ব্লগিং জীবনের শুরু করলাম সরব দিয়ে। লেখালেখির অনেক ইচ্ছা ছিল ছোটকাল থেকেই। কিন্তু চরম আলসে আমি শুধু ভেবেই গেছি এরকম, বাস্তবে তার খুব বেশি প্রয়োগ ঘটাইনি। তাছাড়া নানান রকমের ব্লগের নোংরামি দেখে ব্লগিং শুরু করার কিঞ্চিৎ জেগে ওঠা আগ্রহটাও অকালে মরতে বসেছিল। এই সময় এল অন্তর্জাল কাঁপানো সরব! 😛 (সরবে ঢুকেই তেল মারা শুরু করে দিলাম আর কি!) আপাতত একটু ব্যস্ত বলে ছোট আত্মকাহিনী টাইপ পোস্ট দিয়েই শুরু করলাম। নিকট ভবিষ্যতে আমার লেখালেখি করার সাধের এক্সপেরিমেন্টগুলো ( শুদ্ধ বাংলায় পরীক্ষামূলক সম্প্রচার বলা যেতে পারে ) সরব ব্লগারদের গিনিপিগ বানিয়েই চালু হবে ইনশাআল্লাহ! 😛
সকলের কাছে দোয়াপ্রার্থী রইলাম।
স্বপ্ন দেখা আর স্বপ্নের বাস্তবায়নে সরব হোক সব্বাই। শুভ ব্লগিং! 😀
প্রথম গিনিপিগ হলাম। 😀
:welcome:
গিনিপিগ হবার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া 😛
:welcome:
ধন্যবাদ আপি 🙂
সরবে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনার লেখা পড়ার জন্য উৎসাহী হয়ে অপেক্ষা শুরু করলাম।
জেনে খুশি হলাম ভাইয়া । দৌড়ের উপর আছি । একটু স্থির হবার সুযোগ পেলেই লেখা দাঁড় করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ । 🙂
স্বাগতম জানালাম- ভাল কাটুক ব্লগিং
শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া 🙂
:welcome:
😀
ধন্যবাদ আপু 🙂
এসএসসি পাশের পর হাতে এসেছিল কালবেলা । আমার কাছে এটা হয়ে আছে মাধবীলতার উপাখ্যান। শুধু তার জন্যই কালপুরুষটাও গিলেফেলেছিলাম গোগ্রাসে ।
কি এক মায়ায় মাধবীলতা জড়িয়ে ফেলেছিল জানিনা , আজও ভুলতে পারিনা । জীবনের লক্ষ্যই ছিল এক মাধবীলতাকে খুজে বের করা । জীবনের মাধবীলতাকে পেয়ে গেছি………..
এখন দেখা যাক আপনি কেমন মায়াজালে আমাদের সরবে আটকিয়ে রাখেন
:welcome:
আমি অবশ্য ভাইয়া এত আগে পড়িনি, তবে যখন পড়েছি একটানে শেষ করেছি তিনটাই; উত্তরাধিকার দিয়ে শুরু আর কালপুরুষে শেষ, আধুনিক বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস সিরিজ আসলেই।ভাইয়া আপনি তো মাধবীলতা আর অর্ক দুইজনকেই পেয়ে গেছেন মাশাল্লাহ, শুভেচ্ছা রইল :love: মায়াজাল রচতে পারব কিনা জানিনা , মায়া থেকে বেরিয়ে বাস্তবে আসতে হবে আমাদের। ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য 🙂
:):)
সরব এ স্বাগতম।
ভালো ভালো লেখা আশা করছি
ধন্যবাদ। ভালো ভালো লেখা দেয়ার আশা করছি। শুভকামনার জন্য ধন্যবাদ 🙂
সরবে স্বাগতম!
লেখা চলুক… সরব থাকুন!
🙂
অনেক ধন্যবাদ 🙂 সরব থাকার ইচ্ছে আছে…
“অন্তর্জাল কাঁপানো সরব!”>> শুনতেই কেমন ভালো লাগলো! 😛
:welcome:
গিনিপিগ হবার অপেক্ষায়। 🙂
অনেক ধন্যবাদ আপি। অপেক্ষার সমাপ্তি ঘটানোর অপেক্ষায়… 😀
এত অপেক্ষা করলে চলবে কীভাবে? 😛
অফটপিক-
শুরু করার আগে বানান নিয়ে জানতে এই পেইজ থেকে একটু ঘুরে এলে পরবর্তীতে আশা করি আপনার সুবিধেই হবে। 🙂
http://shorob.com/tag/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9F/
বানান বিষয়টা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সহযোগিতার জন্য। 🙂