গতকাল ছিলো বিশ্ব চুমো দিবস। একা একা স্মৃতিচারণ ছাড়া কিছু করার পেলাম না। আমার অনেক আগের একটি লেখা এখানে দিয়ে যাচ্ছি। ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন। :wallbash:
তুমি পাশে নেই
পাশে থাকার শপথ ছিলো, তুমিই প্রথম ভাঙলে তা;
তুমিহীনা একলা জীবন? সেইতো আমার ব্যর্থতা
রমণীর গুণেই নাকি সুখ আসে সব সংসারে,
অভিমানে ঘর ছেড়েছো, দোষটা এখন দিই কারে?
চলে গেছো বাপের বাড়ি কোন কারণে বললে না,
আমি কিনা ভেবেছিলাম তুমি আমার খুব চেনা!
ভালোবেসে তোমায় আমি করেছিলাম বিয়ে, তাই-
বাসর রাতে থমকে গেছি, বেড়ালছানা মারি নাই।
সেই তুমি হয়েছো আজ অচেনা মোর নয়নে,
একলা আমি ভাবি তোমায় স্বপনে-জাগরণে।
আমায় ফেলে একলা এখন আছ তুমি খুব সুখে?
একটু ভেবে দেখলে না তো কষ্ট কত মোর বুকে!
মনের অসুখ বাড়ছে আমার, সুখের কোনো দেখা নাই,
তুমিই আমার পথ্য-ওষুধ, তোমায় পাশে চাইছি তাই।
মনে আমার কষ্ট যত, প্রকাশ করার নেই ভাষা,
আমার বুকে ফিরবে তুমি, মনে শুধু এই আশা।
ভুল বলেছি, মনের বিষাদ বলার ভাষা আছে তো।
এসব কথা শুনতে তোমার লাগবে জানি খুব তেতো!
আমার নাকি মুখটা খারাপ, কথার ভাষা যাচ্ছেতাই,
ভুল উপমা প্রয়োগ করি; সবার নাকি কান পচাই!
বলতে পারো ইচ্ছে যা হয়, আমিও তেমন বলতে থাকি,
যা ভাবি তাই প্রকাশ করি, কথা কিছুই রয়না বাকি।
আমায় ছেড়ে চলে গিয়ে মনে কষ্ট অনেক দিলে,
আগেও ছিলাম যন্ত্রণাতে যখন তুমি পাশে ছিলে !!!
8)
অচাম হইছে ভাইয়া :love: ছন্দ মেলানোটা মারাত্মক !
একদম পিলাচ 8)
:happy:
অনেক অনেক ধন্যবাদ
হাহা। ছন্দ তো ভাল মিলিয়েছেন!
জ্বি :wallbash:
আপনাকেও অনেক ধন্যবাদ :happy:
শেষের দুটো লাইনের জন্য :clappinghands: ! 😛 😛
8) 😛
ছন্দমিল খুব সুন্দর হয়েছে
শেষ প্যারাগ্রাফটা বেশ ভালো লেগেছে 🙂
শেষ প্যারাটা তো পুরাই বদামিতে ভরা 😛 :balancin:
ধন্যবাদ আপনাকে
চলতে থাকুক 😀
ছন্দ নিয়ে পড়াশোনা করতে হবে ভয়ে ছড়া লেখাই ছেড়ে দিয়েছি 😛
ভালো ছড়া চালিয়ে জন্য প্রচুর পড়তে হয় যে!
আগামীতে নতুন লেখা দিতে পারব আশা রাখি। ধন্যবাদ। 🙂
:love: 😛
🙁