খুব অল্প কিছু চাই

আমি খুব অল্প কিছু চাই
আমাকে ভালবাসতে হবে না, ভালবাসি বলতে হবে না
মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুয়ে দিতে হবে না
কিংবা আমার জন্য রাত জাগা পাখি ও হতে হবে না
অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না
কিংবা বিকেল বেলায় ফুচকা ও খেতে হবে না

এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে ,
শুধু মাত্র একটা কাজ করতে হবে ,
আমি যখন প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে
একটু খানি আদর মাখা গলায় বলবে
“পাগল”

বিশ্বাস কর , এতেই চলবে

করবে মেয়ে?

কালপুরুষ সম্পর্কে

অতি সাধারণ মানুষ , খাঁটি বাংলায় যাকে বলা হয় "বেগুন (যার কোন গুণ নাই) স্বপ্ন দেখতে ভালবাসি স্বপ্ন দেখাতে ও । আত্মকেন্দ্রিক মানুষ , নিজের গণ্ডির মাঝে বাস করি , বাহিরের জগত খুব একটা আকর্ষণ করে না। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়য়ে computer science এ অধ্যয়নরত ।
এই লেখাটি পোস্ট করা হয়েছে পাগলামি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

21 Responses to খুব অল্প কিছু চাই

  1. সামিরা বলেছেনঃ

    নির্মলেন্দু গুনের একটা কবিতা সবাইকে বলতে শুনি, সেটার কথা মনে পড়ে গেল। বেশ হয়েছে!

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    হ্যাঁ। আমারও গুণ এর কবিতার কথা মনে পড়ল।

    ভালো লাগছে।

    পলাশ আর মাশুদ মিলে তো রোমান্টিক হাওয়া বইয়ে দিল :p
    ভালো খুব ভালো :love:

    দিলাম কবিতাটা

    আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
    কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
    শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
    বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
    আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
    কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
    কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
    আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
    নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
    আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
    আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
    পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
    তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
    এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।
    আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
    কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
    খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
    কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
    জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’

  3. অনাবিল বলেছেনঃ

    ভালোবাসা :happy:

  4. জ্ঞানচোর বলেছেনঃ

    ইদানিং সরবে আসলে আফসোস হয়। কেন যে কবি হলাম না?

    ভাল লাগলো।

  5. মাধবীলতা বলেছেনঃ

    অনেক কিউট লাগল কবিতিকা 🙂 আমি তো মনে করি অল্প চাওয়া আর অল্পেই আনন্দ পাওয়া একটা আর্ট…সে ভালোবাসাই হোক আর যাই হোক…শুভকামনা রইল

  6. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    ভালো লেগেছে কবিতা। নির্মলেন্দু গুণের ছোঁয়া বেশ আছে।

    আরও কবিতা পড়োতে চাই। 🙂

  7. মিজানুর রহমান পলাশ বলেছেনঃ

    কবিতাটা ভাল লাগলো, বেশ ভাল।

  8. ফিনিক্স বলেছেনঃ

    এমন করে লিখলে মেয়ে নিশ্চয়ই এইটুকু করতে রাজি হবে।
    চিন্তা করার দরকার নেই। 🙂

  9. দেব বলেছেনঃ

    কনফিউশনে পড়ে গেলাম। কবিতা আসলে কার লেখা। ফেসবুকের অনেকগুলা পেইজে দেখলাম এটা “হুমায়ুন আহমেদ”র লেখা। আশা করি লেখক বিষয়টা ক্লিয়ার করবেন।
    সবার সুবিধার জন্য কিছু লিঙ্ক দিলাম।




মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।