বর্ষপূর্তীতে সাংস্কৃতিক আয়োজন !!

ধীরে ধীরে এগিয়ে আসছে সেই ১৭ই জুলাইয়ের ক্ষণটি, যেদিনে আপনাদের সাথে বি-স্ক্যানের পথ চলার শুরু। কথা ছিলো দিনটিকে ঘিরে থাকবে তুখোড় সব বিতার্কিক ছেলেপেলেরা। কিন্তু হুট করে মাত্র সপ্তাহ দু’য়েক আগে সরকারী সিদ্ধান্ত এলো রোজার আগে সব স্কুলের পরীক্ষা শেষ করতে হবে। আমার আর সালমা আপার মাথায় হাত। কিন্তু থেমে পড়লে তো আর চলে না। জন্মদিন বলে কথা! স্বেচ্ছাসেবী সদস্যদের ছুটোছুটি আর আন্তরিক প্রচেষ্টাতেই শেষ পর্যন্ত সম্ভব হলো ছোটখাট একটি সাংস্কৃতিক আয়োজনের উদ্যেগ নেওয়ার।

পুঁথি পাঠ, গান, মাইম, সচেতনতামূলক পরিবেশনা ইত্যাদি নানা আয়োজনে সাজানোর চেষ্টা করেছি আগামীকাল ১৩ই জুলাই শুক্রবারের বিকেলটি। বি-স্ক্যান এর তৃতীয় বষপূর্তি উপলক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আসছি ঠিক বিকেল ৪টায়। আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা উপভোগ করার জন্যে সাদর আমন্ত্রণ আপনাদের সবাইকে!

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম সমিতি – ঢাকা’র সভাপতি জনাব রেজাউল হক চৌধুরী মুশতাক এবং সভাপতিত্ব করবেন বি-স্ক্যান এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, পরিচালক, লেবরেটরি সার্ভিসেস – বারডেম।
যোগাযোগঃ জাহিদুল আলম – ০১৭১৭০২৬৬২২

চট্টগ্রামের ভাইয়া আপুদের জন্যে সুখবরঃ এবার চট্টগ্রামেও বর্ষপূর্তীর আয়োজন হচ্ছে। বিস্তারিত জানতে চোখ রাখুন ১৯শে জুলাইয়ের ব্লগে   😐

 

সাবরিনা সুলতানা সম্পর্কে

“আমার কতো দাবি! কতো চাহিদা! কিছুই পাইনা। যেদিকে হাত বাড়াই সেদিকে অন্ধকার। সব জায়গায় নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। প্রাকৃতিক নিয়ন্ত্রণ। সব নিয়ন্ত্রণে আমি বাঁধা আর গুমরে গুমরে কাঁদে আমার আশা আকাঙ্ক্ষা। ভালোবাসা!”
এই লেখাটি পোস্ট করা হয়েছে উদ্যোগ, সচেতনতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to বর্ষপূর্তীতে সাংস্কৃতিক আয়োজন !!

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    বি স্ক্যান তো অনেক বড় হয়ে গেলো আপু! ৩ বছরের! 😀

  2. শারমিন বলেছেনঃ

    :happy: :happy:

  3. জ্ঞানচোর বলেছেনঃ

    অনুষ্ঠান কেমন হলো আপু?
    ভিডিও আপ করবেন প্লিজ।
    চট্টগ্রামের আয়োজকদের জন্য একটা রিফ্রেশিং আপডেট লাগবে তো 🙂

  4. সামিরা বলেছেনঃ

    আজ দেখলাম এই পোস্ট। 🙁
    শুভ জন্মদিন বি-স্ক্যান!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।