পিচ্চি কিউট পাচ্চা কিউট-৩

একদিন কাজিনের বাসায় গেলাম। দুই পিচ্চি খেলছে আপনমনে। আমি সবসময় পিচ্চিদের একটু সময় দেই মেশার জন্য, শুরুতেই ধরে কচলাকচলি অনেক পিচ্চিই পছন্দ করে না। কিছুক্ষণ দূর থেকে ওদের সাথে কথা বলি, আড়ষ্টতা কেটে গেলে ওরাই কাছে আসে। এক পিচ্চি বল নিয়ে রান্না করছে তার হাড়িতে। আমি বললাম, “কী রান্না করো?”
“ডিম” পিচ্চি উত্তর দিল।
: “হাড়িতে কী দিচ্ছ?”
: “লবণ”। বলেই সে গাদাখানেক অদৃশ্য লবণ দিয়ে দিলো হাড়িতে।
: “করেছো কী! এতো লবণ দিলে তিতা হয়ে যাবে তো!”
পিচ্চি আমার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করে হাড়ি থেকে লবণ কমিয়ে নিলো। তারপর এক খাবলা অদৃশ্য চিনি দিয়ে বললো, “এখন চিনি দিয়েছি, আর তিতা লাগবে না”। :love:
৪ বছরের এক পিচ্চির এইটুকু বুদ্ধিতে চমৎকৃত হলাম।
কিছুক্ষণের মধ্যেই দুই পিচ্চি আমার কাছে এসে ভিড়লো। পিচ্চি চুলা, হাড়ি, মশলা, ডিম নিয়ে আমার কাছে হাজির।
: “ফুপি, এখানে লবণ দাও”
আমি এক খাবলা অদৃশ্য লবণ দিলাম।
: “মরিচ দাও একটু”।
আমি এক চিমটি মরিচ দিলাম।
: “আদা দাও”
আমি এক চামচ আদা বাটা দিলাম।
: “ফুপি, তোমার হাত ধুয়ে ফেলো”।
আমি অদৃশ্য বেসিনে হাত ধুয়ে ফেললাম।
: “সাবান দিয়ে ধোও”।
আমি আবারো সাবান দিয়ে হাত ধুয়ে ফেললাম।
কিছুক্ষণ সেই পিচ্চি মনযোগ দিয়ে ডিম রান্না করলো। তারপর আমার কাছে এনে বললো, “দেখো তো ফুপি, গরম হয়েছে নাকি!” আমি হাড়িতে হাত দিয়ে “উফ্‌! কী গরম!” বলে আঁতকে উঠার ভান করলাম।
আমি অদৃশ্য বেসিনে কল ছেড়ে পোড়া হাতে পানি দিচ্ছি। আর পিচ্চি খিলখিল করে হাসছে।
একটু পর পিচ্চি আমাকে প্লেটে সেই ডিম এনে দিলো। আমি গপাগপ সেটা খেয়ে নেয়ার ভান করলাম। 8)
পিচ্চি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কী নিষ্পাপ সেই হাসি!

আমার দেড় বছর বয়সী পিচ্চি ভাতিজিটাকে নিয়ে বলি একটু। মাত্র মাত্র কথা বলা শিখছে। সবকিছু নিজের মতো করে নিয়ে বলে। উ-কার বলতে তার একটু কষ্ট হয়। নানু -দাদু বলতে গেলে কন্ঠ চিকন হয়ে যায়। সেজন্য আম্মু-আব্বু না বলে আম্মা-আব্বা বলে। আমাদেরকে ডাকে ‘পি’ বলে। গলা ছেড়ে ডাকে, “পি, আতো! তাতায়ি!” ( ফুপি, আসো, তাড়াতড়ি)। আমাদের দেখাদেখি ওর মাকে ভাবী বলে ডাকে। “বাব্বীইইই! আম্মাআআআ! দাআও!” (দাঁড়াও)।
“দুষ্টামি করবে না, আচ্ছা?” এটা বলার সাথে সাথেই ঘাড় কাত করে সম্মতিপ্রদানপূর্বক আগের কাজই করতে থাকে।
“এটা খাবে?” বললেই ঘাড় কাত করে মোলায়েম স্বরে বলে, “নাআআআ!” স্বর যতোটা মোলায়েম হয়, তার সেই খাবার না খাওয়ার ইচ্ছা ততোটাই বেশী। সেই “নাআআআ” বেশ শক্ত না, জোর করেও খাওয়ানো যায় না।
ওর আপাতত সবচেয়ে অদ্ভুত উচ্চারণ হচ্ছে ‘তামতি’। পানিকে তামতি বলে ও। পানি দেখিয়ে বললাম, “এটা কী?”
: “তামতি”
: “বলো পানি”
: “তাম্‌তি”
: “বলো পা”
: “পা”
: “নি”
: “নি”
: “এবার বলো পানি”
: “তাম্‌তি” 8)

ওদের কাজের মেয়েটা নানী-দাদী বলে কী যেন বলছিলো। সেটা শুনে পিচ্চি সুর করে করে বলছে, “নাআআআনীইইইই”
আমি পেছন থেকে একই সুরে বললাম, “পাআআআনীইইই”।
সেও সুর করে বললো, “পাআআনীইইই”। এরপরই ওর মগের দিকে তাকিয়ে এক গাল হাসি দিয়ে বললো, “তাম্‌তি!” :penguindance:

একবার ভাতিজি খুব বিরক্ত করছে। ভাবী বিরক্ত হয়ে বললো, “ইস্‌! বিরক্ত করছো কেন?” এবারে পিচ্চি কেঁদে কেঁদে বললো, “পঅঅপ্‌ পঅঅপ্‌ পঅঅপ্‌!” ( ওর ভাষায় ধমক দিলো আরকি!) ওর কথা শুনে সবাই হেসে ফেললো। সেটা দেখে তার কান্নার বেগ গেলো বেড়ে। সবাইকে আরেকবার বকে দিয়ে নিজের গালে নিজেই আদর করে বলতে লাগলো, “ আদো আদো আদো!” ( আদর আদর আদর) :love:

ভাতিজি একবার কলা খাবে। তখন সে আরো ছোট, খোসা মুখে দিয়ে ফেলে কী না সেই ভয়েই ওর খালামণি কলা সবটা ছিলে দিলো। সেটা পিচ্চির পছন্দ হচ্ছে না, সে বড়দের মতো একটু একটু করে খোসা ছাড়িয়ে খাবে সেটা নানাভাবে বোঝানোর চেষ্টা করলো। ভাবী আরেকটা কলা এনে অল্প খোসা ছাড়িয়ে দিলো। সেটাও তার পছন্দ না, আগের কলাটাকেই এভাবে দিতে হবে। ছিলে ফেলা খোসা আবার কীভাবে লাগাবে সেটা পিচ্চিকে বোঝানোই যাচ্ছে না, সে কেঁদেকেটে অস্থির। শেষে ভাবী সেই কলাটাকেই খোসায় ভরে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিল। পিচ্চি মহা খুশী। 😯
এটা বলতে গিয়ে একটা গল্পের কথা মনে পড়লো। একবার রাজদরবারে আসতে বীরবলের দেরী হচ্ছিলো। রাজা জবাবদিহি করতে গেলে বীরবল বললো যে সে বাচ্চা সামলাতে গিয়ে দেরী করে ফেলেছে। রাজা বিরক্ত হয়ে বললেন, “কী এমন একটা কাজ এটা বলো শুনি? এজন্য রাজদরবারে আসা দেরী হবে এটা মানা যায়?”
বীরবল শুয়ে হাত পা ছুঁড়ে চিৎকার করে বলতে লাগলো, “আখ খাবো! আখ খাবো!”
রাজকর্মচারী ছুটে গিয়ে আখ নিয়ে এলো।
বীরবল আবারো হাত পা ছুঁড়ে চিৎকার করে বলতে লাগলো, “আখ ছিলে টুকরো করে দাও”।
রাজার হুকুমে আখ ছিলে টুকরো করে দেয়া হলো।
বীরবল এবার হাত পা ছুঁড়ে চিৎকার করে বলতে লাগলো, “ আমি এই আখটাই আস্ত খাবো!”
এইবারে রাজা বুঝে গেলেন পিচ্চি-পাচ্চা কী জিনিস! 😛

কিনাদি সম্পর্কে

মাথা নষ্ট পাবলিক
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

23 Responses to পিচ্চি কিউট পাচ্চা কিউট-৩

  1. সাইফুল তারেক বলেছেনঃ

    কিউটি মিউটি পোস্ট :happy: । দুধের স্বাদ ঘোলে মিটল। অনেক দিন কোন পিচ্চির দেখা পাইনাইতো। 🙁

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    তামতির মতো আরও অনেক মজার কাহিনী আছে। আমার ছোট বোন কালো কে বলত ক আকার কা, ল আকার লো। কালা!

    মজা পাইছি দারুণ।

  3. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    🙄
    অফিসে এসেই পড়লাম! আহা! সকালবেলার শুরুটা দারুণ হল!

  4. জ্ঞানচোর বলেছেনঃ

    কিউট খেলাধুলা কেন জানি অসম্ভব ভাল লাগে, বিশেষ করে যে অসাধারণ আইডিয়াগুলো পিচ্চিরা আনে, এক কথায় জওয়াব নেই। :dhisya:

    খুব জানতে ইচ্ছা করলো.. “পানি” কি করে “তামতি” হলো? :thinking:

  5. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    🙂 হাসতে হাসতে পরে যাবার মত অবস্থা। বিরবলের গল্প টা দারুন 😛

  6. নিশম বলেছেনঃ

    আমাদের সোহা। আমি ভাত খাই,

    – বাইয়া কি কলো?
    -নাচতেছি ভাইয়া, নাচবা?
    – চুমি তু বাত খাউ! আমাকে এট্টু দিবা?

    রান্নাঘরে চিপায় গিয়ে –

    – এগুলা কি বড়ো আম্মু (আমার আম্মাকে বড় আম্মু ডাকে)
    – লিচু।
    – আমি লিচু কাপো!

    এরপরে টানা ট্যাং, চা, আম যা পাইতেছে। এমন কি, যে কারও মুখের খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলে। ওর আম্মাকে কিচ্ছু খাইতে দেয় না, আগে নিজের প্লেটের খাবার সরায় রাখে, তারপরে গিয়ে বলে “তুমি খাচ্ছো কেনু? আমার বাবা এনেচে, আমি খাবো”, খাওয়া শুরু!

    ওর চাচাতো ভাই-বোন গুলো সবার জন্য চিপ্স আনলে ও আগে নিজেরটা লুকায় ফেলে, এর পরে গিয়ে বলে “আসু, মিলেমিচে খাই!”, চিন্তা করো অবস্থা !

    গতকাল আমার আরেক পিচ্চি বোন, আফরাকে আর আকে আম্মু নুড্যলস দিয়েছে। সে সবাইকে অবাক করে দিয়ে বলে, “উতা রেখে দাউ, আচো এতা খাই!”, এরপরে সে চামচ টামচ ছুড়ে ফেলে হাত দিয়েই খেয়ে শেষ করে ফেলে , আফরা বেচারীকে এক কি দুই চামচ দিয়ে বলে, “উইতা আমার জন্যু না? দাউ, উইতা আমি খাই।”

    অথচ, ওজন মাত্র ১২ কেজি 😛 বয়স তিন হবে এইবার। বিরাট ঝামেলায় আছি পিচ্চিরে নিয়া !

  7. পিচ্চিগুলো এত্তো এত্তো দারুণ হয় কেনো! ভর্তা বানায়ে ফেলতে ইচ্ছে করে!!

    আমার মামাতো বোনটা, জীবনেও নুডুলস বলবে না, বুড্ডুলস! 😛

  8. মাধবীলতা বলেছেনঃ

    সব পিচ্চিপাচ্চাকে কচকচ করে খেয়ে ফেলতে মন চায়…তবে পানি যে কেমনে তামতি হইল এইটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন!!

  9. অনাবিল বলেছেনঃ

    অন্নেক মজা পেলাম!
    মনটাই ভালো হয়ে গেলো পোস্ট পড়ে……

    আমাদের একটা আছে, ওকে দেখে সময় যে কোথায় উড়ে যায় টের-ই পাই না!
    দেড় বছর। কারো উপর রাগ করলে বলে- আম্মুউ ব……কাআআআআআ![খুব ভাব নিয়ে…]
    নিজে রেগে গেলে— আম্মু কোলে উঠবো না, উঠবো না…… [ দেখার মতো জিনিস সেটা……]

    <3

  10. ফিনিক্স বলেছেনঃ

    তোর এই সিরিজটার জন্য আমি যে কী অধীর আগ্রহে বসে থাকি কিনাদি!

    মনটা ভরে গেল। আজ আর কোন পোস্ট পড়বো না।
    পিচ্চিপাচ্চাদের এই ভালোলাগার রেশ মনের ভেতর রেখেই রাতটা পার করতে চাই। :happy:

    • কিনাদি বলেছেনঃ

      তোমার কমেন্ট পড়ে তো মনটাই ভালো হয়ে গেলো। 🙂 আর কারো জন্য না হোক অন্তত তোমার কথা মাথায় রেখে হলেও এই সিরিজ চালিয়ে যাওয়ার চেষ্টা করবো :love: :love:

      • ফিনিক্স বলেছেনঃ

        ইয়ে, তুই আমার জন্য পরের সিরিজটাও দিয়েছিস আর আমি ওটাও সবার আগে পড়ে ফেলেছি! :yahooo:

        তোর পিচ্চি ভাই-বোন, ভাগ্নে-ভাগ্নীগুলো বড় হয়ে যখন জানবে যে ওদের নিয়ে আমরা এত আহ্লাদ করছি ব্লগে, তখন কেমন হবে তাই চিন্তা করে মজা পাচ্ছি।
        ওরা কি তখনো তামতি খেতে চাবে? 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।