ঘটনা ও ভাবনা

ঘটনা:
গতকাল তিন সাংবাদিককে পিটিয়েছে পুলিশ।
ভাবনা:
গত জানুয়ারি থেকে এপ্রিল-এ চার মাসে সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ এ পর্যন্ত ১১০ জন সংবাদকর্মী পুলিশ ও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে।
বাংলাদেশে মানুষের অবস্থান এখন তেলাপোকা ও পিঁপড়ার চেয়ে কিছুটা উপরে অবস্থান করছে। তেলাপোকা ও পিঁপড়া মারা গেলে পত্রিকায় খবর হয় না, মানুষের সাথে এই তাদের পার্থক্য। সাগর-রুনি হত্যার পর তাদের হত্যা রহস্য উদঘাটনে চাওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর ৪৮ ঘণ্টার আগে কোন বছর অথবা অযুত বছর ছিল কিনা আমরা শুনতে পাই নি। তবে, এখন আমরা বুঝি, ৪৮ ঘণ্টা শুনেই আশাবাদী হওয়াটা আমাদের ভুল ছিল।
সংবাদকর্মীরা অবস্থান একটা দেশে অনেক গুরুত্বপূর্ণ। মানুষের কাছে প্রতিদিন যাওয়ার ক্ষমতা তাদেরই আছে। সেই সংবাদকর্মীদের হামলার পরিসংখ্যানে যখন বলা হয়, ‘পুলিশ ও সন্ত্রাসীদের হামলা’ তখন বুঝতে হয় পুলিশের অবস্থান কোথায়।
এর আগে সাধারণ জনতা মার খেয়েছে, রাজনীতিবিদ মার খেয়েছে, এখন সংবাদ মাধ্যমের কর্মীরা মার খাচ্ছে। হিসেব করে দেখছি, রাস্তাঘাটে পুলিশের মার খাওয়ার কেউ বাকি আছে কিনা।
মনে হয় নেই।

ঘটনা:
রেলের অনিয়মের মূলে সাবেক জিএম সহ সাত কর্মকর্তা।
ভাবনা:
কিছুদিন আগে রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার ও পূর্বাঞ্চলের জিএম ইউসুফ আলী মৃধাকে গাড়িতে ৭০ লাখ টাকা সহ পিলখানার ভিতরে আটক করা হয়। তার পরে পূর্বাঞ্চলের জিএম এবং রেলমন্ত্রী অতি দ্রুত সাবেক হয়ে যান, গাড়ির ড্রাইভার গুম হয়ে যান।
রেলের মধ্যে বিভিন্ন অনিয়ম যে হচ্ছে, তা তো প্রতি বছর বিপুল পরিমাণ টাকা ব্যয়ের পরেও রেলের আগের অবস্থায় থাকাতেই বোঝা যায়। হঠাৎ এই অনিয়ম নির্ণয়ের চেয়ে এর সমাধান অনেক গুরুত্বপূর্ণ। দুর্নীতি সব জায়গায় আছে এবং থাকবে-এটা জনগণ ভালোমতোই বোঝে।
তবে, যিনি রেলমন্ত্রী থাকেন-তার এটা বোঝা অনেক বেশি জরুরী।

ঘটনা:
ঢাকার আশেপাশে কয়েকটি উপশহর তৈরির দায়িত্ব পেয়েছে ভারতের সাহারা গ্রুপ।
ভাবনা:
বাংলাদেশের অন্তত একটি খাতের নাম বলা যায়, যেটা যথেষ্টই উন্নত। এই খাতের জন্য যথেষ্ট পরিমাণ লোকবল এবং প্রযুক্তি আমাদের দেশে আছে। সেই গৃহায়ন খাতে ডেকে ডেকে বিদেশী কোম্পানিকে আনার কী মানে থাকতে পারে।
বসুন্ধরা গ্রুপ, আমিন মোহাম্মদ গ্রুপ-নাম বলে শেষ করা যাবে না, এত বড় বড় কোম্পানি এই খাতে আছে। সেখানে ভারতের সাহারা গ্রুপ, যাদের গৃহায়ন খাতে খুব বেশি অভিজ্ঞতাও নেই, তাদের বাংলাদেশের কয়েকটি উপশহর তৈরি করার দায়িত্ব দেয়াটা একটু বেশিই অদ্ভূত এবং অপ্রয়োজনীয় হয়ে গেল।

ঘটনা:
চট্টগ্রামের এ লেভেলের হিমাদ্রী মজুমদার হত্যায় ব্যবহৃত তিনটি কুকুরকে চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
ভাবনা:
চট্টগ্রামে এ-লেভেলের এক শিক্ষার্থী হিমাদ্রী মজুমদারকে ধরে এনে তাকে কুকুর দিয়ে ভয় দেখিয়ে ছাদের রেলিং এ তোলা হয়। সেখান থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়ার পর ২৬ দিন হাসপাতালে থেকে অবশেষে সে মারা যায়।
হিমাদ্রী আহত অবস্থায় হাসপাতালে জবানবন্দী দিয়ে গেছেন পাঁচ জনের নামে। পুলিশ বলছে, হিমাদ্রীর পরিবার ঠিকমতো সহায়তা না করায় মামলায় অগ্রগতি হচ্ছে না।
‘মৃত্যু শয্যায়’ দেয়া স্টেটমেন্টের পরেও আসামী ধরতে আরও কোন প্রমাণ লাগবে?
যাই হোক, কুকুর তিনটাকে ধরা হয়েছে, তারা চিড়িয়াখানার খাঁচায়, অর্থাৎ, জেলে আছে।
ক’টা মামলায়-ই বা এতোটা অগ্রগতি হয়!

ঘটনা:
ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় নারী বাংলাদেশী হিসেবে এভারেস্টের শিখরে উঠেছেন।
ভাবনা:
অনেক নাক উঁচু মানব সন্তানের কথা শুনলাম, যাদের এ ঘটনা শোনার পর মনে হয়েছে, এভারেস্টে ওঠা নাকি ডালভাত ব্যাপার!
তাদের প্রতি একটাই কথা: পারলে উঠে দেখান।
আমার নিজের মনে হয়েছে, এ ছোট্ট দেশটায় যেখানে কোটি কোটি মানুষ চাতক পাখির মতো দিনের পর দিন একটা ভালো খবর শোনার জন্য বসে থাকে, সে দেখে ওয়াসফিয়া নাজরীনের মতো মানুষ খুব দরকার, যারা শত প্রতিকূলতা সত্ত্বেও বাধা ডিঙিয়ে আসবেই।
আপনার মতো মানুষ আমাদের গর্বিত করুক প্রতিদিন।

[লেখায় ব্যবহৃত তথ্যগুলো এবং সমালোচিত খবরগুলো ২৭শে মে, ২০১২ তে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত(লিংক)]

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to ঘটনা ও ভাবনা

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    রেফারেন্স ছাড়া লেখাটা মনে হয় ঠিক পূর্ণতা পায় না।

    রেফারেন্স দেয়া তো খুবই সোজা (()) এই রকম ব্র্যাকেটের মধ্যে লিঙ্ক দিলেই হয়ে যায়!

    ১১০ জন সাংবাদিক অবিশ্বাস্য মনে হচ্ছে। আসলেই! কীভাবে সম্ভব এতটা খারাপ হওয়া?!

    • স্বপ্ন বিলাস বলেছেনঃ

      লেখায় ব্যবহৃত তথ্যগুলো এবং সমালোচিত খবরগুলো ২৭শে মে, ২০১২ তে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত(লিংক)।

      এটা তো শুধুই গণমাধ্যম কর্মীর সংখ্যা। পুরো বাংলাদেশের সমস্ত মানুষের কথা ভেবে দেখেন! :wallbash:

  2. নিবিড় বলেছেনঃ

    কিছুক্ষণ আগে বিডি নিউজ ২৪ এর সাংবাদিক দের উপর হামলা কড়া হয়েছে,

    কোন দেশে আছি এখন পুনরায় ভাবতে হচ্ছে। 🙁

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।