ব্লগিং -এর অভিষেক

ব্লগিং জীবনের শুরু করলাম সরব দিয়ে। লেখালেখির অনেক ইচ্ছা ছিল ছোটকাল থেকেই। কিন্তু চরম আলসে আমি শুধু ভেবেই গেছি এরকম, বাস্তবে তার খুব বেশি প্রয়োগ ঘটাইনি। তাছাড়া নানান রকমের ব্লগের নোংরামি দেখে ব্লগিং শুরু করার কিঞ্চিৎ জেগে ওঠা আগ্রহটাও অকালে মরতে বসেছিল। এই সময় এল  অন্তর্জাল কাঁপানো সরব! 😛 (সরবে ঢুকেই তেল মারা শুরু করে দিলাম আর কি!) আপাতত একটু ব্যস্ত বলে ছোট আত্মকাহিনী টাইপ পোস্ট দিয়েই শুরু করলাম। নিকট ভবিষ্যতে আমার লেখালেখি করার সাধের এক্সপেরিমেন্টগুলো ( শুদ্ধ বাংলায় পরীক্ষামূলক সম্প্রচার বলা যেতে পারে ) সরব ব্লগারদের গিনিপিগ বানিয়েই চালু হবে ইনশাআল্লাহ!  😛

সকলের কাছে দোয়াপ্রার্থী রইলাম।

স্বপ্ন দেখা আর স্বপ্নের বাস্তবায়নে সরব হোক সব্বাই। শুভ ব্লগিং! 😀

মাধবীলতা সম্পর্কে

"অনিমেষ অবাক হয়ে দেখল মাধবীলতাকে । মাধবীলতা কোন রাজনীতি করেনি কখনও, শুধু তাকে ভালবেসে আলোকস্তম্ভের মত একা মাথা তুলে দাঁড়িয়ে আছে । খরতপ্ত মধ্যাহ্নে যে এক গ্লাস শীতল জলের চেয়ে বেশি কিছু হতে চায় না । বাংলাদেশের এই মেয়ে যে কিনা শুধু ধূপের মত নিজেকে পোড়ায় আগামীকালকে সুন্দর করতে । দেশ গড়ার জন্যে বিপ্লবের নিষ্ফল হতাশায় ডুবে যেতে যেতে অনিমেষ আবিষ্কার করেছিল বিপ্লবের আরেক নাম মাধবীলতা ।" - সমরেশ মজুমদারের "কালবেলা" উপন্যাসের মুখবন্ধের অংশবিশেষ থেকে উদ্ধৃত এই কথাগুলো আমার খুব বেশি আপন । কোন এক অনিমেষের মাধবীলতা হতে পারাটা আসলেই বড় বেশি সৌভাগ্যের।
এই লেখাটি পোস্ট করা হয়েছে হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

22 Responses to ব্লগিং -এর অভিষেক

  1. জ্ঞানচোর বলেছেনঃ

    প্রথম গিনিপিগ হলাম। 😀
    :welcome:

  2. সামিরা বলেছেনঃ

    :welcome:

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    সরবে আপনাকে স্বাগত জানাচ্ছি।

    আপনার লেখা পড়ার জন্য উৎসাহী হয়ে অপেক্ষা শুরু করলাম।

    • মাধবীলতা বলেছেনঃ

      জেনে খুশি হলাম ভাইয়া । দৌড়ের উপর আছি । একটু স্থির হবার সুযোগ পেলেই লেখা দাঁড় করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ । 🙂

  4. মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

    স্বাগতম জানালাম- ভাল কাটুক ব্লগিং

  5. শারমিন বলেছেনঃ

    :welcome:
    😀

  6. শামসীর বলেছেনঃ

    এসএসসি পাশের পর হাতে এসেছিল কালবেলা । আমার কাছে এটা হয়ে আছে মাধবীলতার উপাখ্যান। শুধু তার জন্যই কালপুরুষটাও গিলেফেলেছিলাম গোগ্রাসে ।

    কি এক মায়ায় মাধবীলতা জড়িয়ে ফেলেছিল জানিনা , আজও ভুলতে পারিনা । জীবনের লক্ষ্যই ছিল এক মাধবীলতাকে খুজে বের করা । জীবনের মাধবীলতাকে পেয়ে গেছি………..

    এখন দেখা যাক আপনি কেমন মায়াজালে আমাদের সরবে আটকিয়ে রাখেন

    :welcome:

    • মাধবীলতা বলেছেনঃ

      আমি অবশ্য ভাইয়া এত আগে পড়িনি, তবে যখন পড়েছি একটানে শেষ করেছি তিনটাই; উত্তরাধিকার দিয়ে শুরু আর কালপুরুষে শেষ, আধুনিক বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস সিরিজ আসলেই।ভাইয়া আপনি তো মাধবীলতা আর অর্ক দুইজনকেই পেয়ে গেছেন মাশাল্লাহ, শুভেচ্ছা রইল :love: মায়াজাল রচতে পারব কিনা জানিনা , মায়া থেকে বেরিয়ে বাস্তবে আসতে হবে আমাদের। ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য 🙂

  7. বোহেমিয়ান বলেছেনঃ

    সরব এ স্বাগতম।

    ভালো ভালো লেখা আশা করছি

  8. অনাবিল বলেছেনঃ

    সরবে স্বাগতম!

    লেখা চলুক… সরব থাকুন!

    🙂

  9. ফিনিক্স বলেছেনঃ

    “অন্তর্জাল কাঁপানো সরব!”>> শুনতেই কেমন ভালো লাগলো! 😛

    :welcome:

    গিনিপিগ হবার অপেক্ষায়। 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।