মৌনমুখর বেলায় থেকে – আর নেই দরকার

আমার প্রকাশিত কাব্যগ্রন্থ মৌনমুখর বেলায় জন্ম, মৃত্যু, প্রেম বিরহ, মুক্তিযুদ্ধ, স্বদেশ চেতনা ইত্যাদি নানা ধারার কবিতা আছে। তবে সবচেয়ে বেশি প্রায় ১৪ টা কবিতা আছে প্রেমের। তার একটি-আর নেই দরকার। কেমন লাগল জানাবেন সবাই।

আর নেই দরকার

এখন আমি অনেক সংযত,অনেক পরিনত
গোধূলির ধূসর বেধেছে বাসা ,হৃদয়ে আমার-
আকাশের রক্তিম আভা আর
মনে আনে না সাধ- তোমার ললাটে
এঁকে দিতে টিপের চুম্বন।
যে আঁখি একদিন ছড়াত মায়াঞ্জন,
হাজার কথায জড়ানো তোমার সেই চোখ
নিতান্তই তুচ্ছ এখন। কণা মাত্র তার
নেই আবেদন। অনেক যত্ন,অনেক প্রেম নিয়ে
তিলে তিলে আমায় করেছ শেষ;
গড়েছ বিবর্ণ সমাধি-আমার ভালবাসার
আর কিছু চাই না আমি !
এত ভালবাসার আর নেই প্রয়োজন
নেই কোন দরকার !

কেন এসেছ আজ আবার ?
সেই মায়া ভরা চাহনিতে; বেঁচে আছি কিনা দেখতে?
ভেবনা মরিনি, যদিও হৃদয় মরেছে অনেক আগেই-
তবুও ভালই আছি-মাংসপিন্ডের জড় দেহে
শহরের কোলাহল হীন
অখন্ড নিরবতা নিয়ে। সামনের ওই
বটগাছটার পাশে, ল্যাম্পপোস্টের ধারে
চেয়ে দেখ-শুয়ে থাকা ক্লান্ত পথকুক্কুরটাকে
ওর মত ঘুরেছি দুয়ারে তোমার,
বারংবার-ফিরে এস, দাও সুযোগ একটি বার
ক্ষমা করো শুধু একবার !
দিলে না সুযোগ তুমি, করোনি ক্ষমা
বেশ তো ভালই করেছ, এখন কেন এলে আবার
কেন নাড়া দিলে স্মৃতির দুয়ারে ?

নামহীন নদীর মত, মৃতপ্রায় আজ তুমি
আমার মনে- সুরমা , তুমি হারিয়ে যাও,
শহরের গর্ভে, নিদারূণ কোলাহলে।
সেখানে আমি বড় বেমানান-
বড্ড অপাংক্তেয়!
নিঃসঙ্গতার মাঝেই জীবনের ভাষা আমি
খুজে পাই এখন। এই হিজলের বনে বনে-
ঘুরে বেড়াই ঝিঁ ঝিঁ ডাকা রাতে।
চেয়ে দেখি চির নিঃসঙ্গ চাঁদ
আমার পানে হাত বাড়ায় মাধবী জ্যোৎস্না হয়ে!
ভালোই থাকবো আমি- ভালবাসাময়
তোমার ওই রূপমা ছাড়া !
ফিরে যাও, ফিরে যাও তুমি-অনেক ভালবাসা
নিয়েছি তোমার,আর নেই দরকার।

রেজওয়ান তানিম সম্পর্কে

হিরণ্ময় নিরবতা, ছাপিয়ে গেছে কোন এক অখ্যাত কবি রাতগুলো তাই ভীষণ রকম মৌন মুখর বেলা -------------- রেজওয়ান তানিম প্রকাশিত গ্রন্থ: মৌনমুখর বেলায় (কাব্যগ্রন্থ,জাতীয় গ্রন্থ প্রকাশন) ব্লগারদের গল্প সংকলন: অবন্তি (ভাষাচিত্র)
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to মৌনমুখর বেলায় থেকে – আর নেই দরকার

  1. শামসীর বলেছেনঃ

    শুভেচ্ছা রইল ………….

  2. সামিরা বলেছেনঃ

    সুন্দর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।