আমার রঙীন পৃথিবী

হঠাৎ করেই মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিলো। আকাশের দিকে তাকিয়ে মেঘের টুকরোটাকে দেখেই ভাবলাম আজকে বৃষ্টিতে ভিজব। এমন দিনে কি কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে হয়!
আজ রাস্তায় কালো ধোয়ায় ঢাকা বাতাসে নিঃশ্বাস নিয়েও যে আমি গহীন অরণ্যের সুবাস পাচ্ছি। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা পাগলটা যখন আমার দিকে তাকিয়ে থাকল,আমি ভয় না পেয়ে তার জন্য মায়া বোধ করলাম। বাসে আমার পাশে বসা লোকটা যখন বারবার ঘুমিয়ে আমার কাঁধে পরে যাচ্ছিলো , আমার মনে হচ্ছিলো ‘আহারে,বেচারা মনে হয় বাসায় শান্তিমতো ঘুমাতে পারেনি।’

কারেন্টের তারে বসে থাকা কাকগুলো কে মনে হচ্ছে কোনো রাজকীয় পাখি। ভুল করে এই শহরে এসে এখানে ডানা মেলতে ভয় পাচ্ছে। কাকগুলোকে বলতে ইচ্ছে হচ্ছিলো, এই দেখো আমি আজ উড়ছি। আজ আমার অদৃশ্য ডানায় ভর করে আমি যত পারি উড়ব।

বন্ধুরা আজকে জিজ্ঞেস করছিলো,এতো হাসছিস কেন আজকে? কি দিয়ে বুঝাবো ওদের, মনের ভিতরে কেমন আনন্দের জোয়ার এসেছে আজ।

তুমি কি জানো, ক্লাসে অমনোযোগী থেকে আজকে যখন স্যারের বকা খেলাম,তখনো আমার চোখ আনন্দে ঝিলমিল করছিলো। আমার অপছন্দের ক্লাসমেট টার দিকে তাকিয়ে হেসেছি পর্যন্ত,বেচারা অবাক হয়ে তাকিয়ে ছিলো।
বৃষ্টির ধারা আজ যখন আমায় ধুয়ে নেমে যাচ্ছিলো, আমার চারপাশের পৃথিবী তখন অপূর্ব রঙ্গীন। আমার মনের সবগুলো রঙ আজ বৃষ্টির স্পর্শ পেয়ে পরিপূর্ণ হয়েছে। বৃষ্টিও আজ বুঝতে পেরেছে আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আজ কোনো দুঃখ আমাকে স্পর্শ করবে না। আমার হৃদয় আজকে একটি মূহুর্তের কথাই ভাববে,আমার ঠোঁটের কোণে ফুটে উঠবে এক চিলতে হাসি,আমার চোখের সামনে ভাসবে শুধু একটি মুখ……

 

আজ যে তুমি আমায় ভালোবাসি বলেছ………

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে পাগলামি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

25 Responses to আমার রঙীন পৃথিবী

  1. সামিরা বলেছেনঃ

    রুমান্টিক! 😛

  2. প্রচণ্ড ভালোলাগার লেখাটা পড়ে আস্তে করে চেয়ার থেইক্যা পইড়া গেলাম! কখন পড়লাম টেরও পাইলাম না!! শাবাশ ব্যাটা!! দারুণ লিখেছিস!! :huzur: :huzur: :huzur:

  3. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    এমন একটা দিন মনে হয় সবার ই কাম্য!
    পড়ে মনে হল কী যেন একটা গভীরতা আছে… সুন্দর 🙂
    শুভকামনা রইল, প্রতিটা দিন যেন এমনভাবে ধরা দেয় হৃদয়পটে।

  4. বোহেমিয়ান বলেছেনঃ

    আসলেই সেই রকম ফিলিংস! যে প্রেমে পড়ে নাই সে বুঝবে না!
    যে শোনে নাই- সেও বুঝবে না!

    তোর ভালো লাগা ছুঁয়ে গেলো।

    রুমান্টিক কোন ইমোটিকন দরকার।
    সরব ডেভুস্বর দের দৃষ্টি আকর্ষণ করছি।

  5. মেঘ রাজকন্যা বলেছেনঃ

    সুন্দর 🙂

  6. ফিনিক্স বলেছেনঃ

    আহা কী পেরেম…!! প্রেমে পড়ে গেলাম…!! 😐

  7. সাথী বলেছেনঃ

    khub shundor hoeche likhata…… 😀 🙂 onek valo laglo 😀

  8. মাসরুর বলেছেনঃ

    মনটা কেমন যেন হয়ে গেল :brokenheart:
    কত বসন্ত পেরিয়ে গেল, কেউ বলল না আর বলার মানুষও খুঁজে পেলাম না 🙁

  9. সৌমি বলেছেনঃ

    খুক! খুক! মজা পেলাম। খুশি :happy: :happy:

নিস্তব্ধ শৈশব শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।