বালিকা আমি তোমার বর্তমানকেই ভালবাসি


বালিকা আমি তোমার বর্তমানকেই ভালবাসি।
তুমি আরও একটু লম্বা হলে কিংবা আরও একটু ফর্সা হলে,
তোমার হাসিটা আরও সুন্দর হলে,
কিংবা তোমার দেহের বাকগুলো আরও গভীর হলে-
তুমি নিশ্চিত থাকও তোমাকে এর চেয়ে বেশি ভালো আমি বাসতাম না ।

বালিকা আমি তোমায় ভালবাসি।
লাল চুড়ি পড়া তোমার চমৎকার হাত দুটি ,
তোমার অবাধ্য এলোমেলো চুল,
বার বার যা কপালের উপরে উড়ে উড়ে আসে ,
তোমার নাক তোমার ঠোট ,
তোমার সমস্ত অসঙ্গায়িত দেহ ,
তোমার সমস্ত নান্দনিক ঐশ্বর্য ,
যেমন আছে বর্তমানে আমি তারই বন্দনা করি।

বালিকা আমি তোমার সামগ্রিক বর্তমানকে ভালবাসি।
তাই তোমাকে একফোঁটাও বদলাতে হবে না
আমার ভালোবাসা পাওয়ার জন্যে-
শুধু আমাকে প্রাণভরে ভালবাসলেই চলবে ,
অনেকগুণ বেশি ভালবেসে তোমায় ভরিয়ে দেব।

বালিকা তুমি এত সুন্দর কেন?
তুমি যখন কথা বলও- তখন তোমাকে সুন্দর লাগে,
আবার যখন চুপ করে থাকো-
উদাস আনমনে থাকিয়ে থাকও এদিক সেদিকে ,
যখন হাঁটো এলোমেলো উদ্দেশ্যহীন,
যখন কোথাও বসো,
সব সময় তুমি অদ্ভুত মায়াবী-
সব সময় তুমি অদ্ভুত সুন্দর।

বালিকা তোমার চোখ দুটো এত জীবন্ত!
এত বিষণ্ণ, এত টলটলে গভীর মায়া সেখানে –
আমি শুধু হারিয়ে যেতে ইচ্ছে করে।
আমি তোমার নরম হাতদুটোতে হাত রেখে
ও চোখে অনন্তকাল চেয়ে থাকতে চাই
বালিকা সামান্য সময়ের জন্যে কি বসবে আমার পাশে?
তোমার চিবুক তুলে একবার কি
তাকাবে আমার দিকে?

তাকাও না একবার- আরেকবার ধন্য হই,
সার্থক হই আরেকবারের মত।

 

——————————
মিজানুর রহমান পলাশ
নজরুল ইসলাম হল, বুয়েট।
৮/৬/২০১২

মিজানুর রহমান পলাশ সম্পর্কে

এখানে রাত্রি নামে, উড়ে যায় সাদা বক/ জোনাক পোকায় চড়ে স্বপ্ন আলো/ দেখেনা সে মালতী লতা, পলাশ ফুলের শোভা/ কিশোরীর কালো চোখ, আধার কালো !/
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

15 Responses to বালিকা আমি তোমার বর্তমানকেই ভালবাসি

  1. নিশম বলেছেনঃ

    পলাশ ভাই, বালিকারা নিষ্ঠুর :crying: তারা বুঝতে চায় না, তারা খালি লিপিষটিক ঘষে আর আমাদের মনের দরজায় কষঘাত করে এই বলে, “এই ! সুন্দর লাগতেছেনা? বলো না! বলো না!”, হায় আমি কেমন করে বুঝাই,

    ঐ ঈষৎ লালাভ গোলাপী ঠোঁটে
    শক্ত-কৃত্রিম রঙ না ঘষে,
    একবার যদি আমার ঠোঁটটাকে
    দিতে ছুতে,
    আমি হয়তো জানাতে পারতাম,
    তোমাকে মেঘের দেশের রানীর মতো লাগছে।
    চুমু খেয়ে না হয়,
    নিজেকে মিথ্যে রাজাই ভাবতাম!

    কবিতায় প্লাস ! :love:

    • মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

      আরে আমি তো মাত্র একবার চোখ তুলে তাকাতে বলেছিলাম। তাতেই মনে হচ্ছে ধন্য ধয়ে যাবো।

      আর তুমি দেখি একশগুন এগিয়ে গেছ- একদম ঠোট দিয়ে ছুতে চাও।

      বালিকাতো ভয় পেয়ে পালিয়ে যাবে-
      বালিকার মন, বড়ই ভীতু- বিশ্বাসে তার বড়ই ভয়।
      🙁 🙁

  2. সামিরা বলেছেনঃ

    বালিকা তো খুশি হয়ে যাবে আপনার কবিতা পড়ে! 😛

    • মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

      তাই নাকি- এহেম এহেম।

      বালিকা খুশি না হোক- বালিকাদের কেউ একজন খুশি হলেই চলবে।

  3. বালিকা কই, এইটা দেখে কোন কমেন্ট করিবে না বালিকা??? 😛

    • মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

      বালিকা আছে আমার কল্পনায়- সেখানে বালিকার সাথে আমার প্রতিনিয়ত বাদানুবাদ হয়। কল্পবালিকা কল্পনায় কমেন্ট করবে- আপনারা বাস্তব জগতের মানুষেরা তা কি করে দেখবেন?

      উপরের তিন লাইনের খাটি বাংলা হলো- বালিকা কমেন্ট করবে না, কারন বালিকা বলে কিছু নাই। বালিকারা সবাই পরিপূর্ণ নারী হয়ে গিয়েছে- তাই বালিকার বাস শুধু কবির অন্তরে।

  4. জ্ঞানচোর বলেছেনঃ

    :dhisya: :penguindance:

    • মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

      গুলি করেন আর বোমা মারেন- আমি আমার প্রিয় জিনিস আপনার কথায় ছাড়ছি না।

      সমালোচক সাহেবরাও মাঝে মাঝে বুঝতে পারে না- জনমত বুঝতে ব্যর্থ সমালোচকের ভবিষ্যত অন্ধকার।

  5. শারমিন বলেছেনঃ

    ছবিটা ভালো লাগে নাই আরও সুন্দর ছবি দেওয়া যেত। 😛
    কিন্তু কবিতাটা ভালো লেগেছে। 😀

    • মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

      এর চেয়ে ভাল ফটো আর পেলাম না- আফসোস সুন্দরের পূজারি আমি, আমার অর্ঘ্য গ্রহণে সৌন্দর্য্যের বড়ই অনাগ্রহ। ধরা দেয় তো দেয় না- দেখা দেয় তো দেয় না- তেমনি সার্চ দিলে আসে তো আসে না।

      কবিতা ভাল লেগেছে তাহলেই হবে- ছবিটা মেকি, কবিতাটির অনুভূতি আসল- কবিতাটিই আসল।

  6. সুখী মানুষ বলেছেনঃ

    উপসংহার

    ভালবাসা = বালিকা বন্দনা

    • মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

      বন্দনা করলেই আসে না, ঝাড়ি দিলে বালিকারা তো আসার কথা চিন্তাই করবে না।

      ভালবাসা= বালিকাকে অনুভব করে বালিকার প্রতি আকুতি জানিয়ে বালিকার জন্যে বন্দনা।

  7. সজীব বলেছেনঃ

    “করলাম না ভালবাসা , আই লাভ ইউ ফেরত দে ”

    এতো ভালোবাসা বুঝিনা মাগার কবিতা ভালো লাগছে :brokenheart: :penguindance:

  8. ফিনিক্স বলেছেনঃ

    বালিকাকে দেখতে ইচ্ছে করছে আমার। কোথায় সে?
    এত ডাকাডাকি করেও সাড়া পাওয়া দায়! 😛

  9. একলা পথিক বলেছেনঃ

    পলাশ ভাই,
    অনেক আগের হয়তোবা এই পোস্ট কিন্তু এতো সুন্দর কবিতা পড়ার পরে যদি আপনাকে একটা ধন্যবাদ না দিই,নিজের কাছে নিজেকে ছোট অকৃতজ্ঞ মনে হবে।

    আরো লেখা চাই… :love: :love: :love: :love:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।