ডোরেমন কার্টুন নিয়ে বাচ্চাদের সাথে আলোচনা (ভিডিও)

ডোরেমন কার্টুন ছবির উপর ১০ মিনিটের একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিলো বিবিসি রেডিওতে। সেই প্রতিবেদনটি শুনছিলাম আমার বাচ্চাদের সাথে। শুনতে শুনতে ওরা কি প্রতিক্রিয়া জানাচ্ছিলো তা এই ১৫ মিনিটের ক্লিপে প্রকাশ করেছি। আমি জানি, আপনারা অনেকেই ১৫ মিনিট সময় দিয়ে ভিডিওটি দেখতে চাইবেন না। তবে যারা শিশুদের বিষয়ে জানতে আগ্রহী এই ভিডিও ক্লিপটি মিস করবেন না। তবে যদি বিবিসির প্রোগ্রামটি আগে থেকে শুনে না থেকে থাকেন, হয়তো এই আলোচনা বুঝতে একটু সমস্যা হতেও পারে। বিবিসির প্রথম প্রতিবেদনটি শুনতে http://youtu.be/BDDYMuRgi0U ভিজিট করুন।

[youtube=http://www.youtube.com/watch?v=CnzgBuHFtb8]
YouTube link: http://youtu.be/CnzgBuHFtb8

এই লেখাটি পোস্ট করা হয়েছে কার্টুন, সচেতনতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

9 Responses to ডোরেমন কার্টুন নিয়ে বাচ্চাদের সাথে আলোচনা (ভিডিও)

  1. মাধবীলতা বলেছেনঃ

    কেউ করুক না করুক, চলতেই থাকব আমরা…সত্য ও সুন্দরকে জয়ী করব আমরা, দুর্যোগ অমানিশা, আঁধার কালিমা দেখে বিচলিত হব না এক ফোঁটাও…এই মেসেজটা অসাধারণ :huzur:

    সোনার টুকরা দুইটা মা…তোমাদের হাত ধরেই জন্ম নিক এক শুভ্র শুদ্ধ প্রজন্ম… :clappinghands:

    • শিবলী বলেছেনঃ

      প্রতিটি মন্তব্যের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারাটা আর কি লিখবো। সুন্দর বলেছেন, “…তোমাদের হাত ধরেই জন্ম নিক এক শুভ্র শুদ্ধ প্রজন্ম”!

      • মাধবীলতা বলেছেনঃ

        ধন্যবাদ ভাইয়া। আসলে এই ব্যাপারটা নিয়ে বেশ ভাবি। সব বাবা মা-ই যদি এমন করে গড়ে তোলার চেষ্টা করতেন বাচ্চাদের। 🙁 অসম্ভব শ্রদ্ধা করি আপনাদের আমি। অনেক দোয়া আর শুভকামনা রইল। 🙂

  2. জ্ঞানচোর বলেছেনঃ

    :thinking:

  3. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    দারুণ কাজ!
    ওরা অনেক সুন্দর করে চিন্তা করতে শিখছে, এটা একটা ভালোলাগা

  4. সামিরা বলেছেনঃ

    ক্লিপটা দেখবো ইনশাআল্লাহ্‌। 🙂

  5. তুসিন বলেছেনঃ

    আমি আপনার দুই ছোট মেয়ের ভক্ত হয়ে গেলাম। এত সুন্দর ওদের চিন্তা ধারা।
    আমার আম্মাকে দেখালাম আপনার মেয়েদুটোর কথা। আম্মা দেখে তো অবাক!! বলে বাংলাদেশের পরবতী বুদ্ধিজীবি হবে এই দুইজন।:) সত্যি অসাধারন। ওদের জন্য রইল শুভ কামনা।
    পরবতীতে এমন আর ভিডিও অপেক্ষায়। সবগুলো ভিডিও ডাউনলোড করেছে ।
    লেখা সেদিন দিয়েছিলেন ওদিনই দেখিছি কিন্তু মন্তব্য করা হয়ণি।
    ভাল থাকুন ভাইয়া এবং পি :love: চ্ছি দুইজনের রইল শুভ কামনা।

    • শিবলী বলেছেনঃ

      সরব যদি মেইল নোটিফিকেশন পাঠাতো তবে দ্রুতই এই মন্তব্যও পেতাম। আজ বুঝতে পারলাম, মন্তব্যটি আজি ফেসবুকে পড়েছি। 🙂 তাই আবার নতুন করে একই উত্তর এখানে বললাম না। 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।