ইউরো-২০১২: বিজয়ী দল?!

বিশ্বখ্যাত সব দল। টানটান উত্তেজনার সব খেলা। তারকাদের ইতিহাসের পাতায় না ভুলে যাওয়ার দলে নাম লেখানো আর নতুন কোন তারকার উত্থান।

৮ই জুন পোল্যান্ড ও ইউক্রেনের মাটিতে শুরু হতে হতে যাচ্ছে ইউরো-২০১২।

ইউরো অনেকের মতেই বিশ্বকাপের চেয়েও অনেক বেশি প্রতিদ্বন্দিতাপূর্ণ। কারণ, এখানে বলতে গেলে দুর্বল দল বিশ্বকাপের তুলনায় অনেক কম। ফলে, যে কোন দলেরই চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা অনেক বেশি।

এই মুহূর্তে ফুটবল ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, ‘কে জিতবে ইউরো-২০১২?

প্রথমেই ইউরো-২০১২ এর গ্রুপ দেখে নেই।

কে জিতবে এদের মধ্যে ইউরো-২০১২?

স্পেন?: 

ইউরো ২০০৮ ও বিশ্বকাপ ২০১০ চ্যাম্পিয়ন স্পেন এর পক্ষে বাজি ধরার লোক অনেক। যে দলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দলের ১২ জন খেলোয়াড় আছে, তাদের চিন্তা-ভাবনার খুব বেশী কিছু থাকার কথা না।

স্পেন স্কোয়াড:

সম্ভাব্য প্রথম একাদশ:

শক্তিমত্তা:

অসাধারণ একজন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস দেবেন গোলপোস্ট পাহারা।

আলবিওল, পিকে এবং সার্জিও রামোস এর মত বিশ্বমানের ডিফেন্ডার আছে দলে।

জাভি হার্নান্দেজ ও ইনিয়েস্তা ছাড়াও মাঝমাঠে বিপক্ষ দলকে ঘোল খাওয়াতে পারেন ফ্যাব্রিগাস, ডেভিড সিলভা, জাবি আলনসো।

আক্রমণভাগে আছে অসাধারণ স্কোরার পেদ্রো, লরেন্তে, টরেস।

দুর্বলতা:

ডিফেন্ডার ও অধিনায়ক পুয়োল এবং স্পেনের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডধারী ডেভিড ভিয়া টুর্নামেন্ট মিস করাটা স্পেনের কাছে অনেকটাই অপ্রত্যাশিত।

আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে পেদ্রো ও টোরেসের দক্ষতা ও ক্ষমতা নিয়ে প্রশ্ন না থাকলেও প্রশ্ন আছে ফর্ম নিয়ে। গত লিগে ভালো ফর্মে না থাকলেও লিগের শেষের দিকে দুজনেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে।

স্পেনের সবচেয়ে বড় বাধা, সমর্থকদের অনন্ত প্রত্যাশা তাদের কাছে চাপ হয়ে উঠলে।

টানা তিনটা বড় শিরোপা জয় করা প্রথম দল হতে পারবে স্পেন?

নেদারল্যান্ড?:

অসাধারণ কিছু খেলোয়াড় আছে নেদারল্যান্ডে। তারা একসাথে জ্বলে উঠতে পারলে পৃথিবীর যে কোন দলকে হারানোর সামর্থ্য রাখে।

নেদারল্যান্ড স্কোয়াড:

সম্ভাব্য প্রথম একাদশ:

শক্তিমত্তা:

মার্ক ভ্যান বোমেল, নাইজেল ডি ইয়ং, রাফায়েল ভ্যান ডার ভার্ট, ওয়েসলি স্নাইডার-বিশ্বমানের সব মিডফিল্ডার দিয়ে গড়া মিডফিল্ড।

যে কোন ডিফেন্ডারের দুঃস্বপ্ন হয়ে ওঠার মতো আক্রমণভাগ আছে নেদারল্যান্ডের।

আরিয়েন রোবেন এর চতুর বুদ্ধিমত্তার ফুটবল এবং তার সাথে রবিন ভ্যান পার্সির দারুণ ফর্ম ও দুর্দান্ত স্কিল নিয়ে চিন্তায় থাকবে যে কোন দল।

দুর্বলতা:

খুব ভালো ডিফেন্ডারের অভাব খুব ভোগাতে পারে নেদারল্যান্ডকে।

মিডফিল্ডাররা সবাই খুবই ভালো মানের, তবে তাদের ফর্ম নিয়ে প্রশ্ন আছে।

তাছাড়া বড় টুর্নামেন্টে শিরোপা জিততে না পারার ইতিহাসও তাদের উপর চাপ নিয়ে আসবে।

নেদারল্যান্ড কি পারবে তাদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে?

জার্মানি?: 

জার্মানি নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ‘পাওয়ার ফুটবল’। দুর্দান্ত ডিফেন্ডিং এবং পাসিং এর সাথে সাথে ক্ষিপ্রগতির অ্যাটাকিং-এই সব মিলিয়েই তো জার্মানি।

জার্মানি স্কোয়াড:

সম্ভাব্য প্রথম একাদশ:

শক্তিমত্তা:

গোলপোস্টের নিচে ম্যানুয়াল নয়্যার এর অবস্থা হতে পারে দেয়ালের মতো দৃঢ়। তাছাড়া, তার পেনাল্টি ঠেকানোতে দুর্দান্ত ক্ষমতা হতে পারে বিপক্ষ দলের হতাশার কারণ।

ডিফেন্সে আছে দলপতি ফিলিপ লাম, বেডস্টুবার এর মত ভালো ডিফেন্ডার।

সামি খেদিরা, মেসুত ওজিল, লুকাস পোডলস্কি, টমাস মুলার- ফর্মে থাকা এতজন মিডফিল্ডার আর কোন দলেই নেই।

গোলমেশিন মারিও গোমেজ এবং জাতীয় দলের হয়ে অসাধারণ মিরাস্লোভ ক্লোজ প্রতিপক্ষের গোলপোস্টের সামনে ত্রাস ছড়াবেন-এ কথা নির্দ্বিধায় বলা যায়।

দুর্বলতা:

ডিফেন্সে কিছুটা দুর্বলতা ছাড়া জার্মানির বলার মতো আর কোন দুর্বলতা নেই।

জার্মানি কি পারবে, পাওয়ার ফুটবল এ ইউরো ২০১২ রাঙাতে?

অন্য কেউ?:

যথেষ্ট ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও ইংল্যান্ড দলের বড় টুর্নামেন্টে খারাপ করার ধারাবাহিকতা তাদের জেতার আশা অনেকটাই কমিয়ে দেয়।

পুরো মৌসুমে দুর্দান্ত থাকার পরেও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের ইউরো জেতার সম্ভাবনাও অনেক কম। কারণ, দলে অভিজ্ঞ ও ভালো খেলোয়াড়ের অভাব এবং জাতীয় দলের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ফর্ম না থাকা।

দলে অভিজ্ঞ ও ভালো খেলোয়াড়ের অভাবি ফ্রান্সের ইউরো জয়ের আশা কমিয়ে দেয়।

ইটালি দলে অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব ও ডিফেন্সিভ খেলার প্রবণতা তাদের সম্ভাবনাকে ফিকে করে।

তবে কে জিতবে ইউরো-২০১২?:

ইউরো-২০১২ জেতার সবচেয়ে সম্ভাবনাময় দু’টি দল জার্মানি এবং স্পেন

তবে, নেদারল্যান্ডকে নতুন করে চিনতে পারে ফুটবল বিশ্ব; ইংল্যান্ড পারে নিজেদের নামের কালি মুছতে নাকি ২০০৪ এর গ্রিস-এর মতো চমকে দিতে পারে নতুন কোন দলও!

 

দেখা যাক তবে, ১লা জুলাই, ২০১২ তে ইউরো-২০১২ ট্রফি ওঠে কোন দলের হাতে।

 

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে খেলাধুলা-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

25 Responses to ইউরো-২০১২: বিজয়ী দল?!

  1. রাইয়্যান বলেছেনঃ

    ফুটবল বুঝি কম 🙁

  2. জনৈক বলেছেনঃ

    মিডিয়া সম্রাট ইন্ডিয়া যেমন চামে বিশ্বকাপ ক্রিকেট জিতে নিলো… এইবার আরেক মিডিয়া সম্রাট ইংল্যান্ডও জিত্যা যাইতে পারে… (জাস্ট গেসড)

  3. ইয়াদ বলেছেনঃ

    স্পেন এর জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ালো দুইজনের ইনজুরি। ফেব্রিগাস ও নাকি মাইনর ইনজুরিতে পড়লো ২-১ দিন আগে। তারপরেও এদের মিডফিল্ড ভয়াবহ!

    জার্মানি দুর্দান্ত একটা টিম ছিলো বিশ্বকাপে। একই ধারাবাহিকতা থাকলে অন্য দল খড়কুটোর মত উড়ে যাওয়ার কথা। :dhisya:

    নেদারল্যান্ডেরও ভালো সম্ভাবনা আছে। কিন্তু রোবেনের ফর্ম থাকতে হবে ভালো।
    তবে পার্সি গত সিজনে যা দেখালো…… :happy:

    ইটালি’র অবস্থা তো ভয়াবহ খারাপ! প্রস্তুতি ম্যাচের সব গুলো হেরেছে। রাশিয়ার কাছে ৩-০ তে হার! তামাশা করতে আসছে নাকি ই্উরো তে? :thinking:
    তবে… এদের খোঁচা দিলে সমস্যা আছে কিন্তু!
    Montolivo, De Rossi, Pirlo, Cassano এরা ঘুমায় আছে নাকি?

    ফ্রান্সকে কেন যেন একটা টীম মনে হয় না! কম্বিনেশনটা ঠিক জমে না।
    বেনজেমা বেশ ভালো ফর্মে আছে। রিবেরি, নাসরি এরা কিছু করে দেখাতে পারলে তো ভালোই।

  4. নিশম বলেছেনঃ

    ৬ বার ইউরো চ্যাম্পিয়ন আর নয় বার রানার্স আপ, জার্মানীর এই টিমটা দেখলে আমার মনে হতো, দুনিয়ার কোনো দল এদের সামনে দাড়াতে সাহস পায় না। যেমনটা শচীনের সামনে যে কোনো বোলারকে দেখলেই মনে হয় আমার কাছে।

    ব্রাজিল যেমন যুগে যুগে একটা করে রোনাল্ডো, কাকা, রোনালদিনহো, আদ্রিয়ানোদের মতো প্যাশোনেট স্ট্রাইকা-প্লে মেকার তৈরী করে, জার্মানী একইভাবে যুগে যুগে একের পর এক বিশ্বসেরা গোলকীপার উপহার দিয়েছে। খেলা বুঝবার পরেই দেখেছি আমার চোখে দেখা সেরা কিপার অলিভার কান, তারপরে এলো পেনাল্টিকে কাচ কলা দেখানো লে’ম্যান। এখন ন্যুয়ার ও কিন্তু যঠেষ্ট ভালো কিপার। হয়তো এখনকার মিড-ফিল্ডারদের মতো যঠেষ্ট গ্ল্যামার সম্পুন্নন ছিলো না, তবে আমার প্রচন্ড প্রিয় একজন একজন মিড ফিল্ডার মাইকেল বালাক। নেতৃত্ব আর একেকটা কাউন্টার শট, অসাধারণ! সব মিলিয়ে, জার্মানীর খেলা দেখে যে মজা পাই, শিল্প নৈপুন্যে ভরা মুদ্রা দেখে আমি সেই মজা পাই না।

    হোপ ফর দ্যা বেস্ট ফর জার্মানী 🙂

  5. জ্ঞানচোর বলেছেনঃ

    ভাই সাহেব। ফুটবলের আলোচনায় দেখি সরব হয়ে উঠেছে চারপাশ। ধারাবাহিক আপডেট চাই। 🙂

  6. জার্মানী……

    পাওয়ার হাউজের অসাধারণ খেলার অপেক্ষায়! 😀

  7. সামিরা বলেছেনঃ

    আপনার উপস্থাপন দারুণ।
    তবে কিনা, খেলাধুলা নিয়ে গল্প মাথার দশ হাত ওপর দিয়ে যায়। 😀

  8. মাহমুদ বলেছেনঃ

    ফ্রান্স কিন্তু টানা ২১ ম্যাচ অপরাজিত, সেমিফাইনাল খেলেও ফেলতে পারে; রিবেরি, এম ভিয়া, ভালবুয়েনা আর বেনজিমার জাতীয় দলে ফর্ম বেশ ভালো

    সাপোর্ট করছি নেদারল্যান্ডস,

    সম্ভাব্য চ্যাম্পিয়ন : জার্মানি 8)

    • স্বপ্ন বিলাস বলেছেনঃ

      দেখা যাক ফ্রান্স ভালো করতে পারে কি না। ভালো খেলা দেখার অপেক্ষায় থাকি সব সময়।

      জার্মানির সম্ভাবনা আসলেই অনেক ভালো।

  9. ফিনিক্স বলেছেনঃ

    আমার মনে হচ্ছে কোন মন্তব্য করাই সমীচীন হবে না।
    কেউ আমার প্রিয় দলকে বিশেষ কোন ধর্তব্যের মধ্যেই আনে নি!

    সে যাই হোক, আমি আমার প্রিয় দলের সাফল্যে খুশি! :love:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।