জোছনা রাতের গল্প

মধ্যরাতের অর্ধচাঁদের ধোঁয়াটে আভা
ধোঁয়াশা মেঘগুলো একে একে
রোধ করে যায় আরাধ্য রশ্মিগুলো
তারপর হারানো আমেজ চকিতে ফিরে পায়
অর্ধরূপী নিঃসঙ্গ চাঁদ।

জ্বলজ্বল জলসায় ফিরে আসে ত্রস্ত আমেজ
আবছায়া জোছনা আলোক ফিরে পায় নম্র বাতাস
নড়ে ওঠা পাতাগুলোর স্বল্প ফাঁক গলে
চকিতে চোখে পাড়ি জমায় চন্দ্রআলোক
আলোক তোড়ে সমুদ্রবান দুচোখ ভাসায়।

নিঃস্বরূপী অর্ধচাঁদের ধোঁয়াটে আভা
দুঃখ নীলিমা ঘিরে থাকে তার আলোক প্রভা
আঁধার আকাশ ছেয়ে থাকে শুধু অন্ধ ডানায়
অশ্রুত স্বর ঘোলাটে মেঘের আলোক ধাঁধাঁয়
ভেসে যায়, ভেসে বেড়ায় দুঃখরূপী মেঘদল।

দুঃখরূপী অর্ধচাঁদের নীলচে আভা
অর্ধকালোয় আবৃত মেঘ, নীলাভ মায়া
নীলচে আঁধার, বিস্ময় ঘোর আলোর খেলায়
আঁধার আলোয় লুকোচুরি তার অলীক মায়ায়
অযাচিত মন খুঁজে ফেরে তারই নীলাভ বচন।

সরল সম্পর্কে

সরল মনের মানুষ
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, বিবিধ, হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।