তোমার কাছে বৃষ্টি দিন

(সরবের লেখাগুলো বহুদিন আগে থেকেই পড়া হয়। সরবের নিজস্ব একটা স্টাইল আছে, যা ভাল লেগেছে আমার। অনেকদিন থেকে এখানে লিখবো লিখবো ভেবেও ব্যস্ততার কারণে নিক খোলা হয়নি। আজ সময়, সুযোগ আর ইচ্ছে মিলে যাওয়াতে আর দেরী করলাম না। সরবের সকলের জন্যে অনেক শুভকামনা। আর পথচলা শুরু করলাম আমার সদ্য লেখা একটা সাদামাটা গল্প দিয়ে…) :guiter:

একুয়া রেজিয়া সম্পর্কে

আকাশ তো ছুঁইনি, কিন্তু আকাশের মাঝে তো মেঘ হয়ে ভেসে আছি... বেঁচে আছি, দিব্যি জেগে আছি। রোদকে আমায় ভেদ করে স্পর্শ করতে দিচ্ছি...এই তো আমি....এই তো জীবন...আর বাঁচার সেকি আনন্দ...
এই লেখাটি পোস্ট করা হয়েছে গল্প-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

32 Responses to তোমার কাছে বৃষ্টি দিন

  1. মাধবীলতা বলেছেনঃ

    আপনার লেখা ভাল লাগে আপু, সরবে আসার জন্য ধন্যবাদ আর স্বাগতম। 🙂 সাদামাটা স্নিগ্ধ এই গল্পের সবটাই ভাল লাগল, বিশেষ করে শেষ লাইনটা। সম্পর্কগুলো এখন এমনই হয়ে গেছে, গল্পটা চলমান সময়ের বাস্তব প্রতিচ্ছবি। 🙁

  2. মাশুদুল হক বলেছেনঃ

    সরবে স্বাগতম আপু 🙂

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    সরব এ স্বাগতম আপু।

    শরিফ এর মত লোকই মনে হয় বেশি! এই কারণে দেশ, পৃথিবী চলছে! সমস্যা অন্য জায়গায়। আশফাকরা ব্যাপক বকে। ওদের আওয়াজ বেশি! এই কারণে ওদের কথা শোনা যায় বেশি, অনেক বেশি সুপারফিশ্যাল এই কারণে দেখাও যায় বেশি!

    • একুয়া রেজিয়া বলেছেনঃ

      কেমন আছেন?
      হুম আসলেই আমিও সব সময় দেখেছি আশফাকের মত চরিত্রগুলো চোখ পরে বেশি তাই মানুষের সামনেও আসে বেশি। শরিফের মত মানুষগুলো নিভৃতে- নির্জনে থাকতেই ভালোবাসে–

    • অনাবিল বলেছেনঃ

      বোহেমিয়ানের সাথে একমত!

      • বোহেমিয়ান বলেছেনঃ

        একটু বিপদে আছি আপাতত 😛
        ইন্ডিয়ায় আছি, সরব সহ ব্লগে ঢুকতে পারছি না দিনের বেলায়!!

  4. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    “খুব বিচিত্র একটি সিস্টেমের মধ্যে আমরা বেঁচে আছি। আপনি যদি একজন ফেয়ার মানুষ হন তবে আপনাকে এখানে একটি জেলি ফিসের মত বেঁচে থাকতে হবে”
    কথাগুলো এতো বেশি সত্য!

    গল্পটা সাদামাটা কি না জানি না, তবে পড়তে খুব ভালো লেগেছে-এটা নির্দ্বিধায় বলতে পারি। 😀

    সরব এ স্বাগতম! আপনার আরও অনেক লেখা পড়ার অপেক্ষায় থাকলাম।

    • একুয়া রেজিয়া বলেছেনঃ

      মন্তব্যের জন্যে ধন্যবাদ 😀 ব্যস্ততার জন্যে আসলে আগের মর ব্লগে অনেক সময় দিতে পারিনা। ইচ্ছে থাকলেও পারিনা। তবুও সময় পেয়েই হাজির হয়ে যাব। শুভকামনা 🙂

  5. সামিরা বলেছেনঃ

    গল্পটা অনেক ভাল লাগলো আপু। 🙂
    :welcome:
    আপনার অল্প কিছু লেখা পড়েছিলাম আগে, খুব ভাল লেগেছে। সরবে পেয়ে খুশি! 😀

  6. মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

    আপু কেমন আছেন?
    :welcome:

  7. অক্ষর বলেছেনঃ

    :welcome:

    একুয়াপি, আমি তো তোমার একদম মারাত্নক রকমের ভক্ত ! :happy:

  8. Hassan Rabi বলেছেনঃ

    ভালো লেগেছে

  9. জ্ঞানচোর বলেছেনঃ

    :welcome:

    গল্পটা অসাধারণ।

  10. নিশম বলেছেনঃ

    গল্পটার সবচেয়ে শক্তিশালী কথা গুলো অনেক দিন মনে থাকবে –

    “খুব বিচিত্র একটি সিস্টেমের মধ্যে আমরা বেঁচে আছি। আপনি যদি একজন ফেয়ার মানুষ হন তবে আপনাকে এখানে একটি জেলি ফিসের মত বেঁচে থাকতে হবে”

    একুপ্পু, আমার দেখা এ যুগের অন্যতম সেরা ছোটো গল্প লেখক তুমি। সরবে এসে পরেছো, দেখে ভাবছি মডুকে বলবো ট্রীট দিতে ! :happy: :happy:

    :welcome: একুপ্পু !

    • একুয়া রেজিয়া বলেছেনঃ

      কেমন আছিস বেটা? তোকে দেখে :yahooo:
      মাঝে মাঝে একদম তব্দা খেয়ে যাই বুঝলি তখন কোনই লেখা আসে না। সরব ভাল লাগছে আমার 🙂

  11. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    সরবে স্বাগতম আপু 🙂 সুন্দর একটা গল্প। বর্ষার মতই। 🙂

  12. অনাবিল বলেছেনঃ

    স্বাগতম সরবে!
    দারুণ গল্প!
    আরো চাই……

  13. ফিনিক্স বলেছেনঃ

    :welcome: আপু!

    আপনাকে সরবে পেয়ে ভীষণ ভালো লাগছে! :beshikhushi:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।