সাহায্যের জন্য এগিয়ে আসুন !

সাহায্যের জন্য এগিয়ে আসুন !
কামরুল হাসান শিমুল। আহছানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের একজন প্রিয় সহপাঠী। সদা হাসি খুসি আর উদ্দমী। সুধু নিজে হাসত ও সহপাঠীদের হাসাতো তাই নয়। শিক্ষকদের প্রশ্নের উত্তরে তার জবাব দু’ একবার যে মঞ্জু স্যারকেও হাসায়নি তা নয়। স্বাভাবিক মত সব চললে শিমুল আস্তো ডিএসপি পরীক্ষা দিতে। কিন্ত ৮তারিখের পরীক্ষায় অনেকের সাথেই দেখা হবেনা তাঁর। কারন সে এখন রাজধানীর অন্যতম ব্যয় বহুল হাস্পাতাল ল্যাব এইডে ভর্তি। চিকিৎসকের ভুল চিকিৎসার মাশুল গুনছে হাস্পাতালে শুয়ে। একবার আমরা চিন্তা করতে পারি আমাদের কার অবস্থা এমন হতে পারতোনা ? একনকি আমরা আজ শিমুলের জন্য যতটুকু করার সযোগ পাচ্ছি আমাদের জন্য হতো এতটুকু করার সুযোগ পেতনা আমাদের বন্ধুরা। বড় অসহায় সময় কাটাচ্ছে ও। ঘটনাটি শোনার পর, সারাক্ষন বইয়ের সামনেই ছিলাম তা ঠিক, কিন্তু কতটুকূ পড়েছি তা আল্লাহ ই ভালো জানেন। শুধু একটাই আশঙ্কা মনে, আজ যদি শিমুলের জাগায় আমি থাকতাম! কেউ কি নিজেকে একবারের জন্য শিমুলের স্থানে ভাবতে পারি? পরীক্ষায় ব্যস্ত অনেকের কানে পৌছাবে না (অগ্রায্য করবে) আমার আর্তনাদ। অবশ্য বলা যায় না সৃষ্ট কর্তার কথা, শেষ পরীক্ষার আগে এ মেধাবিরা শিমুলের চেয়েও বেশি অসুস্থ হয়ে পড়লে হয়তো আমরাই আবার সামনে এগিয়ে আসবো। যার যার শেষ পরীক্ষার দিন অর্থাৎ সকল সেমিষ্টারের পরীক্ষার শেষের দিন (৭ ও ৮ তারিখ) কিছু সাহায্য চাওয়া হবে। আর এই সাহায্য শিমুলের জন্য নয় আমি বলবো আমাদের জন্য। বিস্তারিত যেকোন তথ্যের জন্য  ইউনুছ তারেক  সাথে যোগাযোগ করুন।

01673 174784

তাওহীদ হাসান সম্পর্কে

বিএসসি প্রকৌশলী(ইইই) ও একসময়ের তুখড় টিভি সাংবাদিক ও।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

3 Responses to সাহায্যের জন্য এগিয়ে আসুন !

  1. ফিনিক্স বলেছেনঃ

    পুরো ঘটনাটা ঠিক বুঝে উঠতে পারলাম না। তবে উনার সুস্থতা কামনা করছি।

    আরেকটা অফ-টপিক কথাঃ
    যেহেতু আপনি সাংবাদিক, হোক তা বড় কিংবা ছোট, আপনি অন্তত বাংলা বানানের দিকে আরেকটু দৃষ্টিপাত করলে ভালো হত। আপনার পেশা এতোটাই শ্রদ্ধাশীল যে সেটুকু আমরা ক্ষুদে লেখিয়েরা আপনার কাছ থেকে আশা করতেই পারি। আশা করি পরেরবার আশাহত হবো না।

  2. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    দোয়া রইল কামরুল হাসান শিমুলের জন্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।