কেরামত উল্লাহ বিপ্লব: বর্তমান টেলিভিশন সাংবাদিকতার আলোকবর্তিকা ।


কেরামত উল্লাহ বিপ্লব। টেলিভিশন সাংবাদিকতায় শ্রদ্ধার সাথে উচ্চারিত একটি নাম। আকাশ ছোঁয়া যার জনপ্রিয়তা, দেশে কিংবা হোক দেশের বাইরে বিশ্বের যেকোন প্রান্তে বাংলা ভাষাভাষী, বাঙ্গালী  সেখানেই। দেশের বর্তমান টেলিভিশন সাংবাদিকতা জগতে সবার শীর্ষে স্থান করে নিয়েছেন তিনি। আজ থেকে প্রায় পাঁচ-ছ’ বছর আগে ২০০৫ সালের আগষ্ট মাসে চ্যানেল ওয়ান দিয়ে তাঁর টেলিভিশন সাংবাদিকতার শুরু। এরপর কেবলই সামনে এগিয়ে যাওয়া। বিচক্ষণতা, পরিশীলতা, মননশীলতা, বুদ্ধিমত্তা, বিবেকবোধ, অশেষ জ্ঞান, হৃদয়গ্রাহী কণ্ঠস্বর, স্বতন্ত্র রিপোর্ট স্টাইল ও আরো অনেক মানবীয় গুণ তাঁকে টেলিভিশন সাংবাদিকতায় অল্পদিনেই শীর্ষে তুলে দেয়। এমনকি অমায়িক ব্যবহারের ভাগও ছাড়েননি অন্য কারো ঝুলিতে। চ্যানেল ওয়ানের বিশেষ প্রতিনিধি ছিলেন। বর্তমানে এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি।

তাঁর তৈরী প্রতিবেদন বর্তমানে যে কারো প্রতিবেদনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাঁর প্রতিবেদনে প্রতি সেকেন্ডে ভিডিও চিত্রে বা কণ্ঠে যে পরিমান তথ্য দিয়ে থাকেন তাতে দর্শক বাকরুদ্ধ অবস্থায় তা অবলোকন করতে বাধ্য হয়। তাঁর প্রতিবেদনে প্রতিটি সেগমেন্টে যে পরিমান টার্ন-ওভার তাতে সাধারণ মানুষ কেউ কোন্ দিন খুঁজেই পাননি কিভাবে তিনি প্রতিবেদন স্বতন্ত্র বানিয়ে ফেলেন। যারা টিভি প্রতিবেদন নিয়ে অনেক বিশ্লেষণ চালাই তারাই খুব সামান্য পরিমান বড় আকারের পার্থক্য খুঁজে পাই। সম্ববত দীর্ঘতম টিভি প্রতিবেদন প্রকাশের রেকর্ডটিও তাঁর। এছাড়া একই দিনে একাধিক বার একই প্রতিবেদকের খবর প্রকাশের তালিকায়ও তাঁর নাম রয়েছে।

বাংলাদেশের এই কৃতি সন্তানের জন্ম রংপুরের পীরগঞ্জে। তার জন্ম জুলাই মাসের ১৯ তারিখ। লেখাপড়া করেন পীরগঞ্জ সরকারি উচ্চ বিশ্ববিদ্যালয় থেকে। রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯৫ সালে সম্মান ও ১৯৯৭ সালে মাস্টার্স পাশ করেন। বৈবাহিক জীবনও তাকে কোনোদিন বিপজ্জনক প্রতিবেদন তৈরী করা থেকে দূরে রাখতে পারেনি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবেদন তৈরী করা রীতিমতো তার বর্তমানে খেলায় পরিনত হয়েছে। আকাশ ছোঁয়া যার জনপ্রিয়তা, হাজারো ভক্তের মন ভেঙ্গে বারংবার ছুটেযান বিপদসঙ্কুল বন্ধুর পথে।

তাঁর ব্যবহার সত্যিই অনুসরণযোগ্য। তাঁর পথরেখা ধরে হাঁটতে চাইবেন অনেকেই। বহুদূর এগিয়ে যাক এই কৃতী। পথনিদর্শন রেখে যাক টেলিভিশন সাংবাদিকদের জন্য। সবাই তাঁর সুস্থ্, সুখী, সুন্দর জীবন কামনা করুক।

তাওহীদ হাসান,

 

তাওহীদ হাসান সম্পর্কে

বিএসসি প্রকৌশলী(ইইই) ও একসময়ের তুখড় টিভি সাংবাদিক ও।
এই লেখাটি পোস্ট করা হয়েছে ইতিবাচক, চিন্তাভাবনা, সচেতনতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

16 Responses to কেরামত উল্লাহ বিপ্লব: বর্তমান টেলিভিশন সাংবাদিকতার আলোকবর্তিকা ।

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    সরবে স্বাগতম :welcome:

    এই লেখার পেছনের উদ্দেশ্য বুঝলাম না!

    আমি অবশ্য উনাকে চিনি না। সরব জীবিত ব্যক্তিদের প্রশংসা করতে চায়। আমাদের তাই করা উচিৎ। কিন্তু এই প্রশংসা থেকে কতটুকু উপকৃত হবো আমি বুঝতে পারলাম না!

    • বোহেমিয়ান বলেছেনঃ

      আমি টিভি দেখি না, তাই চিনতে পারি নাই।
      উনার কোন রিপর্টের ইউটিউব ভিডিও লিঙ্ক আছে?

      লিখতে থাকুন মন খুলে 😀 😀

    • ঠোঁটকাটা বলেছেনঃ

      আমি একজন খুব ছোট সংবাদিক। পেশার তাগিদে, পেপারের সম্পাদকের চাহিদায়, ও অর্থের জন্য অনেককে নিয়ে পেপারে লিখেছি উপ সম্পাদকীয়তে। চিন্তা করলাম কেন না, একবারের জন্য হলেও নিজের পছন্দের মূল্য দেই। তাই লেখা। উদ্দেশ্য ছাড়া অবশ্য মানষ কোন কা্জই করানা। আমার উদ্দেশ্য স্বীয় আত্বার তৃপ্তি প্রদান। মন্তব্যের জন্য ধন্যবাদ…………………………।
      আর টিভিতে দেখবে যার প্রতিবাদনের সথে অন্য কারো স্টাইলের সাথে কোন মিল নাই উনিই বিপ্লব ভাই।

    • ঠোঁটকাটা বলেছেনঃ

      পেশার তাগিদে, পেপারের সম্পাদকের চাহিদায়, ও অর্থের জন্য অনেককে নিয়ে পেপারে লিখেছি উপ সম্পাদকীয়তে। চিন্তা করলাম কেন না, একবারের জন্য হলেও নিজের পছন্দের মূল্য দেই। তাই লেখা। উদ্দেশ্য ছাড়া অবশ্য মানষ কোন কা্জই করানা। আমার উদ্দেশ্য স্বীয় আত্বার তৃপ্তি প্রদান। মন্তব্যের জন্য ধন্যবাদ…………………………।
      আর টিভিতে দেখবে যার প্রতিবাদনের সথে অন্য কারো স্টাইলের সাথে কোন মিল নাই উনিই বিপ্লব ভাই।

  2. অরণ্য নীলিন বলেছেনঃ

    কেরামত উল্লাহ বিপ্লব কে আমি চ্যানেল ওয়ানের শুরু থেকে চিনি, আহামরি রিপোর্টিং করত যে তা না, কিন্তু উনার রিপোর্টিং এর বিষয় ভালো ছিল, আর লোকটাকে বেশ ভালো ব্যক্তি বলে মনে হত …… “আকাশ ছোঁয়া যার জনপ্রিয়তা” এইটা জানতাম না !

    • ঠোঁটকাটা বলেছেনঃ

      ফেস বুকে উনার ফান পেইজে গেলেই বুজবেন তাঁর জনপ্রিয়তা এখন কোথায়। আমার এই লেখাটার কিছু অংশ পেপারে ছাপা হয়েছে তাই খুব বেশি লেখা গেলনা। যা এখানে লিখলাম তা, তাঁর সম্পর্কে কম। এটিওএন বংলায় এখন তিনি দুর্দান্ত…।।
      মন্তব্যের জন্য ধন্যবাদ…………………………।

  3. সরবে স্বাগতম ভাইয়া! :welcome:
    লেখাটা এ নিয়ে দু’বার পড়লাম, তবে প্রাসঙ্গিকতা নিয়ে কিছুটা দ্বিধায় ভুগছি, মানে উনার কিছু ভিডিও লিঙ্ক আর কিছু রিপোর্টিং দেখতে পারলে আরো ভালো লাগতো! আমি টিভি খুব কম দেখি ইদানীং, তাই হয়তো আমারই দোষ!

  4. ঠোঁটকাটা বলেছেনঃ

    আপনাকেও স্বাগত জানাই।
    ব্লগে আমি একদম নতুন না। তবে সরবে এমন সুন্দর মানষ গুলোর সুন্দর সুন্দর মন্তব্য দেখে কিছুটা অবাক। মনে করছিলাম অন্য পাঁচটা ব্লগের মত মবে হয় গেছি। প্রতিটি মন্তব্যই চিন্তা করার মত। একবার ঘুরে আস্তে পারেন তাঁর ফান পেইজথেকে।
    https://www.facebook.com/groups/k.biplob/
    মন্তব্যের জন্য ধন্যবাদ…………………………।

  5. বোকা মানুষ বলেছেনঃ

    আমার জানা মতে উনি ইলেক্ট্রনিক মিডিয়ায় নামকরা সাংবাদিক। কিন্তু এখনও সেরকম আহামরি বা যুগান্তকারী প্রতিবেদন উপস্থাপন করতে পারেন নি। আরেক টা ব্যাপার হচ্ছে একজন সাংবাদিক কে জনপ্রিয়তার মাপকাঠিতে বিচারের কোন সুযোগ নেই। তাঁকে বিচার করতে হবে তার রিপোর্ট দিয়ে, রিপোর্টের ফলাফলের বিচারে এবং পেশার প্রতি দায়বদ্ধতার প্রমানে। লেখক যা লিখেছেন এটা বোধহয় তার একান্ত ব্যক্তিগত। সেটি স্পষ্ট হলে ভালো হত।

  6. ঠোঁটকাটা বলেছেনঃ

    তার রিপোর্ট পৃথিবীর অন্য কারো রিপোর্টের সাথে মিলে না। সম্পুর্ন ব্যতিক্রম।
    আমিও একজন সাংবাদিক, তাঁর রিপোর্টের ফলাফলের বিচার সাধারন সাংবাদিকদেরও পক্ষেও সম্ভবনা।
    পেশার প্রতি দায়বদ্ধতার প্রমানে তিনি অদ্বিতিয়।
    লেখক যা লিখেছেন এটা বোধহয় তার একান্ত ব্যক্তিগত নয়, এটা জনমত। তার ফান পেইজে গেলেই বুঝবেন।
    https://www.facebook.com/groups/k.biplob/
    মন্তব্যের জন্য ধন্যবাদ…………………………।

    • বোকা মানুষ বলেছেনঃ

      আপনি যেহেতু সাংবাদিক তাই এই ব্যপারটা ভালো বুঝবেন। কিন্তু সাংবাদিকরা তো সব সময় সব দিক তুলে ধরে। আপনি কিন্তু একজন সাংবাদিকের সেই ব্যাপারটা তুলে ধরেন নি। আরেকটা বিষয় হলও তার প্রতি আপনার অগাধ শ্রদ্ধাবোধ। আপনি তাকে পৃথিবীর সব থেকে আলাদা সাংবাদিক হিসেবে উপস্থাপন করে ফেলেছেন। একজন সাধারণ সাংবাদিক আর যাই হন না কেন ন্যূনতম মূল্যায়ন তো করতে পারেন। কিন্ত তাকে যে অসাধারণ-উত্তর জায়গা দেয়া হয়েছে তাতে একমত হবার সুযোগ নেই।

  7. ফিনিক্স বলেছেনঃ

    সরবে স্বাগতম আপনাকে। :welcome:
    এতো কিছু জানতাম না। টেলিভিশন আসলেই কম দেখা হয়।

  8. নিলয় বলেছেনঃ

    at least তার একটা ছবি শেয়ার করতে পারতেন, কিংবা তার ‘অসাধারণ’ কোন রিপোর্ট এর এক ঝলক- “আকাশ ছোঁয়া যার জনপ্রিয়তা, হাজারো ভক্তের মন ভেঙ্গে বারংবার ছুটেযান বিপদসঙ্কুল বন্ধুর পথে”!!

    “বিচক্ষণতা, পরিশীলতা, মননশীলতা, বুদ্ধিমত্তা, বিবেকবোধ, অশেষ জ্ঞান, হৃদয়গ্রাহী কণ্ঠস্বর, স্বতন্ত্র রিপোর্ট স্টাইল ও আরো অনেক মানবীয় গুণ তাঁকে টেলিভিশন সাংবাদিকতায় অল্পদিনেই শীর্ষে তুলে দেয়। … তাঁর তৈরী প্রতিবেদন বর্তমানে যে কারো প্রতিবেদনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাঁর প্রতিবেদনে প্রতি সেকেন্ডে ভিডিও চিত্রে বা কণ্ঠে যে পরিমান তথ্য দিয়ে থাকেন তাতে দর্শক বাকরুদ্ধ অবস্থায় তা অবলোকন করতে বাধ্য হয়। তাঁর প্রতিবেদনে প্রতিটি সেগমেন্টে যে পরিমান টার্ন-ওভার তাতে সাধারণ মানুষ কেউ কোন্ দিন খুঁজেই পাননি কিভাবে তিনি প্রতিবেদন স্বতন্ত্র বানিয়ে ফেলেন। ”

    একটু বেশি হয়ে গেলো না?? 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।