শবদের গল্প…

মধ্যরাত্রি…
শান্ত সৌম্য মিছিলটা এগিয়ে আসছে,
কালো পোশাকে অসংখ্য মানুষ, তবু আমার চোখে –
লাল মানুষ, নীল মানুষ, শূন্য মানুষ, আর কিছু অর্ধ মানুষ।
মাথার ভেতর দপদপ করে ওঠে আমার,
সহ্য হয় না, কিচ্ছু সহ্য হয় না…
লাফিয়ে গিয়ে দাঁড়াই মিছিলের সামনে।
“থামো, কেউ যাবে না; জানো না এখানে আসা নিষেধ?”
মাথাটা চেপে ধরে বসে পড়ি, আহ ঈশ্বর! কেন এত যন্ত্রণা!
কেন এতো পরিষ্কার চারপাশ, কেন?
চিৎকার ছুঁয়ে ফেলে আকাশটা!
“আমরা নোংরাই ভালো!”
কোথায় সেই বাদামখোসা, জুতোর ছাপ, পঁচে যাওয়া সিরিঞ্জ,
তার বদলে এ কী? রক্ত ভেজা বিচ্ছিরি সব আলপনা?
এগারো মাসের “পবিত্রতা” এক মাসে শুধবে তোমরা?
“কেউ আসবে না! আমি নিষেধ করছি! না…”
ধাক্কা দিয়ে আমাকে ফেলে সোল্লাসে এগিয়ে যায় শোক মিছিল!
লজ্জায় নতমুখ বেদীর দিকে।
নেপথ্যে কণ্ঠ শুনতে পাই,
“আরে ধুর! এ ব্যাটা পাগল, প্রতি বছর এদিন
মাথা গরম হয়ে যায় কেন জানি!”
এদিন? আজ? তারিখ?
২১শে ফেব্রুয়ারী।
আর আমি?
৫২’র বেঁচে যাওয়া শেষ চিহ্ন…
শেষ……

Shobder golpo

নিস্তব্ধ শৈশব সম্পর্কে

জন্মেছি যখন মানুষ হয়ে, লড়ে যাবো ভালোর হয়ে, এক নতুন ভোরের অপেক্ষায়...
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

14 Responses to শবদের গল্প…

  1. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    আহ,দারুণ :clappinghands:

    আমাদের ভাষার প্রতি ভালোবাসা সারা বছর থেকে মাস,দিন হয়ে এখন ৩০ মিনিটে নেমে এসেছে। আর যে কি বাকি আছে 🙄

  2. ফিনিক্স বলেছেনঃ

    ভাষার জন্য ভালোবাসা। সালাম যাদের জন্য আজ আমি এই ভাষায় এই কবিতা পড়তে পারছি।

  3. বোকা মানুষ বলেছেনঃ

    মধ্য রাত্রি, সৌম্য শান্ত মিছিল- প্রথমে ভয় পাইছি।
    পরের অংশটুকু সম্পর্কে বলতে গিয়ে আমি ছোট মানুষ!

  4. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    “২১শে ফেব্রুয়ারী।
    আর আমি?
    ৫২’র বেঁচে যাওয়া শেষ চিহ্ন…
    শেষ……”
    চমৎকার! হৃদয় কাঁপিয়ে দেয়া একটা লেখা! :clappinghands:

  5. অহর্নিশ অশ্রুস্মিতা বলেছেনঃ

    অসাধারণ একটা লেখা। ভেতরটাকে নাড়া দিয়ে গেলো। 🙂

  6. সামিরা বলেছেনঃ

    দারুণ দারুণ দারুণ!

  7. মুবিন বলেছেনঃ

    এদিন? আজ? তারিখ?
    ২১শে ফেব্রুয়ারী।
    আর আমি?
    ৫২’র বেঁচে যাওয়া শেষ চিহ্ন…
    শেষ……

    চমৎকার লেখা। পর পর ৫ বার পড়লাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।