“ডাটা বাবা” হ্যান্স রোজলিং- দুনিয়াকে নতুনভাবে দেখানোর কারিগর

হ্যান্স রোজলিংকে সরাসরি দেখেছি। সরাসরি তাঁর দুর্দান্ত বক্তৃতা নিজের চোখে দেখেছি! এটা বললেই লোকজনের চোখ বড় বড় হয়ে যায়!

যারা হ্যান্স রোজলিংকে চেনেন না তাঁদের জন্য – হ্যান্স রোজলিং একজন সুইডিশ ডাক্তার এবং পরিসংখ্যানবিদ। তিনি কোন নীরস পরিসংখ্যানবিদ না! পরিসংখ্যান তাঁর হাতে যেন নাচে, মায়াবী সুরে গান গায়!! অবিশ্বাস্য মনে হলেও ঠিক তাই!

শচীনকে নিয়ে একটা লেখা লিখেছিলাম কিছুদিন আগে। ড্যাটা থেকে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম শচীন সেঞ্চুরি করলেই ইন্ডিয়া হারে নাকি?! হাবিজাবি নিজের মনগড়া হিসেবে না গিয়ে সত্যি সত্যি হিসেব করে বের করার চেষ্টা। কিন্তু লেখাটায় পরিসংখ্যান এত বোরিং ছিলো যে অনেকেই পড়েন নি!

কিন্তু রোজলিং হচ্ছেন আলাদা! তাঁর হাতে পরিসংখ্যান মন জাগানিয়া হয়। চিন্তার পথ বদলে দেয়। বদলে দেয় পৃথিবীকে দেখার চোখ।

নীচের টকটি দেখুন। দারিদ্র্য নিয়ে আমাদের সাধারণ চিন্তাভাবনা। ২ ধরনের দেশ আছে। উন্নত আর উন্নয়নশীল –অধিকাংশের কাছে। কিন্তু রোজলিং ড্যাটার সাহায্য নিয়ে সেই ভুল ধারণা ভেঙে দিলেন। তিনি অনেক আশাবাদী কথা শোনালেন।

http://www.ted.com/talks/hans_rosling_reveals_new_insights_on_poverty.html

যে টকটি দেখে বেশি মুগ্ধ হয়েছিলাম সেটি হচ্ছে বাংলাদেশ মিরাকল। বাংলাদেশ কীভাবে জন্মহার  এবং শিশু মৃত্যুহার কমিয়ে আনল। তাঁর ভাষ্যমতে এটি একটি মিরাকল ব্যতীত কিছু নয়! (আমরা কেন স্বপ্নবাজ হবো না?! )

বাংলাদেশ মিরাকল

 

bdmiracle

অনেকের ধারণা ধর্মের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আছে! তিনি ড্যাটা থেকে সেটা প্রমাণ করলেন না! নেই! আমাদের অনেক  বিশেষজ্ঞ এই ভুল মন্তব্য করে থাকেন! ফলে অহেতুক ভুল সিদ্ধান্ত নেয়া হয় , ভুল মন্তব্য চলতে থাকে।

http://www.ted.com/talks/hans_rosling_religions_and_babies.html

ওয়াশিং মেশিন কীভাবে অনেক নারীবাদীদের চেয়েও কিংবা অনেক পলিসিমেকার/ পলিটিশিয়ানদের চেয়েও গভীরভাবে নারীদের জীবন ছুঁয়ে গেছে। উন্নত করেছে তা দেখুন এই টকে!

http://www.ted.com/talks/hans_rosling_and_the_magic_washing_machine.html

তিনি গ্যাপমাইন্ডার ((http://www.gapminder.org/)) ফাউন্ডেশন এর বোর্ড মেম্বার। গ্যাপমাইন্ডার ফ্যাক্ট বেইজড ওয়ার্ল্ডভিউ এর জন্য কাজ করছে। আপনি আমি যদি যথাযথ তথ্যের উপর নির্ভর করে কাজ/ প্ল্যান করতে পারি তাহলে আমাদের প্ল্যান/ সিদ্ধান্ত ঠিক থাকবে। আমরা সঠিক নির্ভরযোগ্য ড্যাটা/তথ্য এর উপর ভিত্তি করে যদি সিদ্ধান্ত নেই তাহলে সেখানে ভুল করার সম্ভাবনা অনেক খানি কমে যাবে।

বোহেমিয়ান সম্পর্কে

পেশায় প্রকৌশলী, নেশায় মুভিখোর আর বইপড়ুয়া। নিজেকে খুঁজে পাবার জন্য হাঁটতে থাকি। স্বপ্নের সাথে হাঁটা, স্বপ্নের জন্য হাঁটা। https://www.facebook.com/ibappy
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

7 Responses to “ডাটা বাবা” হ্যান্স রোজলিং- দুনিয়াকে নতুনভাবে দেখানোর কারিগর

  1. অনাবিল বলেছেনঃ

    শচীন কে নিয়ে লিখাটা পড়েছিলাম…… 🙂
    উপস্থাপনার জন্য অনেক সময় সাধারণ বা আপাত বোরিং জিনিস ও অনেক অনবদ্য হয়ে ওঠে…… দেখতে হবে তো টক গুলো……

    “আপনি আমি যদি যথাযথ তথ্যের উপর নির্ভর করে কাজ/ প্ল্যান করতে পারি তাহলে আমাদের প্ল্যান/ সিদ্ধান্ত ঠিক থাকবে।”–আমার জন্য এটা অনেক বেশি দরকারী… 🙂

  2. সামিরা বলেছেনঃ

    দারুণ। ভালবাসার জিনিস নিয়ে কাজ করলে এরকমই হয় বুঝি তার ফল!
    যাই টকগুলি দেখি বসে বসে। যদিও প্ল্যান ছিল কিছু একটা লেখার! 🙁

    উনার কথা শুনে এসে আবার মন্তব্য করবো দেখি। আর লেখাটা হঠাৎ করে শেষ হয়ে গেল।

  3. রাইয়্যান বলেছেনঃ

    নেট স্লো, টক লোড হয় না :'(

  4. ফিনিক্স বলেছেনঃ

    টকগুলো সময় করে দেখতে হবে।
    আপাতত আরও কিছু কাজ সেরে নিই, তারপর। 😀

    পোস্ট ছোট হলে কী হবে?
    আমার কাছে তথ্যবহুল মনে হয়েছে। তবে টকগুলো এভাবে না দিয়ে সময় নিয়ে নিজে নিজে লিখে ফেললে মনে হয় আরও চমৎকার হত!

    লিঙ্কগুলো এমবেড করে দিলে ভালো হত না? :thinking:

  5. মাধবীলতা বলেছেনঃ

    “ডাটা বাবা” নামটা ভালোই দিয়েছেন! টকগুলো দেখব ইনশাআল্লাহ।বাংলাদেশ মিরাকল টা বেশ ইন্টারেস্টিং লাগছে।আমরা কেন স্বপ্নবাজ হব না? আসলেই…

  6. অন্তরা মিতু বলেছেনঃ

    তাঁর ভাষ্যমতে এটি একটি মিরাকল ব্যতীত কিছু নয়! (আমরা কেন স্বপ্নবাজ হবো না?! )
    — সঠিক……..

    লেখকের প্রতি কৃতজ্ঞতা….. এই দারুন ডাক্তার ব্যক্তিটি এবং তার দারুন থিওরী কোনোদনি জানা হতো না এই লেখাটি না পড়লে…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।