মধ্যরাত্রি…
শান্ত সৌম্য মিছিলটা এগিয়ে আসছে,
কালো পোশাকে অসংখ্য মানুষ, তবু আমার চোখে –
লাল মানুষ, নীল মানুষ, শূন্য মানুষ, আর কিছু অর্ধ মানুষ।
মাথার ভেতর দপদপ করে ওঠে আমার,
সহ্য হয় না, কিচ্ছু সহ্য হয় না…
লাফিয়ে গিয়ে দাঁড়াই মিছিলের সামনে।
“থামো, কেউ যাবে না; জানো না এখানে আসা নিষেধ?”
মাথাটা চেপে ধরে বসে পড়ি, আহ ঈশ্বর! কেন এত যন্ত্রণা!
কেন এতো পরিষ্কার চারপাশ, কেন?
চিৎকার ছুঁয়ে ফেলে আকাশটা!
“আমরা নোংরাই ভালো!”
কোথায় সেই বাদামখোসা, জুতোর ছাপ, পঁচে যাওয়া সিরিঞ্জ,
তার বদলে এ কী? রক্ত ভেজা বিচ্ছিরি সব আলপনা?
এগারো মাসের “পবিত্রতা” এক মাসে শুধবে তোমরা?
“কেউ আসবে না! আমি নিষেধ করছি! না…”
ধাক্কা দিয়ে আমাকে ফেলে সোল্লাসে এগিয়ে যায় শোক মিছিল!
লজ্জায় নতমুখ বেদীর দিকে।
নেপথ্যে কণ্ঠ শুনতে পাই,
“আরে ধুর! এ ব্যাটা পাগল, প্রতি বছর এদিন
মাথা গরম হয়ে যায় কেন জানি!”
এদিন? আজ? তারিখ?
২১শে ফেব্রুয়ারী।
আর আমি?
৫২’র বেঁচে যাওয়া শেষ চিহ্ন…
শেষ……
-
আর্কাইভ
- মে 2023
- এপ্রিল 2018
- নভেম্বর 2017
- অক্টোবর 2017
- সেপ্টেম্বর 2017
- মার্চ 2017
- ফেব্রুয়ারী 2017
- জানুয়ারী 2017
- নভেম্বর 2016
- অক্টোবর 2016
- সেপ্টেম্বর 2016
- আগস্ট 2016
- জুলাই 2016
- জুন 2016
- মে 2016
- এপ্রিল 2016
- মার্চ 2016
- ফেব্রুয়ারী 2016
- জানুয়ারী 2016
- ডিসেম্বর 2015
- নভেম্বর 2015
- অক্টোবর 2015
- সেপ্টেম্বর 2015
- আগস্ট 2015
- জুলাই 2015
- জুন 2015
- মে 2015
- এপ্রিল 2015
- মার্চ 2015
- ফেব্রুয়ারী 2015
- জানুয়ারী 2015
- ডিসেম্বর 2014
- নভেম্বর 2014
- অক্টোবর 2014
- সেপ্টেম্বর 2014
- আগস্ট 2014
- জুলাই 2014
- জুন 2014
- মে 2014
- এপ্রিল 2014
- মার্চ 2014
- ফেব্রুয়ারী 2014
- জানুয়ারী 2014
- ডিসেম্বর 2013
- নভেম্বর 2013
- অক্টোবর 2013
- সেপ্টেম্বর 2013
- আগস্ট 2013
- জুলাই 2013
- জুন 2013
- মে 2013
- এপ্রিল 2013
- মার্চ 2013
- ফেব্রুয়ারী 2013
- জানুয়ারী 2013
- ডিসেম্বর 2012
- নভেম্বর 2012
- অক্টোবর 2012
- সেপ্টেম্বর 2012
- আগস্ট 2012
- জুলাই 2012
- জুন 2012
- মে 2012
- এপ্রিল 2012
- মার্চ 2012
- ফেব্রুয়ারী 2012
- জানুয়ারী 2012
- ডিসেম্বর 2011
- নভেম্বর 2011
- অক্টোবর 2011
- সেপ্টেম্বর 2011
- আগস্ট 2011
- জুলাই 2011
-
সদর দরজা
আহ,দারুণ :clappinghands:
আমাদের ভাষার প্রতি ভালোবাসা সারা বছর থেকে মাস,দিন হয়ে এখন ৩০ মিনিটে নেমে এসেছে। আর যে কি বাকি আছে 🙄
কষ্ট লাগলো রে আবার সেই মেজাজ খারাপ করা ঘটনার কথা মনে করে…
ভাষার জন্য ভালোবাসা। সালাম যাদের জন্য আজ আমি এই ভাষায় এই কবিতা পড়তে পারছি।
সালাম তাদের…
মধ্য রাত্রি, সৌম্য শান্ত মিছিল- প্রথমে ভয় পাইছি।
পরের অংশটুকু সম্পর্কে বলতে গিয়ে আমি ছোট মানুষ!
ব্যাপারটা কি হলো?? :thinking:
“২১শে ফেব্রুয়ারী।
আর আমি?
৫২’র বেঁচে যাওয়া শেষ চিহ্ন…
শেষ……”
চমৎকার! হৃদয় কাঁপিয়ে দেয়া একটা লেখা! :clappinghands:
ধন্যবাদ…
অসাধারণ একটা লেখা। ভেতরটাকে নাড়া দিয়ে গেলো। 🙂
ভালো লাগলো নাড়াটা দিতে পেরে…
দারুণ দারুণ দারুণ!
ধন্যবাদ আপু! তোমাদের উৎসাহেই তো নিয়মিত জ্বালাই! 😀
এদিন? আজ? তারিখ?
২১শে ফেব্রুয়ারী।
আর আমি?
৫২’র বেঁচে যাওয়া শেষ চিহ্ন…
শেষ……
চমৎকার লেখা। পর পর ৫ বার পড়লাম।
অদ্ভুত ভালো লাগলো মন্তব্যটা পড়ে!