হ্যাঁ! আমাদের প্রিয় সরব এর লোডশেডিং এর কারণে লিখতে না পারা লেখক বোহেমিয়ান ওরফে বাপ্পি এভারেস্ট বিজয় করেছেন!! তিনি প্রথম পুরুষ ব্যাচেলর হিসেবে এভারেস্ট জয় করেন। (এর আগের পুরুষরা সব নাকি বিবাহিত ((ইয়ে কেউ কনফার্ম করবেন মুহিত এরটা?)) ছিলেন! তবুও তাঁরা উঠলেন কীভাবে?!!) বিশ্বাস না হলে দেখুন আজকের প্রথম আলোর স্ক্রিনশট! এভারেস্ট জয় ডালভাত হয়ে গেছে মানছি ((না আমি মনে করি না ডালভাত হয়ে গেছে। আমি প্রত্যেকের প্রতি দারুণ শ্রদ্ধাশীল))! কিন্তু এর সাথে বিল গেটস এর মেয়ের সম্পর্ক কী? বলছি!
২।
আমার ফ্রেন্ডলিস্টের জনৈক ফেইসবুকার এই ছবি শেয়ার করেছিলো দিন কয়েক আগে
বিলিওনেয়ার বিল গেইটস এর মেয়ের জন্ম ১৯৯৬ তবুও মেয়ে তো দেখি অল্প বয়সেই তরুণী হয়ে গেছে! আমি ভাবলাম যারা শেয়ার করছে তাঁরা মনে হয় ভাবছে বিল গেইটস এর মেয়ে বলে কথা!! বিল গেটস কম বয়সে ধনী হইলে ওর মেয়ে কম বয়সে তরুণী হইতে পারে!!
যথাযথভাবে খোঁজ দ্যা সার্চ করে নেয়ার আগ্রহ থাকে খুব কম লোকেরই! এই খানে আরেকটা কথা আছে! আপনি গুগল সওয়ারি হলেই যে ভুল শুদ্ধ যাচাই করতে পারবেন তার কোন নিশ্চয়তা নেই!
বিল গেটস ডটার লিখে সার্চ করে জাস্ট চোখ বুলালে আপনি এই মেয়েরই ছবি পাবেন!! (ডিটেইল নাড়াচাড়া করলে অবশ্য ভুল ভাঙবে। তাই গুগল করলেই একটু সিরিয়াসভাবেই করা ভালো!)
তবে আরও দুঃখের ব্যাপার হচ্ছে এই হোক্সটি অন্তত ২০০৮ ((http://kempton.wordpress.com/2008/03/20/bill-gates-daughter-chain-mail-hoax/)) থেকে চালু! আমাদের দেশের বেখেয়ালি ((আমি বাজে ট্যাগিং বিরোধী। আমরা যদি যথাযথ ভাবে শিক্ষিত করতে পারি আমার মনে হয় বোকা/ বিপথগামী লোকের পরিমাণ অনেক খানি কমে আসবে। )) লোকেরা ৪ বছর পিছিয়ে!
সামান্য একটু চোখ বুলিয়ে যা পেলাম এই মেয়েটি হয়তবা রাচেল কুক ((http://en.wikipedia.org/wiki/Rachael_Leigh_Cook)) নামের একজন ((http://www.meetwiki.org/2009/04/jennifer-katharine-gates-photograph.html))
এই ঘটনাটি আমি শেয়ার করতে চাইছি মূলত আমাদের বেখেয়ালি শেয়ার করার প্রবণতাকে হাইলাইট করার জন্য!
১৬ বছরের একটা মেয়ে কী করে এই রকম দেখতে হয় এই প্রশ্ন মাথায় আসেই নাই শেয়ার কারীদের!
তাদের মাথায় আসছে বিল গেইটস ধনী তাই মেয়েও রূপবতী হতে পারে। আর ছেলেরা বড়-লোক-শ্বশুর -ফাইটোসিস আক্রান্ত হয়ে শেয়ার করল যাচাই বাছাই না করেই!
৩।
আমরা অন্যের মঙ্গল চেয়ে অনেক সময়ই অনেক উদ্ভট টিপস/ নিউজ শেয়ার করি। আবার বিভিন্ন পত্র পত্রিকার নিউজ শেয়ার করি শুধু স্ক্রিন শট দেখেই! যেই স্ক্রিন শটগুলো কিনা প্রায়ই এডিটেড! অন্তত লিঙ্ক তো চেক করা উচিৎ!!
ব্যাঙের ছাতার মত বললে মনে হয় ব্যাঙের ছাতারাও লজ্জা পাবে। বিভিন্ন ফেইসবুক পেইজ এবং বিভিন্ন অনলাইন পত্রিকা আসছে। কোনটা যে কারটা মারছে আমরা বুঝতে পারছি না। তবে আমরা যে ভয়াবহ বিপদে পড়ছি তথ্যের এই উদ্ভট প্রবাহে তা বলার অপেক্ষা রাখে না। এখন আমি ফরহাদ মঞ্জুর ট্রু ইনাফ নামের একটা বই পড়ছি। বইটার সম্পর্কে কিছু কথা একটু তুলে দেই। (পরে আরও বিস্তারিত বলার আশা রাখি।)
Why has punditry lately overtaken news? Why do lies seem to linger so long in the cultural subconscious even after they’ve been thoroughly discredited? And why, when more people than ever before are documenting the truth with laptops and digital cameras, does fact-free spin and propaganda seem to work so well? True Enough explores leading controversies of national politics, foreign affairs, science, and business, explaining how Americans have begun to organize themselves into echo chambers that harbor diametrically different facts—not merely opinions—from those of the larger culture.
৪।
একটা উদাহরণ দিয়ে দেখানো যাক দি টেলিগ্রাফ পত্রিকায় আসছে নাকি নিচের খবরটি পজিবল ফিউচার লিডার অব বাংলাদেশ … সাথে আছে একটা স্ক্রিনশট।
স্ক্রিনশট কি কখনও মিথ্যা বলতে পারে?!
লেখকের নাম দেখা যাচ্ছে রবার্ট ওয়াটস। লেখকের টেলিগ্রাফ ((http://www.telegraph.co.uk/journalists/robert-watts/)) পাতায় গিয়ে এই খবর পাওয়া গেলো না! তবুও অনেকে অন্ধের মত বিশ্বাস করেছেন এই খবর!
তেমনিভাবে আরেক দল বের করল আরেক প্রকারের খবর। র নিয়ে!
এই রকম আজগুবি খবর ইমেজ আকারে দিয়ে ফেইসবুক আর ব্লগ ভরে ফেলেছিল কিছু লোক! এটা নাকি আবার একটি জাতীয় দৈনিক এও এসেছিলো ((কেউ কি এই বিষয়ে লিঙ্ক দিতে পারেন? যুক্ত করে দিব))! এভাবেই নষ্টদের অধিকারে চলে যাচ্ছে আমাদের বিশ্বাস!
সমস্যা হচ্ছে এইখানেই। ফেইসবুকের একটি রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে ফেইসবুক আমাদের তথ্য পাবার পুরো বিষয়টিকেই বদলে দিয়েছে ((Social networking technologies like Facebook … fundamentally changed how people get their information. Rethinking Information Diversity in Networks https://www.facebook.com/note.php?note_id=10150503499618859))।
আপনার আমার একটু অসাবধানতার কারণে কত সাধারণ মানুষ বিপথগামী হচ্ছেন। অনেকে এই সুযোগ কাজে লাগিয়ে নানান প্রকারের উগ্রতা/ কুসংস্কার ছড়াচ্ছেন।
তাই আসুন আমি আপনি মিলে কিছু শেয়ার করার আগে নিশ্চিত হয়ে নেই তথ্য, খবর/তথ্যের রেফারেন্স এর ব্যাপারে।
শুভ ফেবুগিরি!
আর আমার এভারেস্ট জয়ের খবর ছড়াতে ভুলবেন না যেন!! আর আমাকে অভিনন্দন এবং গিফট পাঠানোর জন্য যোগাযোগ করুন এই পোস্টের কমেন্ট এ! ((এই দুর্দান্ত ছবিটি এডিট করে দিয়েছে সরব এর ইয়াদ ))
ভালো লিখছেন ভাইয়া। আজে বাজে খবর হোক্স এই সব ফেসবুক আসার পর ভাইরাল হয়ে ছড়ায় পড়তেছে পুরা।
আমি তো প্রথমে চমকে গেছিলাম ।আরে !! আমাদের বাপ্পি ভাইয়া প্রথম আলোতে !!! তাও প্রথম পেজে !!! :happy: :love: আসলেই মনে হল এভারেস্ট জয় করে ফেলেছেন । আগ্রহ দমিয়ে না রাখতে পেরে ছবিটা বড় করে দেখে নিলাম , কবেকার পত্রিকা । রবিবার ২৭ মে …… চলে গেলাম প্রথম আলোতে । কিন্তু বাপ্পি ভাইয়াকে তন্ন তন্ন করে খুঁজেও না পেয়ে :thinking: ……… চলে এলাম সরবে ………
অতঃপর লেখা পড়ে আমি পুরাই হতবাক, নির্বাক , অবাক ।
তারপর 🙄 :penguindance: :fire: :dhisya: :love:
ছবির এডিটিং টা আসলেই সেইরকম হয়েছে…… :dhisya:
পুরা কৃতিত্ব আমাদের প্রিয় সরব ইয়াদ এর
এভারেস্টে উঠে বিল গেটসের মেয়েকে বিয়ে করে র এর হাতে গুম হবার জন্য অভিবাদন বাপ্পী ভাই!!
দুর্দান্ত যুগোপযুগী লিখা…
হাহা!! থ্যাঙ্কিউ!
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফেসবুকে সব ভুয়া নিউজ, স্ক্রীনশট আর এডিটেড ফটোর কারনে আমরা প্রায়ই বাশ খাচ্ছি। কিছুদিন আগে আমিও এ নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম।
পোস্ট ভাল লাগল। 🙂
লেখাটা অসাধারণ একটা বিষয় নিয়ে। ফেসবুকে এইসব আজেবাজে লিংক দেখে মেজাজ খারাপ হয়ে যায়! :wallbash:
তবে, লেখাটা পড়তে খুব ভালো হয়েছে! :clappinghands:
এভারেস্ট জয় করার কথা আমারও ছিল! খালি টাকার অভাবে হলো না! 🙁
😀
সবাই অস্হির…….।
:happy:
হে হে, তাইলে অভিনন্দন নেন 😛
প্রথম দিকে বহু পেজটেজ লাইক করতাম, এখন সেগুলা এক একটা পোষ্ট করে আর আমি পেজ আনলাইক করি, এইভাবে চলে ফেসবুকিং http://shorob.com/wp-includes/images/smilies/icon_oops.gif
http://shorob.com/wp-includes/images/smilies/icon_slap.gif
সুখ-পাঠ্য!
এবং এভারেস্ট জয়ে অভিনন্দন!
😀
p.s. lol!
reference number 1
😀
যাই হোক এভারেস্টের চুড়ায় বউ রে উঠাইতে মনচায় :love:
পোষ্ট :fire: :fire: :fire:
উঠিয়ে ফেলুন!
প্রিয় সরব এর লোডশেডিং এর কারণে লিখতে না পারা লেখক
এই অংশটা দেখার পরে ভাবলাম যে আমাকে নিয়ে বোধহয় লেখা হয়েছে। পরে দেখলাম এইটা বোহেমিয়ানকে নিয়ে লেখা :happy:
লেখাটা পছন্দ হয়েছে। দারুণ ! আমাদের বিশ্বাস এখন নষ্টদের হাতে চলে যাচ্ছে। 🙁
” ইয়ে কেউ কনফার্ম করবেন মুহিত এরটা?” – মুহিত ভাই অবিবাহিত http://shorob.com/wp-includes/images/smilies/icon_P.gif
=>”বিল গেটস কম বয়সে ধনী হইলে ওর মেয়ে কম বয়সে তরুণী হইতে পারে!!”
=>”বড়-লোক-শ্বশুর -ফাইটোসিস”
হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলাম! =)) 🙄 :babymonkey:
পুরোটা পড়ে তাজ্জব হয়ে গেলাম 🙁
হেঁহেঁ! আজ এই লেখাটা আবার সবার পড়ার দরকার বলে মনে হলো
:clappinghands:
আহ,সাধু!সাধু!http://shorob.com/wp-includes/images/smilies/icon_happy.gif
এই বিষয়ে ব্যাপক সচেতনতা দরকার। আজকাল কোনটা বিশ্বাস করবো, কোনটা করবো না সেটা সহজে বুঝতে পারি না।
ভালো লিখেছেন ভাইয়া 😀
লেখা ভাল্লাগছে :huzur: