তুমি যতটা ভালবেসে আমাকে ঘৃণা কর
ঠিক ততটা ঘৃণার সাথে যদি একটু ভালবাসতে
তাহলে চিৎকার করে বলতাম
পেয়েছি পেয়েছি
তুমি যত্ন নিয়ে আমার অযত্ন কর
যদি ততটা অযত্নে আমাকে কিছুটা যত্ন করতে
তাহলে দিনের শেষে বলতাম
ধন্য ধন্য
আর আমার “বোনের মত”বেদনা গুলোকে সাজাতে যতটা আনন্দ পাও
আমার “বিমাতা” সুলভ সুখের জন্য যদি তার কিঞ্চিৎ পরিমাণ কষ্ট পেতে
তাহলেই মেয়ে আমি গগন বিদারী চিৎকার দিয়ে বলতে
আর কি চাই , আর কি চাই
কবিতা চলুক, অযাচিত কাব্যে প্রাণ ফিরে আসুক। 🙂
অফটপিক-
বানান নিয়ে আরেকটু সতর্ক হলে বেশ হত। 🙂
কবিতা চলুক। 😀 তেমন কিছু বুঝি নি যদিও!