নগরীর
কালো বাষ্প অথবা জঞ্জাল,
তিলে তিলে শেষ করে দিচ্ছে-
আমাকে; আর আমার প্রকৃতিকে।

বিলীন অরণ্য সম্পর্কে

প্রকাশিত লেখার সর্বস্বত্ত্ব লেখক সংরক্ষণ করেন এবং লেখকের লিখিত অনুমতি ছাড়া আংশিক বা পূর্ণভাবে কোন মিডিয়ায় পুন:প্রকাশ করা যাবে না।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to অরণ্য – ১

  1. সামিরা বলেছেনঃ

    :welcome:
    ভাল লেগেছে কবিতা!
    নিয়মিত লিখবেন আশা করছি।

    • বিলীন অরণ্য বলেছেনঃ

      ধন্যবাদ। দীর্ঘদিন ধরে সরবের নীরব পাঠক হিসেবে ছিলাম। এবার যাচ্ছেতাই লিখেই প্রকাশ করে ফেললাম।

  2. শারমিন বলেছেনঃ

    :welcome:
    ভালো লেগেছে 😀

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।