আজ আষাঢ়ের প্রথম দিন।
দিনপঞ্জির হিসেব মিলিয়ে প্রকৃতি বদলায় না এখন, কিন্তু মজার ব্যাপার– অনেক বৃষ্টি আজ আমাদের এই জনপদে। সারাদিন মাতাল হাওয়া, উদাস করে দেয়া………… দুপুরের পর থেকে ঝরোঝরো অঝোর বৃষ্টি, পুরো আকাশ ভেঙ্গে……।
‘কেন যে কোন কিছুতে মন লাগে না’ এমন আবহাওয়া, ঠান্ডা বাতাস, গল্প-কল্প আর স্বপ্নের ছবি আঁকতে আঁকতেই দিন পার, কাজ করা হয়নি কিছু……
বাসার কাছেই একটা কদম গাছ আছে, ফুল ফুটতে শুরু করেছে অবশ্য বর্ষার আগে থেকেই……।
বৃষ্টি ভেজা দুটো কদম ফুল হাতে নিতে ইচ্ছে করছে……।
কী যেন খেতে ইচ্ছে করছে, কী সেটা, জানি না………।
কোথায় যেন যেতে ইচ্ছে করছে, কোথায়, জানি না………।
ঝুম বৃষ্টি মাথায় নিয়ে হাঁটতে ইচ্ছে করছে ভীষণ রকম… আজ না হোক, তবে এই ইচ্ছেটা পুরণ করার আশা রাখি………।
অনেক দিন পর রংতুলি নিয়ে বসতে বেশ… কিন্তু মনের ছবিটা আঁকা সহজ নয়, অন্তত আমার মতো আঁকতে-না-জানা-আঁকিয়ে’র পক্ষে……
অনেক অনেক কাজ জমে আছে এই সপ্তাহ শেষের ছুটির দিনগুলোর জন্য, বর্ষা সব এলোমেলো করে দিলো…………
কিছু কিছু পঙক্তি মাঝে মাঝে-ই মাথায় টোকা দিয়ে যায়———–
কাল সকালে বৃষ্টি যদি হয়-
ভিজে যদি দোয়েল পাখি,
দালান-কোঠা, সারা শহর-
ভিজে যদি জানালা আমার,
ভিজে তোমার ঘর!
পংক্তিটা অসম্পূর্ণ লাগছে- যদি ভিজে যায় সব, কিন্তু ভিজলে কি হবে?
কি যেন বাকী আছে!
🙁 🙁 🙁
ভিজে গেলে কিছু হবে না।
পঙক্তি আরো আছে, এখানে এইটুকুই দেয়া হয়েছে।
ধন্যবাদ।
সারাদিন বসে আছি মেঘলা আকাশের দিকে। বৃষ্টি নামে না……
বৃষ্টি মনে হয় প্রতিটা বাঙালীর মনে তোলপাড় করে দিতে পারে। কেমন যেন করে দেয় মনের ভেতর!
পুরো কবিতাটা পড়তে চাই।
আসলেই কেমন যেন করে দেয় মনের ভেতর!
কবিতা দেয়া হবে… 😀
আমার মাথায় যে গানটা আসে সেটা হচ্ছে
বর্ষার প্রথম দিনে, ঘন কালো মেঘ দেখে,
আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়
সেদিন তাহার সাথে কর পরিচয়।
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বর্ষার প্রথম দিনে।।
জীবনের সব ভুল যদি ফুল হয়ে যায়
যদি কোন দিন আসে জোৎস্নার আঁচলে ঢাকা মধুর সময়
তখন কাছে এসো, তাহাকে ভালবেসো
সেদিন তাহার সাথে কর পরিচয়।
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বর্ষার প্রথম দিনে।
জীবনের সব কালো যদি আলো হয়ে যায়,
দূর হয়ে যায় যদি ছায়াদের আঁধার সময়।
তখন কাছে এসো, তাহাকে ভালবেসো
ছায়াময়ী কারো সাথে করো পরিচয়।
কাছে কাছে থেকেও যে কভু কাছে নয়
বর্ষার প্রথম দিনে।
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Q_Oo6yKgANg
🙂
গানটা নামিয়ে নিচ্ছি, কেমন মায়াবী……
ধন্যবাদ বোহেমিয়ান……
তাই? আমার কিন্তু মনে হয় অন্তত প্রথম দিনগুলো দিনপঞ্জির সাথে কিছুটা হলেও খাপ খায়। যেমন এবার বর্ষার প্রথম দিনে আমাদের এখানে বৃষ্টি না হলেও মেঘলা ছিল হঠাৎ করেই। আজকে বৃষ্টি হয়েও গেল! 🙂
আমি হয়তো সেভাবে খেয়াল করি নি, কিন্তু সবসময় মনে হয় তারিখ মিলিয়ে প্রকৃতিতে বদল হয় না, এবারে বেশ মিলে গেলো! 🙂
কোথায় যেন যেতে ইচ্ছে করছে, কোথায়, জানি না………।
আমারও এমন মনে হয়।
😀
বাহ্, বেশ মিল দেখছি তোহ আমার সাথে… 🙂
বর্ষা মেয়েটা আসলে খুব অদ্ভুত!!!
বুকের ভেতর কেমন যেন একটা শূণ্যতা, “ভাল লাগা” মন খারাপের অনুভূতির জন্ম দেয় !!!
রহস্যময়ী বর্ষা সবসময়েই কেন যেন উদাস করে দেয়……… 🙁 🙁
একদম মনের কথা বলেছেন!
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে?
বৃষ্টি পায়ে পায়ে, তার কি যেন কি নাম?
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়।
মেঘের সীমানা পাড়ি দিয়ে সে রংধনুকে চায়।
শুভমিতার এই গানটা আমার বর্ষাযাপনী গীত।
গান খুব কম শোনা হয় ইদানীং, কিন্তু লিরিক খুব পছন্দ হলো… শুনতে হবে…… 🙂
বর্ষার প্রথম দিন টা কিভাবে যে পার হয়েছিল টেরই পাই নি। মনেও পরে নি। আর এবার ঢাকায় বৃষ্টিও শুরু হয়েছে দেরী করে। মেঘ মেঘ করেই বর্ষা শুরু। গরম টা কমেছে এই শান্তি। নিজের কথাই অনেক বলে গেলাম আপনার লেখা দেখে মনে পরে গেল অনেক কিছু তাই।
লেখাটার কথা বলব, আমার শুধুই ভিজতে ইচ্ছে করছে 🙂
অনেক ধন্যবাদ আপু লেখাটা পড়ার জন্য, খুব তাড়াহুড়োতে লিখা… বর্ষার দিনে মনটা কেমন যেন এলোমে্লো হয়ে থাকে তাই না!
আর ভিজতে চাওয়া? সারাক্ষণ-ই ইচ্ছে করে………
এখনো বৃষ্টি হচ্ছে বাইরে …
লেখা পড়ে মনটাও যেন ভিজে গেল !!
দারুন সুন্দর!
ধন্যবাদ ভালো লাগাতে। খুব তাড়াহুড়োতে লিখা। তবে কবিতাটা অনেক পুরোনো………।
🙂
ধন্যবাদ ভালো লাগাতে। খুব তাড়াহুড়োতে লিখা। তবে কবিতাটা অনেক পুরোনো………।
ইশ আপু, দিলে তো আবার কবিতাটা মনে করিয়ে!
তুমি ভীষণ খারাপ। এত ভালো লেখো, তবু আমাকে পড়তে দাও না সব। আমি রাগ করেছি।
….
অনেক দিন পর দেখছি ফিনিক্স কে, অনেক আনন্দিত…… 🙂
ঠিক আছে, কবিতাটা আজ-ই পাঠিয়ে দেব…… 🙂
হ্যাঁ আপু, আসলেও অনেকদিন পর ব্লগে এলাম।
ব্লগে না আসতে পেরে এতোদিন এত দমবন্ধ লেগেছে। 🙁
এসেই মন ভালো হয়ে গেল।
তোমাদের সবার লেখা পড়ছি।
ভীষণ ভালো লাগছে। :happy:
তোমার ঐ কবিতাটা আমার যে এত পছন্দ।
যখনই পড়ি, মনটা কেমন যেন বর্ষাস্নাত হয়ে যায়।
তোমার হাতে জাদু আছে আপু। :beshikhushi:
:love: