চারিদিকে হইচই, চারিদিকে মজা,
আকাশের কোনে চাঁদ উঠেছে ঐ দেখনা।
এলো খুশির ঈদ, শেষ হলো রোযা,
চারিদিকে বইছে দেখ খুশির বন্যা।
ফেসবুকে ফেসবুকে চলছে স্ট্যাটাস আপডেট,
কেউ আবার ভালবাসার মানুষটির সাথে করছে ডেট। =))
কেউ আবার আত্মীয়-স্বজন, বন্ধুকে নিয়ে দিচ্ছে জমিয়ে আড্ডা,
আর, সাথে সাথে চলছে বিশাল খাওয়া-দাওয়া। 😀
এই খুশির দিনে শেষ হোক হানাহানি, গোলাগুলি,
শত্রুতা ভুলে আসো করি কোলাকুলি। :beshikhushi:
ধনী-গরিব সবাই মিলে,
ঈদ পালন করি একসাথে।
সবার ঈদ কাটুক ভালো,
সবার ঘরে ছড়িয়ে পড়ুক আনন্দের আলো।
বড় ভাই-আপুদের কাছে চাই ঈদের সালামি, 😀
সবাই করো মজা, আমি এবার আসি। :yahooo:
সরবের সবাইকে জানাই ঈদ মোবারক। :rollinglaugh: :yahooo: :penguindance:
আপনাকেও ঈদের শুভেচ্ছা 🙂
করবামো দঈ আপনাকেও… :penguindance:
তোমাকেও ঈদের শুভেচ্ছা…. :penguindance:
বেক্কলরে ঈদ মোবারক!! (বেক্কল কিন্তু আবার খারাপ মানে নিয়েন না!! 😛 বেক্কল মানে ব্যাকটি লোক! :D)
ঈদ মোবারক :beshikhushi:
ঈদ মোবারক 🙂