এইতো বেশ আছি,
আকাশের কান্না দেখে তোর কথা ভাবছি।
কি যে আজ হলো,
আজ বুঝি আকাশের ভালো নেই মন,
দেখেছিস, যেদিকে তাকাই- ঘন আঁধার কালো।
তোরও কি মন খারাপ তাতে?
এই, কাঁদিস না যেন আর মুখ গুঁজে হাতে।
কেঁদে কী হবে? থামবে কি মেঘের ঝরে পড়া?
কিন্তু ভেবে দেখ- তারপরেই আছে রৌদ্রের ইশারা।
সে রৌদ্রে ভিজব আমি একা, তোকে ছাড়া,
একা হেঁটে যাবো দূরে- বহুদূরে,
আপনমনে গান গেয়ে চলব বেসুরে।
হয়তো আবারও বাঁধব নতুন কোনো গান,
লিখব কোনো খাপছাড়া কবিতা, আনমনে;
আমাকে আড়াল করে সবাই হাসবে সেটা শুনে।
মজার কথাটা কি জানিস?
এসবের কিছুই তুই জানলি না, জানবি না…
:brokenheart:
🙁 বৃষ্টি জিনিসটাই কেমন জানি। সবসময় মনের প্রতিচ্ছবি মেলে এই ঝুম বৃষ্টিতেই। কখনো প্রিয়জনদের সাথে ভিজতে ইচ্ছা জাগায়, কখনো আবার একা একা ভিজে অশ্রু লুকানোর পায়তারা করায়…তাই বরাবরের বৃষ্টিপাগল আমি… 🙂
আমি বৃষ্টি চাই আমি বৃষ্টি চাই বারবার, সুখে যন্ত্রণা এই ঠিকানা বাঁচবার…
মন্তব্যের জন্য ধন্যবাদ। 🙂
আরে আজব দেখি। বৃষ্টিকে নিয়ে সবাই এত দুঃখবিলাস করছে কেন?
”
মজার কথাটা কি জানিস?
এসবের কিছুই তুই জানলি না, জানবি না…
“
কী জানি…
বৃষ্টি ভালোবাসি বলেই হয়তো এতো কান্না।
বিরহের গান! 🙂
“একা হেঁটে যাবো মাই দূরে- বহুদূরে,” – এই লাইনে কি ভুল আছে কোন?
ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।
অনেক আগের লেখা, টাইপ করতে ভুল করে ফেলেছি। 🙁
সুন্দর হয়েছে 🙂
ধন্যবাদ
সুন্দর… বেশ সুন্দর! :clappinghands:
ধন্যবাদ।
আপনার ছদ্মনামটাও বেশ সুন্দর। 🙂
মন খারাপের কাব্য… 🙁
🙁 জ্বি
বৃষ্টিমাখা আঁধারে মোড়া, তবু ভালো লাগল। 🙂
মন্তব্য করার জন্য ধন্যবাদ