জরুরীভিত্তিতে জিপলকের ডিলার আবশ্যক

আমি জিপলকের বিশাল ফ্যান। আক্ষরিক অর্থে জিপলক আমার জীবন পালটে দিয়েছে। প্রথম ফ্যান হই যখন ভ্যাঙ্কুভারে থাকি। একা মানুষ আমি। এক বেলা রাঁধি। পারলে কেবল উইকএন্ডে রাঁধি আর সারা সপ্তাহ চালিয়ে দেই। প্রথম প্রথম এক তরকারীর গন্ধে ফ্রীজ গন্ধময় হয়ে যেত, একটা খাবার নষ্ট হলে সব খাবারের জাত মেরে দিতো। অফিস পর্যন্ত খাবার নিতে নিতে ঝোলটোল এদিক সেদিক পড়ে একাকার অবস্থা। আবার দেখা গেল, একটা আইটেমের জন্য বিশাল কোন কন্টেইনার ব্যবহার করতে হতো – আমার ছোট্ট ব্যাচেলর ফ্রীজটায় সবটা জায়গা নিয়ে নিতো। তারপর একদিন এক সুন্দর সকালে বাজারে গিয়ে দেখি জিপলক! আমার সব সমস্যার সম্পূর্ণ রাষ্ট্রদোহমুক্ত সমাধান।

দেশে ফেরার সময় সাথে করে কিছু নিয়েও এসেছিলাম। ভাবতেই পারিনি জিপলকের কি ভার্সেটাইল ব্যবহারও কেবল এদেশেই সম্ভব। সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যায় ব্রেইনে প্রয়োগ করলে। ব্রেইনের গুণগত মান অক্ষুন রাখে, তাই যত্রতত্র মুখবই টুখবই সাইটগুলোতে “আই লাবিউ” বললেও কেউ না কেউ এর রাষ্ট্রীয় প্রতিশব্দ খুঁজে পাবেন না, এবং তা রাষ্ট্রীয় ইভটিজিং হয়ে যাবেনা। হার্ট ভালো রাখে। দৃষ্টিশক্তি ভালো রাখে। শ্রবণ ঈন্দ্রিয় ভালো রাখে। এখনই নিজেকে জিপলক করুন, নয়ত জিপলক হয়ে যান। অন্তত ওনারাতো তাই বলছেন। জীবনটাই জিপলক আর জিপারময়। আপনি স্বীকার করুন আর নাই করুন।

জিপলক রোগমুক্ত রাখে আপনাকে বছরের পর বছর, যুগের পর যুগ। মেরুদন্ডহীন, বেহায়া প্রজন্ম হয়ে আপনাকে গড়ে তুলতে সাহায্য করে, যাদের অবসর কাটে সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে আর হোটেলে হোটেলে। তারপরও একটা আশা থেকে যায়। প্রতি ২৩ বছর পর পর বাঙালী এক হওয়ার সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেঃ ১৯৪৮-১৯৭১ = ২৩ = ১৯৯০-২০১৩। কিন্তু তার আগ পর্যন্ত?

সকালে উঠিয়া আমি মনে মনে বলি,

সারাদিন আমি যেন জিপলক মেরে থাকি।

তানজিম সাকীব সম্পর্কে

সফটওয়্যার স্থপতির দৃষ্টিতে সমাজ, সংস্কৃতি, জীবনযাত্রা দেখছি। এমনিতে সাদামাটা মানুষ। মুখবই
এই লেখাটি পোস্ট করা হয়েছে ইতিবাচক, ইতিহাস, চিন্তাভাবনা, সচেতনতা, হাবিজাবি-এ এবং ট্যাগ হয়েছে , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

15 Responses to জরুরীভিত্তিতে জিপলকের ডিলার আবশ্যক

  1. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    আমি আরেকটু হলেই ভেবে বসতাম মানে ভেবেই ফেলেছিলাম এটাও বুঝি একটা এড পোস্ট! 😐

  2. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    সকালে উঠিয়া আমি মনে মনে বলি,

    সারাদিন আমি যেন জিপলক মেরে থাকি। 😐

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    ব্রেইনে জিপলক মারার চেষ্টা করে যাচ্ছি। বেহায়া ব্রেনটা মানতে চায় না :wallbash:

    বাঙালী এক হওয়া মনে হয় আদৌ সম্ভব নয়। :thinking:

  4. ২৩ বছরের হিসেবটা বলে দিয়ে শান্তি দিলেন, এখনো এক বছর নিশ্চিন্তে থাকা যাবে! যাই, এবার ঘুম দিই……

  5. ব্লগদেশ টিম বলেছেনঃ

    সবার মুখ আর হাত বেধেঁ সেলাই করে দেয়ার জন্য বাজেটে বরাদ্দ চাচ্ছি ।

  6. জ্ঞানচোর বলেছেনঃ

    সকলে এত্ত এত্ত কমেন্ট করল। কিন্তু, কেউ মুখ ফুটে বললো না,
    “স্কাই শপের বিজ্ঞাপনগুলো আমার খুব ভাল লাগে।”

    • বাবুনি সুপ্তি বলেছেনঃ

      মাথার উপর দিয়ে গেল!

      • জ্ঞানচোর বলেছেনঃ

        মাথার উপর দিয়ে যাওয়াটাও একটা আর্ট।
        বাসায় স্যাটেলাইট চ্যানেল নেই বুঝি? তাহলে তো. .রাত বারোটার পর স্কাইশপের অত্যাচার চিনতে পারতেন।
        লেখক.. সময় থাকলে আপুকে বুঝিয়ে দিন। 😀

    • বাবুনি সুপ্তি বলেছেনঃ

      এই পোস্টে স্কাইশপ কিভাবে আসে? 🙂
      আপনি কি পোস্টের লিঙ্ক গুলো পড়ে দেখেছেন?

      • জ্ঞানচোর বলেছেনঃ

        আপু, তুমি আপনি সকলেই এখন স্কাইশপে আছি।
        বিটিভির আটটার সংবাদের চেয়ে বড় উদাহরণ আমার দেয়া সম্ভব নয়।
        (দেশে এখন উন্নয়ন আর উন্নয়ন জাতীয় কথা বার্তা…)

  7. জনৈক বলেছেনঃ

    ২৩ বছরের হিসাব তো মজার!

  8. ভাই, দেশী জিপলক তো তৈরি হচ্ছে, এই যে জেলে পুরতেছে, মামলা মারতেছে! :crying:

বাবুনি সুপ্তি শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।