শিশির কণা

একবিন্দু শিশির কণার মত
যেন একবিন্দু হৃদয় আমার
অবেলায় চকিতে হারাবে
তুচ্ছতার উপহাসে নীরবে পালাবে।

অবোধ অবুঝ দলছুট মন
হাসি কান্নার অবাধ জীবন
হেলায় হারিয়ে যাই পথপাশে
নির্লিপ্ততা বোধের আকাশে।

সূর্যচূড়ায় কিরণ ছড়ায়ে
ভোরের আলোক অঝর ধারায়
প্লাবন করবে ভিজে মাঠটাতে
সোনালী রোদের কিরণ ধারায়।

শিশির কণার ভেজা অনুভব
হঠাৎ হারাবে খেয়ালী মায়ায়
তুচ্ছ স্বচ্ছ জ্বলবে এমন
ভাসবে অবাধ আলোর খেলায়।

ভাসবো আমি মেঘের ভেলায়
অবাধ আলোয় নীলকে ছোঁব
নীলের খেয়ায় অবোধ কিশোর
মনটাকে তাই ভাসিয়ে দেব।

সরল সম্পর্কে

সরল মনের মানুষ
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, পাগলামি, বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

2 Responses to শিশির কণা

  1. ফিনিক্স বলেছেনঃ

    একবিন্দু শিশির কণার ছোঁয়ায় মন সত্যিই হারিয়ে গেল। 🙂

  2. সামিরা বলেছেনঃ

    আরে! এই লেখাটা আগেই পড়ছিলাম হলে, বাসায় এসে আর কমেন্ট করতে মনে নাই।
    ভাল হইছে তো। তুই এত কম লিখিস কেন? 🙁 প্রতি উইকেন্ডে লেখা দিবি!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।