অযাচিত কাব্য

তুমি যতটা ভালবেসে আমাকে ঘৃণা কর
ঠিক ততটা ঘৃণার সাথে যদি একটু ভালবাসতে
তাহলে চিৎকার করে বলতাম
পেয়েছি পেয়েছি

তুমি যত্ন নিয়ে আমার অযত্ন কর
যদি ততটা অযত্নে আমাকে কিছুটা যত্ন করতে
তাহলে দিনের শেষে বলতাম
ধন্য ধন্য

আর আমার “বোনের মত”বেদনা গুলোকে সাজাতে যতটা আনন্দ পাও
আমার “বিমাতা” সুলভ সুখের জন্য যদি তার কিঞ্চিৎ পরিমাণ কষ্ট পেতে
তাহলেই মেয়ে আমি গগন বিদারী চিৎকার দিয়ে বলতে
আর কি চাই , আর কি চাই

কালপুরুষ সম্পর্কে

অতি সাধারণ মানুষ , খাঁটি বাংলায় যাকে বলা হয় "বেগুন (যার কোন গুণ নাই) স্বপ্ন দেখতে ভালবাসি স্বপ্ন দেখাতে ও । আত্মকেন্দ্রিক মানুষ , নিজের গণ্ডির মাঝে বাস করি , বাহিরের জগত খুব একটা আকর্ষণ করে না। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়য়ে computer science এ অধ্যয়নরত ।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

2 Responses to অযাচিত কাব্য

  1. ফিনিক্স বলেছেনঃ

    কবিতা চলুক, অযাচিত কাব্যে প্রাণ ফিরে আসুক। 🙂

    অফটপিক-
    বানান নিয়ে আরেকটু সতর্ক হলে বেশ হত। 🙂

  2. সামিরা বলেছেনঃ

    কবিতা চলুক। 😀 তেমন কিছু বুঝি নি যদিও!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।